ইএফটি তথ্য সংশোধন করতে স্কুল-কলেজ শিক্ষকদের মাউশির নির্দেশনা

স্কুল-কলেজ ইএফটি তথ্য সংশোধন

ইএফটি তথ্য সংশোধন করতে স্কুল-কলেজ শিক্ষকদের নির্দেশনা দিয়েছে মাউশি। ইএফটি ফরম হালনাগাদের সময় ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে।

আরো পড়ুন: শিক্ষা মন্ত্রণালয় অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়লো

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অনলাইনে ইএফটি ফরমে ভুল তথ্য সংশোধন করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তর এর পরিচালক প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য সংশোধনের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তর এর ওয়েবসাইটে তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ১০/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়। (বিজ্ঞপ্তি ও ফরম দেখুন নিচের অনুচ্ছেদে)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের ইএফটি তথ্য হালনাগাদের সময় অসাবধানতাবশত ভুল তথ্য দিয়েছেন বলে অধিদপ্তরকে জানানো হয়।

ভুল তথ্য দেওয়া স্কুল-কলেজ এর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত গুগল ফরমের মাধ্যমে ১৪/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

গুগল ফরমের লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdir9QVZqm1AZ-_blWwoJmvXSgfl_whcGKW_X_a8FMe80M3IA/viewform

ফরমে প্রতিষ্ঠানের এমপিও কোড, ইআইআইএন কোড, ফোন নম্বর ও ইমেইল অন্তর্ভুক্ত করতে বলেছে শিক্ষা অধিদপ্তর।

তবে যে সব প্রতিষ্ঠান ইএফটি তথ্য সঠিক পাঠিয়েছেন তাদের এই ফরম পূরণ করা দরকার নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এই বলে সতর্ক করা হয়েছে যে,  ইএফটি’তে ভুল তথ্য থাকলে বেতন-ভাতা ব্যাংকে জমা হবে না।

উল্লেখ্য, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সরাসরি ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর সে লক্ষ্যে ইএমআইএস সেলে শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদ করা হয়েছে।

কিন্তু কিছু প্রতিষ্ঠান তাদের তথ্যে ভুল আছে বলে অধিদপ্তরকে জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে অধিদপ্তর।

স্কুল-কলেজ  ইএফটি তথ্য সংশোধনের বিজ্ঞপ্তি দেখুন

ইএফটি তথ্য সংশোধন করতে মাউশির নির্দেশনা

স্কুল-কলেজের ইএফটি  সংশোধনের তথ্য জানানোর গুগল ফরমের নমুনা

ইএফটি তথ্য সংশোধন ফরম

উপরের ছবির মত গুগল ফরমে প্রতিটি টেক্স বক্সে প্রয়োজনীয় তথ্য দিয়ে, সবশেষে জমা দিন বাটনে ক্লিক করে জমা দিতে হবে।

এরপর অধিদপ্তর থেকে তথ্য সংশোধনের প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে দেওয়া হবে।

আরো দেখুন: EFT EMIS MPO Form Fill-up | স্কুল-কলেজ ইএফটি এমপিও ফরম ফিলাপ

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

“ইএফটি তথ্য সংশোধন করতে স্কুল-কলেজ শিক্ষকদের মাউশির নির্দেশনা”-এ 4-টি মন্তব্য

    • মে/২০২১ মাসের নতুন এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে সংযুক্তির বিষয়ে অধিদপ্তর থেকে কোন নির্দেশনা দেওয়া হয়নি। সম্ভবত বর্তমান শিক্ষকদের ইএফটিতে অটোমেটিক সংযুক্ত হয়ে যাবে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য আমাদের কাছে নেই। আপনি এ বিষয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন