২০২২ সালের ৮ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অনলাইন eSIF ফরম পূরণের মাধ্যমে জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন এর সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
৮ম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ২০২২: JSC eSIF Registration 2022
ঢাকা শিক্ষা বোর্ড ২০২২ সালের ৮ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন (নিবন্ধন) করার সময়সূচি প্রকাশ করেছে।
১ এপ্রিল থেকে ১৫ মে ২০২২ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে eSIF ফরম পূরণের মাধ্যমে, নির্ধারিত ফি পরিশোধ করে জেএসসি পরীক্ষার নিবন্ধন আবেদন করতে হবে।
২৪ মার্চ ২০২২ খ্রি. তারিখে মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণির (eSIF) ফরম পূরণের সময়সূচি ও নির্দেশনা, বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থী প্রতি মোট ৭৪/= টাকা পরিশোধ করে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হয়ে অনলাইনে ডাটা এন্ট্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে বা তথ্যে কোন প্রকার ভুলত্রুটি থাকলে, প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলে জানানো হয়েছে।
আরো জানুন:
JSC Result with Number Sheet: জেএসসি রেজাল্ট মার্কশীটসহ দেখুন
BD Education Board Address: শিক্ষা বোর্ড ওয়েবসাইট, ইমেইল, ফোন নম্বর
Dhaka Board JSC eSIF Registration Notice 2022
২০২২ সালের ৮ম শ্রেণির জেএসসি নিবন্ধন ফরম পূরণের নিয়ম ও নির্দেশনা বোর্ডের বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের নাম ও পিতা-মাতার নাম এন্ট্রির বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়ে রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশে। (নিচের বিজ্ঞপ্তি দেখুন)।
এছাড়া বোর্ডের OEMS/eSIF অপশনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও রেজিস্ট্রেশন ফি পরিশোধের পদ্ধতির বিস্তারিত বলা হয়েছে।
ঢাকা বোর্ডের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।
২০২২ সালের ৮ম শ্রেণিতে অধ্যায়ন জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন তথ্য জানার থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি
সরকারি ছুটির তালিকা ২০২২: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন
তথ্যসূত্র:
জে এসসি রেজিস্ট্রেশন এর মেয়াদ বাড়ানো হইছে কি
এখন পর্যন্ত বাড়ানো হয়নি। অপেক্ষা করুন।
Accha ami 2023 e july te board registration seta miss koresi ami abar tahole kivabe eta korbo
ঢাকা বোর্ডের ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
আমি ২০২৩এর জুলাই মাসে রেজিস্ট্রেশন করতে পারিনি আমি পরবর্তীতে এটি কীভাবে করব এবং এটি ছাড়া কী এসএসসি রেজিস্ট্রেশন করা যাবে না
জে এসসি রেজিস্ট্রেশন এর মেয়াদ বাড়াবে কবে?
জেএসসি রেজিষ্ট্রেশন বিষয়ে আগাম তথ্য দেওয়া সম্ভব নয়। তবে সময় বাড়ানো হলে আমরা জানাবো।
২০২২ এর জে এসসি রেজিস্ট্রেশন কি হয়ে গেছে??
বিজ্ঞপ্তির তথ্য মতে জেএসসির রেজিষ্ট্রেশন ১৫ মে পর্যন্ত চলামান ছিলো॥
Jsc registration মেয়াদ বাড়ানো হয়েছে
চট্টগ্রাম বোর্ডের কি বাড়ানো হয়েছে?নোটিশটা থাকলে একটু দেন
এরকম কোন নোটিশ আমাদের চোখে পড়েনি। আপনি আপনার বোর্ড বা প্রতিষ্ঠান প্রধানের সাথে দ্রুত যোগাযোগ করুন।
আমার ছোটবোন এবার জেএসসি তে ছিলো, বিদ্যালয় থেকে এখন ওর রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার দিতেছে না ওকে অন্য স্কুলে ভর্তি করাবো, স্কুলের সকল পাওনাদি পরিশোধ করা আছে, এমনিতে সরকারি স্কুল, বাট পড়ালেখা ভালো না, এর জন্য স্কুল চেন্স করার নিয়ত আছে, এখন কোন উপায় আছে কি রোল, রেজিষ্ট্রেশন নাম্বার হাতে পাওয়ার?
অন্য স্কুলে ভর্তি হতে হলে পূর্ববর্তী স্কুলের প্রত্যায়নপত্র প্রয়োজন হবে। আপনি এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে পারেন।
জেএসসির রেজিষ্ট্রেশন এর মেয়াদ কি বাড়ানো হয়েছে? বা এখন কি করা যাবে বিলম্ব ফি দিয়ে?
শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখুন।
এখন অষ্টম শ্রেণীর ছাড়পত্র নিতে পারবো চট্টগ্রাম বোর্ড হতে ঢাকা বোর্ডে, কোথায় যোগাযোগ করতে হলে জানা যাবে।
আপনার প্রতিষ্ঠানে কিংবা বোর্ডের যোগাযোগ করে তথ্য জানুন।
Jsc Registration কোন কাজে লাগবে?
জেএসসির সনদ পেতে কাজে লাগবে। বা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে রেজিষ্ট্রেশন প্রয়োজন হবে।
জেএসসি রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হইছে কি?
এ বিষয়ে কোন তথ্য বোর্ডে দেখলাম না।
২০২২ সালের ৮ম শ্রেনির রেজিষ্ট্রেশন করতে পারে নি। সেক্ষেত্রে কি করতে হবে দয়া করে একটু জানাবেন।
শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করুন। তারা আপনাকে এ বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন।
Army registration kurte Parini Austin Saini agent Jack korban please
জে ডি সি ২০২২ এ রেজিষ্ট্রেশন হয়ে গেছে।
কিন্তু নাম এবং বয়স ভুল উঠেছে। এখন সংশোধন করা যাবে?
সংশোধন আবেদন করতে হবে।
২০২২ সালের ৮ম শ্রেনির রেজিষ্ট্রেশন করতে পারে নি। সেক্ষেত্রে কি করতে হবে দয়া করে একটু জানাবেন।
আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন।
জেএসসির রেজিষ্ট্রেশন এর মেয়াদ কি বাড়ানো হয়েছে? বা এখন কি করা যাবে বিলম্ব ফি দিয়ে এটা একটু জানান তো
জে এস সি 2022 এর রেজিস্ট্রেশন নম্বর কি দেওয়া হয়েছে?
আমার রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড পাইনি বিদ্যালয়ে চেয়েছিলাম রেজিস্ট্রেশন কার্ড কিন্তু বলেছে রেজিস্ট্রেশন কার্ড বোর্ড থেকে দেইনি।
শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ রাখুন।