ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক-ইউনিট বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার সিট প্লান (আসন বিন্যাস) প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাবির ভর্তি ওয়েবসাইটে লগইন করে ও এসএমএসের মাধ্যমে নিজ নিজ আসনের বিষয়ে তথ্য জানতে পারবেন।
এর আগে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তি ওয়েবসাইটে গিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে, এসএমএসের মাধ্যমে অথবা ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ আসন বিন্যাস দেখতে পারবে।
ঢাবির ভর্তি ওয়েবসাইটে লগইন করতে, শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার বিভিন্ন তথ্যের প্রয়োজন হবে।
ভর্তি ওয়েবসাইটের ঠিকানা: https://admission.eis.du.ac.bd/
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন করেছেন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি।
ঢাবির সকল ইউনিট মিলিয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। যা গত বছরের তুলনায় ৫৭ হাজার কম।
আরো দেখুন:
