MPO News: এমপিও ভুক্ত স্কুল কলেজ শিক্ষকের বৈশাখী ভাতা হস্তান্তর

MPO News: এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর বৈশাখী ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধীন এমপিওভুক্ত স্কুল ও কলেজ এর শিক্ষক কর্মচারীদের ১৪২৭ বঙ্গাব্দের বৈশাখী ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকসমূহ হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক, মোঃ রুহুল আমিন (সাঃ প্রশাঃ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৪২৭ বঙ্গাব্দের বৈশাখী ভাতা নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে উত্তোলন করা যাবে ১৩/০৪/২০২০ ইং তারিখ পর্যন্ত।
এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার ভাউচার ডাউনলোড করতে, নিচের লিংকটি কপি করে ব্রাউজারের এড্রেসবারে পেষ্ট করুন।
গুগল ড্রাইভের পাতাটি ওপেন হলে ব্যাংকের নামে কতগুলো ফোল্ডার দেখতে পাবেন। আ
প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন ভাতা প্রাপ্ত হয় সে ব্যাংকের ফোল্ডারে ক্লিক করুন। এখানে আপনার প্রতিষ্ঠান বিপরীতে বরাদ্দকৃত বৈশাখী ভাতার অর্থের পরিমাণ উল্লেখ আছে।
https://drive.google.com/drive/mobile/folders/12nEXJAYBUwPIHU55X2kicw7nKsVSPDFp
MPO News: এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকের মার্চ/২০২০ মাসের বেতন ভাতা হস্তান্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অধীন স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার চেক, সংশ্লিষ্ট ব্যাংক সমূহ হস্তান্তর করা হয়।
মার্চ মাসের বেতন ভাতা সংশ্লিষ্ট ব্যাংক সমূহ থেকে তোলা যাবে ১২/০৪/২০২০ ইং তারিখ পর্যন্ত।
মার্চ মাসের বেতন ভাতার সাথে, শিক্ষক-কর্মচারীদের এমপিও হালনাগাদ বা এমপিও আপডেট করা হয়েছে।
হালনাগাদকৃত এমপিও সীট পাওয়া যাবে অনলাইনে। এখন থেকে আর ব্যাংক থেকে এমপিও সীট আনতে হবে না। অনলাইনে তা ডাউনলোড করে, প্রিন্ট করে ব্যাংকে জমা দিতে হবে।
মার্চ মাসের হালনাগাদকৃত এমপিও সীট পাওয়া যাবে গুগল ড্রাইভের নিম্নোক্ত ঠিকানায়।
https://drive.google.com/drive/folders/1S1IX2o6VoafweoCkk4E__LAFNJR0hGgR?usp=sharing
এমপিও সীট ডাউনলোড করতে, উপরোক্ত ঠিকানাটি কপি করে ব্রাউজারের এড্রেসবারে পেষ্ট করুন।
দেখবেন, ব্যাংকের নাম লেখা কতগুলো ফোল্ডার দেখা যাবে। এখানে আপনি যে ব্যাংক থেকে বেতন ভাতা প্রাপ্ত হন, সে ব্যাংকের ফোল্ডারে ক্লিক করুন। এরপর বিভাগ নির্ধারণ করুন। এরপর জেলা এবং সবশেষে থানা নির্বাচন করুন।
এখানে আপনার থানার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল কলেজ) এর এমপিও সীট পিডিএফ ফরম্যাটে সংরক্ষিত আছে।
এখন এখান থেকে আপনার প্রতিষ্ঠান এমপিও সীট নির্বাচন করুন এবং ডাউনলোড করে প্রিন্ট করুন।
অধিদপ্তরের নোটিশ বোর্ড হতে মার্চ/২০২০ মাসের এমপিও আদেশের বিজ্ঞপ্তি দেখতে ও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বৈশাখী ভাতার বিজ্ঞপ্তি দেখতে ও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী নিবন্ধনধারী হলে নিবন্ধনকৃত বিষয়ের শিক্ষক হতে পারে কী?
আপনি যে বিষয়ে নিবন্ধন করেছেন, সে বিষয়ে শিক্ষক হতে বাধা নেই। কিন্তু প্রশ্ন হলো, আপনি সরাসরি উক্ত পদে নিয়োগ পেতে পারেন কী না।
নিবন্ধনধারীদের নিয়োগ ও পদায়ন করে এনটিআরসিএ কর্তৃপক্ষ। এক্ষেত্রে আপনি সরাসরি, না এনটিআরসিএ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন, তা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে জানতে হবে।
এক্ষেত্রে সঠিক তথ্যের জন্য আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করে সঠিক তথ্য ও পরামর্শ লাভ করতে পারেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
শারীরিক শিক্ষার শিক্ষক প্রধান ও সহ প্রোধান হতে পারবে কিনা জানতে চাই।
মাধ্যমিক বিদ্যালয় শারীরিক শিক্ষা শিক্ষকগণ প্রতিষ্ঠান প্রধান বা সহ প্রধান হতে পারবে কী না, এ প্রশ্নের উত্তর জানতে ২০১৮ খ্রিস্টাব্দে প্রকাশিত, এমপিও নীতিমালার অন্তর্গত প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান এর নিয়োগ বিধিমালা দেখুন।
অনলাইনে এই নীতিমালা পাওয়া যায়।
ডাউনলোড করে পড়ুন।