শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এইচএসসি আলিম ফলাফল ২০২৫)

শুধু রোল নাম্বার দিয়ে অনলাইন ও এসএমএস এর মাধ্যমে ২০২৫ সালের সকল বোর্ডের এইচএসসি আলিম সমমান রেজাল্ট দেখুন।

এই প্রতিবেদন থেকে, সকল বিষয় ও পত্রের পূর্ণ নম্বর ও মার্কসীট সহ বোর্ডের মাধ্যমিক পর্যায়ের ফলাফল দেখার নিয়ম জানা যাবে।

শুধু রোল নাম্বার দিয়ে ২০২৫ সালের এইচএসসি আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

২০২৫ সালের সকল বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষার রেজাল্ট ১৬ অক্টোবর তারিখে প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। রেজাল্ট প্রকাশের সাথে সাথে পরীক্ষা কেন্দ্র, শিক্ষা বোর্ড, অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।

এইচএসসি আলিমের পরীক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রে না গিয়ে, ঘরে বসে দেশের যে কোন জায়গা থেকে রেজাল্ট জানতে পারবেন।

সাধারণত অনলাইনে রেজাল্ট দেখতে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরের প্রয়োজন হয়। কিন্তু অনেক অভিভাবক রোল নাম্বার জানলেও রেজিস্ট্রেশন নাম্বার জানেন না।

এমতাবস্থায় দেশের যে কোন প্রান্তে বসে, শুধু রোল নাম্বার দিয়ে কিভাবে এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট জানা যাবে তার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন।

আরো জানুন:

মাদ্রাসা বোর্ড আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৫: ফলাফল দেখবেন যেভাবে

মোবাইল মেসেজে (এসএমএস) রোল নাম্বার দিয়ে এইচএসসি আলিম রেজাল্ট 2025 দেখুন

মোবাইল এসএমএস-(মেসেজ) এর মাধ্যমে শুধুমাত্র পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে, 2025 সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার ফলাফল দেখা যাবে।

ফলাফল প্রকাশের আগে এসএমএস প্রি-রেজিস্ট্রেশন দিয়ে এইচএসসি আলিমের ফল দেখা যাবে। ফলাফল প্রকাশের পরও, এসএমএস-এর মাধ্যমে খুব সহজে দেশের যে কোন প্রান্তে বসে রেজাল্ট  জানা যাবে।

যে কোন মোবাইল অপারেটরের মোবাইল ফোন থেকে এই রেজাল্ট এসএমএস-এর মাধ্যমে দেখা যাবে। মোবাইল ফোনে রোল নাম্বার দিয়ে ফলাফল দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

মোবাইল ফোনে ফলাফল জানতে ফোনের মেসেজ অপশনটি ওপেন করুন।এরপর নিচের ফরম্যাটে পরীক্ষার নাম, বোর্ডের নামের তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার সাল টাইপ করুন।

সবশেষে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ:

HSC DHA 123456 2025

Alim MAD 123456 2025

বিঃ দ্রঃ উপরোক্ত মেসেজ ফরম্যাটটিতে প্রয়োজনে পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের তিন অক্ষর (ইংরেজী লেটারে) ও ইংরেজী সংখ্যায় রোল নম্বর পরিবর্তন করুন। মেসেজ পাঠাতে আপনার মোবাইল ফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

মোবাইল ফোনে রেজাল্ট দেখার মেসেজ পাঠানো হলে, কিছু সময়ের মধ্যে পরীক্ষার্থীর নিজ রেজাল্ট জিপিএ পয়েন্ট সহ পূর্ণ মার্কসীট সহ দেখা যাব।

শুধু রোল নাম্বার দিয়ে HSC Alim রেজাল্ট 2025 দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৫ ডাউনলোড করুন

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন (www.bteb.gov.bd result)

তথ্যসূত্র-

Education Board Bangladesh.

“শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এইচএসসি আলিম ফলাফল ২০২৫)”-এ 18-টি মন্তব্য

  1. ২০১৮ সালের আলিম পরীক্ষার রেজাল্ট ও মার্কশিট হারাইয়া গেছে কোনটাই মনে নাই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোনটাই মনে নাই এখন আমি কিভাবে পাব

    জবাব

মন্তব্য করুন