College Admission Result 2022: এইচএসসি ভর্তি ফলাফল ২০২২

College Admission Result 2022 (HSC XI Class): সরকারি-বেসরকারি কলেজে ২০২২ সালের এইচএসসি একাদশ শ্রেণীর কলেজ ভর্তি ফলাফল ও কলেজ নিশ্চয়ন পদ্ধতি সম্পর্কে জানুন।

College HSC XI Class Admission Result 2022: এইচএসসি একাদশ শ্রেণিতে ভর্তি ফলাফল ২০২২

দেশের সকল সাধারণ বোর্ডের এইচএসসি একাদশ শ্রেণির কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অনলাইনে ভর্তি আবেদনের নিয়ম ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

৩০ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তির নিয়মকানুন সম্বলিত নীতিমালা, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বরাবরের মত এবারও ভর্তির অনলাইন আবেদন থেকে শুরু করে, ভর্তি মেধাতালিকা প্রকাশ ও ভর্তির যাবতীয় কার্যাবলী অনলাইনে সম্পাদিত হবে।

ভর্তির অনলাইন আবেদন শুরু হয় ৮ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ থেকে। আবেদন গ্রহণ করা হয়েছে ১৭ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

২৯ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ শনিবার রাত ০৮:০০ টায় ১ম পর্যায়ের নির্বাচিতদের মেধাতালিকা প্রকাশ করা হবে।

নিচের অনুচ্ছেদ হতে ভর্তি ফলাফল, কলেজ নিশ্চয়ন, ভর্তির সময়সূচি ও ভর্তি ফি সহ ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে জানুন।

আরো জানুন: ২০২১ সালের এসএসসি-দাখিল ফল পুনঃনিরীক্ষণ নিয়মাবলী ও সময়সূচি

College HSC XI Class Admission Result 2022: ১ম পর্যায়ে মেধা তালিকায় নির্বাচিতদের ভর্তি ফলাফল

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিতদের মেধা তালিকা, ২৯ জানুয়ারি শনিবার রাত ০৮:০০ টায় প্রকাশ করা হবে।

দুই ভাবে এইচএসসি একাদশ শ্রেণীর ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল জানা যাবে।

এক. বোর্ডের ভর্তি ওয়েবসাইট থেকে। ঠিকানা: xiclassadmission.gov.bd

দুই. মোবাইল এসএমএস-এর মাধ্যমে।

২০২২ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি-আলিমের ভর্তির ১ম পর্যায়ের ফল প্রকাশের পর, মোবাইল ও অনলাইনে ফলাফল জানা যাবে।

ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ভর্তি ফল, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়া রেজাল্ট প্রকাশের পর, ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে ভর্তি ফলাফলের বিস্তারিত জানা যাবে। অনলাইনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার তথ্য দিয়ে এই ফলাফল জানা যাবে।

যারা কোন একটি কলেজে নির্বাচিত হবেন, তাদের ভর্তি রেজাল্ট এর এসএমএস-এর সাথে একটি গোপনীয় কোড প্রদান করা হবে। এই গোপনীয় কোড চুড়ান্ত কলেজ নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দক্রম ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র ১টি কলেজেই সিলেকশন পাবে ।

College Admission Result 2022: এইচএসসি ভর্তির প্রাথমিক কলেজ নিশ্চয়ন

ভর্তি রেজাল্টে নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮/= (দুই শত আটাশ) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে।

ভর্তির ১ম মেধাতালিকা প্রকাশের পর, নির্বাচিতদের ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখের মধ্যে কলেজ নিশ্চয়ন করতে হবে।

নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন না করলে, শিক্ষার্থীর সংশ্লিষ্ট কলেজ মনোনয়ন ও আবেদন বাতিল হবে। তাই এবিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য যে, প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ২২৮/= (দুই শত আটাশ) টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে।

আবেদন বাতিলকৃত শিক্ষার্থী ইচ্ছা করলে, পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুন ভাবে আবেদন করতে পারবে ।

আর যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পাবে না তারা পুনরায় আবেদন ফি ব্যতীত পুনরায় আবেদন করতে পারবে।

আর যারা ইতিপূর্বে কোন কলেজেই আবেদন করে নাই তারা আবেদন ফি জমা দেয়া সাপেক্ষে আবেদন করতে পারবে ।

বোর্ডের এইচএসসি একাদশ শ্রেণির ভর্তির অটো মাইগ্রেশন

এইচএসসি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট ৩ (তিন) টি পর্যায়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। শিক্ষার্থীরা নির্বাচিত কলেজে প্রাথমিক নিশ্চায়ন পর সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে।

প্রাথমিক নিশ্চায়নের পরও সর্বোচ্চ ২(দুই) বার একজন শিক্ষার্থীর কলেজ নির্বাচন পরিবর্তন হতে পারে। প্রতি পর্যায়ে পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।

অটো মাইগ্রেশনের জন্য শিক্ষার্থীদের কোনকিছুই করতে হবে না। শুধুমাত্র অপেক্ষা করতে হবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলেজের এইচএসসি একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা

যে কোন অনুমোদিত বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

বিদেশী কোন বোর্ড বা অনুরূপ প্রতিষ্ঠান হতে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড কর্তৃক সনদের মান নির্ধারণের পর ভর্তি হতে পারবে।

এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি হতে পারবে।

মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে।

ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপে ভর্তি হতে পারবে।

একাদশে ভর্তির জন্য কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবলমাত্র অনলাইনে আবেদনের পর, এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি করা হবে।

এইচএসসি-আলিম একাদশে ভর্তি রেজাল্ট ও কলেজ মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এইচএসসি-আলিম ভর্তি ২০২২: একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ও মাইগ্রেশন

