ঈদুল আযহা উৎসব ভাতা এমপিও ২০২০-Eid-ul-Azha Bonus MPO: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাসের চেক হস্তান্তর।
ঈদুল আযহা উৎসব ভাতা এমপিও: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরির ঈদ বোনাসের আপডেট
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি ঈদে উৎসব ভাতা প্রাপ্ত হন। বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৬ বছর যাবৎ শিক্ষকরা মূল স্কেলের ২৫%, আর কর্মচারীরা ৫০% ঈদ বোনাস পেয়ে আসছেন।
কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই যৎসামান্য ঈদ বোনাসকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন। কারণ একই পদমর্যদার সরকারী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা শতভাগ ঈদ বোনাস প্রাপ্ত হন। সেই হিসাবে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানেরও ঈদ বোনাস একই পরিমানের হওয়ার কথা।
কয়েক বছর আগে প্রবর্তিত বৈশাখী ভাতা সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০% সমান হারে পেয়ে আসছেন। সেই হিসাবে শতভাগ ঈদ বোনাসের দীর্ঘ দিনের দাবীর, দ্রুত বাস্তবায়ন চেয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
উল্লেখ্য, বরাবরের মত এবারও এমপিওভুক্ত শিক্ষকগণ স্কেলের ২৫% এবং কর্মচারীরা ৫০% ঈদ বোনাস পাচ্ছেন। ২০২০ খ্রিষ্টাব্দের ১লা আগষ্ট অনুষ্ঠিত ঈদুল আযহার উৎসব বোনাস, জুলাই মাসের বেতন-ভাতা অনুসারে প্রাপ্ত হবেন।
বিঃদ্রঃ: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসার ও কারিগরি শিক্ষক-কর্মচারীর জুন মাসের এমপিও প্রকাশ ও বেতন-ভাতা হস্তান্তর করা হয়েছে।
এমপিও সীট ও বেতন-ভাতা উত্তোলনের সবশেষ তারিখ জানতে নিচে সংযুক্ত লিংকে ক্লিক করুন।
স্কুল-কলেজ এর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ঈদুল আযহা উৎসব বোনাস এর চেক হস্তান্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধীন স্কুল-কলেজ এর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাসের চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।
অধিদপ্তর এর উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) মোঃ রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, ঈদুল আযহার উৎসব বোনাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেসরকারী স্কুল-কলেজ এর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি দেখা যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে।
আর ঈদ বোনাসের এমপিও সীট ডাউনলোড করতে হবে, অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডার থেকে। (নিচের অনুচ্ছেদে দেখুন)
২০২০ খ্রিষ্টাব্দে ১লা আগষ্ট অনুষ্ঠিত ঈদুল আযহার উৎসব বোনাসে অর্থ, ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ২৯/০৭/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজ ঈদ বোনাসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
Eid-ul-Azha Bonus MPO Sheet 2020 Download: ঈদুল আযহা উৎসব ভাতা এমপিও সীট ২০২০ ডাউনলোড
স্কুল-কলেজের ঈদুল আযহার উৎসব ভাতার এমপিও সীট ডাউনলোড করতে, নিচের লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করুন এবং ব্রাউজ করুন।
গুগল ড্রাইভের উল্লেখিত লিংকে পৌঁছালে, ব্যাংকের নাম লেখা কতগুলো ফোল্ডার দেখতে পাবেন। প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ফোল্ডারে প্রতিষ্ঠানের এমপিও সীট, ভাউচার ও টপ সীট পাওয়া যাবে।
এমপিওভুক্ত কারিগরি শিক্ষকের ঈদুল আযহার উৎসব বোনাসের চেক ছাড়
এমপিওভুক্ত বেসরকারী কারিগরি প্রতিষ্ঠানের, এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীর, ঈদুল আযহা ঈদ উৎসব বোনাসের চেক ছাড় করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (শাখা-০৮) মোঃ সামছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঈদুল আযহার ঈদ বোনাসের বিজ্ঞপ্তি পাওয়া যাবে, অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিশবোর্ডে।
ঈদ বোনাসের অর্থ স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করা যাবে, ৩০/০৭/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
কারিগরির ঈদ বোনাসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
Technical Teacher Eid-Ul-Azha Bonus MPO Sheet 2020 Download Link
ঈদ বোনাসের এমপিও সীট দেখা ও ডাউনলোড করার লিংক পাওয়া যাবে, অধিদপ্তর এর ওয়েবসাইটে নিম্নোক্ত লিংকে।
ঈদুল আযহা এমপিও: এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকের ঈদুল আযহার ঈদ বোনাস এর চেক বাংকে হস্তান্তর
