মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষের ভর্তি ফল প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে

মেডিকেলের এমবিএস ও ডেন্টালের বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে প্রকাশ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক নাজমুল বলেন, ‘বুয়েট এবং ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। আগামীকাল দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী।’

১৪ ডিসেম্বর রবিবার দুপুরের পরপর মেডিকেল ও ডেন্টালের ভর্তি ফল প্রকাশ করা হবে। অনলাইনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) ভর্তি ফলাফল দেখা যাবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ রোল নাম্বার দিয়ে ভর্তি ফল দেখাতে পারবেন। এছাড়া সরকারি মেডিকেল ও ডেন্টালে যারা মেধাতালিকায় নির্বাচিত হবেন তাদের তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১:১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালের পরীক্ষার্থী ও সিট সংখ্য

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালে মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি।

আরো দেখুন:

মেডিকেল ভর্তি রেজাল্ট ২০২৬ (Medical Admission Result 2026)

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫-২০২৬ দেখার নিয়ম

Medical Admission Result 2025-2026 দেখবেন যেভাবে

মন্তব্য করুন