July MPO 2022: এমপিও প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতনের খবর

July MPO 2022 (School-College Madrasah Technical)

July MPO 2022 (School-College, Madrasah and Technical Teacher): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানুন।

July MPO 2022: এমপিও প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও, বেতনের চেক ছাড়ের আপডেট খবর

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক ছাড়ের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

১ আগস্ট তারিখে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরে চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের চেক, ২ আগস্ট ছাড় করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ বিষয়ে অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সবশেষ কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক, ৪ আগস্ট তারিখে ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।নিচের অনুচ্ছেদ থেকে বিস্তারিত জানুন।

আরো জানুন:

স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)

জুলাই এমপিও ২০২২: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

এমপিও ভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

১ আগস্ট ২০২২ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে জুলাই মাসের বেতন ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ জুলাই মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন ০৪/০৮/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

বেতনের স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৮৭ তারিখ ৩১-৭-২০২২ খ্রিষ্টাব্দ।

নিচের লিংক থেকে মাদ্রাসার জুলাই মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1TwQoQ-1QqIRnGFoT271ztjHUhJ9ikHQP?usp=sharing

স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

২ আগস্ট ২০২২ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের এমপিও স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২২/৫৪১৮/৪ তারিখ : ২-৮-২০২২

নিচের লিংক থেকে স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1cipNTMJYl3n-IsYWjyohTBrRrZ8IYRiQ?usp=sharing

উল্লেখ্য, জুলাই/২০২২ মাসের এমপিও সভায় স্কুলের ৩ হাজার ২৪৫ জন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত/উচ্চতর স্কেল প্রাপ্ত হয়েছেন। আর কলেজের ৪৪৩ জন শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত ও এমপিও আপডেট করা হয়েছে।

July MPO 2022: কারিগরির জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে। ৪ আগস্ট তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তরে, কারিগরির জুলাই মাসের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১১/০৮/২০২২ থ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরির এমপিও স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-১৪৩৪, ১৪৩৫, ১৪৩৬ ও ১৪৩৭ তারিখ : ৪-৮-২০২২।

নিচের লিংক থেকে এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/3261_File_July_2022.html

২০২২ সালের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও আপডেট ও বেতন-ভাতা হস্তান্তরের হালনাগাদ তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি

২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)

মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

Share This:

5 Comments


  1. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষকদের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং পদমর্যাদা নিশ্চিত করে নিজের হাতে বিল ক্ষমতা প্রদান করলে বেতন বিড়ম্বনা অনেক কমে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − 7 =