বেসরকারী এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর ঈদুল আযহার ঈদ বোনাসের চেক হস্তান্তর করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (অর্থ) মোঃ আবদুল মুকীত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২০ খ্রিষ্টাব্দের ১লা আগষ্ট অনুষ্ঠিত ঈদুল আযহার উৎসব ভাতার বিজ্ঞপ্তি দেখা যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে।
ঈদ উৎসব বোনাসের অর্থ, অনুদান বণ্টনকারী ব্যাংক সমুহ থেকে উত্তোলন করা যাবে ৩০/০৭/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
মাদ্রাসা শিক্ষকের ঈদ বোনাসের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
Madrasah Teacher Eid-Ul-Azha Bonus MPO Sheet 2020 Download Link
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাসের এমপিও সীট ডাউনলোড করা করা যাবে, অধিদপ্তর এর নিম্নোক্ত গুগল ড্রাইভ ফোল্ডার এর লিংক থেকে।
আরো পড়ুন-
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
সবশেষ আপডেট: ২৮/০৭/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ০২:২৫ অপরাহ্ন।
ঈদুল আযহার আগে জুলাই/২০২০ মাসের বেতন দেয়া হবে কিনা । জানালে উপকৃত হবো।
জুলাই মাসের বেতন-ভাতা কবে নাগাদ ছাড় করা হবে, সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য আমাদের হাতে নেই। তবে অনুমানভিত্তিক এটুকু বলা যায়, ঈদের আগে জুলাই মাসের বেতন-ভাতা ছাড় হওয়ার সম্ভাবনা খুবই কম। আর ছাড় হলেও হয়তো ঈদের আগে বেতন-ভাতা উত্তোলন করা নাও যেতে পারে। কারণ ঈদ উৎসব ভাতা উত্তোলনের শেষ সময় ২৯/০৭/২০২০ তারিখ। তাহলে বোঝা যাচ্ছে, ঈদের আগে বেতন-ভাতা পাওয়ার সম্ভাবনা খুব কম। তার পরেও আমরা আশা করবো, শিক্ষকের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে, ঈদের আগেই জুলাই মাসের বেতন-ভাতা ছাড় করা হোক।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
July new MPO (20/07/2020) teacher eid bunas pabo ? bolle kub khusi hobo…
আপনার প্রশ্নের বিষয়ে নিশ্চিত হতে ঈদুল আযহার ঈদ বোনাসের এমপিওসীট ডাউনলোড করে দেখুন। এখানে আপনার প্রতিষ্ঠানের এমপিওতে আপনার নাম আছে কী না। তাহলেই নিশ্চিত হতে পারবেন যে, স্কুল-কলেজের প্রকাশিত বোনাস আপনি পাচ্ছেন কী না।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
জুলাই মাসের এমপিও মিটিং কবে হবে প্লিজ জানাবেন?????
স্কুল-কলেজের ও মাদ্রাসার জুলাই মাসের এমপিওভুক্তির জন্য এমপিও সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানতে সংযুক্ত লিংকে ক্লিক করুন।
জুলাই এমপিও আপডেট ২০২০: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি
জুলাই মাসের এমপিও মিটিং কবে হবে প্লিজ জানাবেন?????
স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা বাছাই কমিটি কবে নাগাদ চুরান্ত তালিকা প্রকাশ করতে পারে?
এ বিষয়ে আপডেট তথ্য পেলে তা দ্রুত জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ।
মাদ্রসার ঈদুল আজহা র বোনাস কী ছাড়া হয়েছে ?
আপনার মন্তব্যের জবাব দেওয়া পর্যন্ত (দুপুর ০২:০০) মাদ্রাসার উৎসব বোনাস ছাড়ের নিশ্চিত তথ্য পাওয়া যায় নি।
উৎসব বোনাসের নিশ্চিত তথ্য পেলে আমরা তা জানাবো। ধন্যবাদ।
Madrasah Bord er Eid ul-azha bonas kobe hobe
২৭/০৭/২০২০ তারিখে মাদ্রাসার ঈদ বোনাস এর চেক ছাড় হতে পারে। স্কুল-কলেজ ও কারিগরির ঈদ বোনাস এর চেক ইতোমধ্যে ছাড় করা হয়েছে।
মাদ্রসার ঈদুল আজহা র বোনাস কী ছাড়া হয়েছে ?
মাদ্রাসার ঈদুল আযহার ঈদ বোনাস ছাড় করা হয়েছে। প্রতিবেদনের শেষ অনুচ্ছেদ দেখুন। ধন্যবাদ।
Where is the Drive Link for Madrasah Teacher Eid-Ul-Azha Bonus MPO Sheet ?
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখনো ঈদ বোনাসের এমপিও সীট গুগল ড্রাইভে আপলোড করেনি। আপলোড করা মাত্রই এই প্রতিবেদনে তা যুক্ত করা হবে। ধন্যবাদ।
জুলাই মাসের এমপিও কপি
জুলাই মাসের বেতন-ভাতা ছাড় ও এমপিও সীট প্রকাশ করা হয় নি। হয়তো ঈদের পরে প্রকাশ করা হতে পারে। সে পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।
There is no individual teacher MPO copy available under Madrasah MPO drive.
please check and reply.
ঈদ বোনাসে মাসের এমপিও মত এমপিও সীট পাওয়া যাবে না। এখানে টপ সীট ও ভাউচারে হিসাব রয়েছে। সে অনুসারে বিল দাখিল করতে হবে। যেমন- জুন এর এমপিও সীটে পূর্বের বছরের স্কেল পাওয়া যাবে। তার সাথে ৫% যোগ করলে বর্তমান বছরের স্কেল পাওয়া যাবে। এবার যে স্কেল হলো তার ২৫% শিক্ষক আর ৫০% কর্মচারীর বোনাস হিসাব করতে হবে। কিন্তু টপ সীট ও ভাউচারের উল্লেখিত টাকার সাথে মোট টাকার মিল হতে হবে। এভাবে হিসাব করে বিল সাবমিট করতে হবে।
এ বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাহায্য নিন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।