Home » July MPO 2023: এমপিও প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতনের খবর

July MPO 2023: এমপিও প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতনের খবর

July MPO 2022 (School-College Madrasah Technical)

July MPO 2023 School-College, Madrasah and Technical Teacher: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানুন।

July MPO 2023: এমপিও প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও, বেতনের চেক ছাড়ের খবর

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

২ আগস্ট তারিখে, স্কুল কলেজ শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৭ আগস্ট তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে জুলাই মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। ৮ আগস্ট তারিখে এমপিও শিট আপলোড করা হয়েছে।

সবশেষ কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের চেক ৮ আগস্ট তারিখে হস্তান্তর করেছ কারিগরি শিক্ষা অধিদপ্তর।

আরো জানুন:

স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

নতুন কারিকুলাম বাস্তবায়নের তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর

স্কুল-কলেজের জুলাই ২০২৩ মাসের বেতনের চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

২ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৮ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, জুলাই মাসের বেতনের সাথে সরকার ঘোষিত ৫% বিশেষ সুবিধা প্রণোদনা যুক্ত করা হয়েছে।

স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ দেখুন।

স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের নোটিশ ২০২৩

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

অথবা, নিচের লিংক থেকে সরাসরি স্কুল-কলেজের জুলাই মাসের এমপিও শিট সংগ্রহ করকে পারবেন।

https://drive.google.com/drive/folders/1NURIu_jHerdyzF8YoQ9cjzG5RgCUlDgH?usp=sharing

মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। ৭ আগস্ট তারিখে মাদ্রাসা শিক্ষা ও অধিদপ্তরে জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতা উত্তোলন করা যাবে ১০/০৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

উল্লেখ্য. জুলাই মাসের বেতনের সাথে ৫% ইনক্রিমেন্ট ও ৫% বিশেষ সুবিধা প্রণোদনা যুক্ত করা হয়েছে।

এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৫ তারিখ ৭-৮-২০২৩ খ্রিষ্টাব্দ।

মাদ্রাসার জুলাই মাসের এমপিও নোটিশ ২০২৩

মাদ্রাসা জুলাই এমপিও শিট ২০২৩: Madrasah July MPO Sheet 2023

নিচের লিংক থেকে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও শিটের কপি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1HdoSgj3Tndr3gWXpd6TpBEsBTBtXPRqw?usp=sharing

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের চেক হস্তান্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধিন শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

৮ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে, জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মটাচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১৩/০৮/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

জুলাই মাসের বেতনের সাথে সরকার ঘোষিত ৫% বিশেষ সুবিধা প্রণোদনা যুক্ত করা হয়েছে। এছাড়া ৫% বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত করা হয়েছে।

এমপিও আদেশের স্মারক নম্বর নিচের যুক্ত এমপিও নোটিশে আছে। প্রয়োজনে লিখে রাখুন।

কারিগরি জুলাই মাসের বেতন এমপিও নোটিশ ২০২৩

কারিগরি শিক্ষকদের জুলাই মাসের এমপিও শিট নিচের লিংক থেকে সংগ্রহ করা যাবে।

https://dteportal.xyz/notice_dte/images/mpo_sheet.html

২০২৩ সালের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও আপডেট ও বেতন-ভাতা হস্তান্তরের হালনাগাদ তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)

কলেজ ছুটির তালিকা ২০২৩ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

9 thoughts on “July MPO 2023: এমপিও প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতনের খবর”


  1. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষকদের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং পদমর্যাদা নিশ্চিত করে নিজের হাতে বিল ক্ষমতা প্রদান করলে বেতন বিড়ম্বনা অনেক কমে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top