July MPO 2022: এমপিও প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতনের খবর

July MPO 2022 (School-College, Madrasah and Technical Teacher): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানুন।
July MPO 2022: এমপিও প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও, বেতনের চেক ছাড়ের আপডেট খবর
সূচীপত্র...
দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক ছাড়ের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।
১ আগস্ট তারিখে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরে চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের চেক, ২ আগস্ট ছাড় করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ বিষয়ে অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সবশেষ কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক, ৪ আগস্ট তারিখে ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।নিচের অনুচ্ছেদ থেকে বিস্তারিত জানুন।
আরো জানুন:
স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)
কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)
জুলাই এমপিও ২০২২: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর
এমপিও ভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
১ আগস্ট ২০২২ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে জুলাই মাসের বেতন ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ জুলাই মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন ০৪/০৮/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
বেতনের স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৮৭ তারিখ ৩১-৭-২০২২ খ্রিষ্টাব্দ।
নিচের লিংক থেকে মাদ্রাসার জুলাই মাসের এমপিও শিট সংগ্রহ করুন।
https://drive.google.com/drive/folders/1TwQoQ-1QqIRnGFoT271ztjHUhJ9ikHQP?usp=sharing
স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের চেক ছাড়
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
২ আগস্ট ২০২২ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজের এমপিও স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২২/৫৪১৮/৪ তারিখ : ২-৮-২০২২
নিচের লিংক থেকে স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1cipNTMJYl3n-IsYWjyohTBrRrZ8IYRiQ?usp=sharing
উল্লেখ্য, জুলাই/২০২২ মাসের এমপিও সভায় স্কুলের ৩ হাজার ২৪৫ জন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত/উচ্চতর স্কেল প্রাপ্ত হয়েছেন। আর কলেজের ৪৪৩ জন শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত ও এমপিও আপডেট করা হয়েছে।
July MPO 2022: কারিগরির জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে। ৪ আগস্ট তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তরে, কারিগরির জুলাই মাসের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১১/০৮/২০২২ থ্রি. তারিখ পর্যন্ত।
কারিগরির এমপিও স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-১৪৩৪, ১৪৩৫, ১৪৩৬ ও ১৪৩৭ তারিখ : ৪-৮-২০২২।
নিচের লিংক থেকে এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/3261_File_July_2022.html
২০২২ সালের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও আপডেট ও বেতন-ভাতা হস্তান্তরের হালনাগাদ তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি
২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)
মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
তথ্যসূত্র:
ন
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষকদের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং পদমর্যাদা নিশ্চিত করে নিজের হাতে বিল ক্ষমতা প্রদান করলে বেতন বিড়ম্বনা অনেক কমে।
কারিগরি শিক্ষকদের জুলাই মাসের বেতন বিল কবে ছাড় করা হবে?
জানালে উপকৃত হতাম।
কারিগরির বেতন ছাড় হলে আমরা এই প্রতিবেদনে জানাবো।
Many many thanks for your post.
It is very helpful for me to search MPO Sheet from the google drive link path.
ধন্যবাদ।