College Admission Timetable 2022: একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সূচি

সরকারি-বেসরকারি সকল কলেজে একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।

আবেদনের ঠিকানা: xiclassadmission.gov.bd

আবেদন গ্রহণ শুরু হয় ০৮/০১/২০২২ খ্রি. তারিখ হতে। আর আবেদন প্রেরণ করা যাবে ১৭/০১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা যাবে ১৭/০১/২০২২ থেকে ২১/০১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

শুধুমাত্র পুনঃনিরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহন করা হবে ২২ থেকে ২৩/০১/২০২২ খ্রি. তারিখ পর্য্ন্ত।

কলেজ পছন্দক্রম পরিবর্তন করা যাবে আবেদনের সময় হতে ২৪/০১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

তিন ধাপে মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ফল প্রকাশ করা হবে। ১ম ধাপের ফল প্রকাশ ২৯ জানুয়ারি, ২য় ধাপের ফল প্রকাশিত হবে ১০ ফেব্রুয়ারি এবং সবশেষ ৩য় ধাপের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের একাদশে ক্লাস শুরু হবে ২ মার্চ ২০২২ খ্রি. তারিখ থেকে।

এছাড়া ভর্তি বিজ্ঞপ্তিতে, বিভিন্ন পর্যায়ের কলেজ নিশ্চয়ন, ২য় ও ৩য় পর্যায়ের আবেদন গ্রহণের দিন তারিখ নির্ধারণ করা করে দেওয়া হয়েছে।

এবিষয়ে বিস্তারিত জানুন ভর্তি বিজ্ঞপ্তির ৬.০ নম্বর অনুচ্ছেদ থেকে। (ভর্তির সময়সূচির তথ্য সার্বক্ষণিক নজরে রাখুন)।

বিঃ দ্রঃ একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ও পরবর্তী করণীয় সম্পর্কে নিচের অনুচ্ছেদে যুক্ত বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানুন।

২০২২সালের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সূচি

কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ফি

অনলাইনে ভর্তি আবেদন করতে ১৫০/= (এক শত পঁচিশ) টাকা ফি প্রদান করতে হবে।

আবেদনের সময় সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য আবেদন করা যাবে।

ভতি ফলে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চয়ন ফি বাবদ বোর্ডকে সর্বমোট ২২৮/= (দুই শত আঠাশ) টাকা প্রদান করতে হবে।

নির্বাচিত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতিত অন্য মেট্রোপলিটন শহর, জেলা, উপজেল/মফস্বলের কলেজগুলোতে ভৃতি ফি এর হার নির্ধারণ করে দেওয়া হয়ে। নিচের যুক্ত বিজ্ঞপ্তির ৫.৫ ও ৫.৫২ অনুচ্ছেদে এবিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

HSC College Admission Circular 2022: এইচএসসি একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ও নীতিমালা হতে ভর্তির যাবতীয় তথ্য জানা যাবে। ভর্তি আবেদনের আগে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে নিচের অনুচ্ছেদে ভর্তি নীতিমালা যুক্ত করা হলো।

College Admission Notice 2022 (HSC XI Class)

এইচএসসি একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা

College Admission Circular 2021-2022

এইচএসসি একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

সতকর্তা: একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে, ২০২২ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

২০২২ সালের এইচএসসি ভর্তি ফলাফল জানতে সমস্যা হলে আমাদের লিখে জানান। কলেজ নিশ্চয়ন প্রক্রিয়া সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন।

আরো দেখুন:

পলিটেকনিক ভর্তি ২০২২: Polytechnic Diploma Admission 2022

BTEB Admission 2022 (Technical Board HSC BM-Vocational Diploma)

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ২৯/০১/২০২২ খ্রি. তারিখ ১১:৩৮ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“College Admission Result 2022: এইচএসসি ভর্তি ফলাফল ২০২২”-এ 9-টি মন্তব্য

    • আমি আমার বাড়ির পাশে একটি সাধারণ কলেজে ভর্তি হতে চায়। যেহেতু সর্বনিম্ন ৫টি কলেজ নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে আমি আবেদনটা কিভাবে করবো।

    • যেটাতে ভর্তি হতে চান, সেই কলেজকে প্রথম চয়েজ দিন। ধন্যবাদ।

  1. Assalamu alaikum,kaw jodi akoi songe college othoba polytechnic a choice dite chai tahole parbe ki na?ar kivabe choice dibe?

    জবাব
    • সাধারণ কলেজ ও পলিটেকনিকে পৃথক ওয়েবসাইটে ভর্তি আবেদন করা যাচ্ছে। দুইটা দুই বোর্ডের অধীনে। এখন আবেদন করা যাবে কীনা, তা নিশ্চিত করে বলতে পারছি না। আপনি চেষ্টা করে দেখুন।

  2. উন্মুক্ত বিশব্বিদ্যালয় থেকে এস এস সির রেজাল্ট দিয়েছে ১৪/২/২২. অন্যদিকে এইচ এস সির আবেদনের শেষ তারিখ ছিলো ১৩/২/২২ সে ক্ষেত্রে স্টুডেন্ট কি করতে পারে?

    জবাব
    • বিষয়টি খুব দুঃখজনক।

  3. assalamu walaikum 6th bar ki apply korar sujog aste pare kono? Ami akti besorkari College e bhorti hoyechi 5th bar somporke obogoto chilm na akhn kibhabe sorkari College e jete pari?

    জবাব
    • আর ভর্তি আবেদন গ্রহণ করা হবে না। তবে বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন। তারা কোন তথ্য দিতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন