২০২২ সালের মাধ্যমিক (ষষ্ঠ-একাদশ) শ্রেণির শিক্ষার্থীর ইউনিক আইডি প্রস্তুতে তথ্য এন্ট্রি করতে, শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর, বোর্ড ও প্রতিষ্ঠান প্রধানদের জরুরী নির্দেশনা দিয়েছে। শিক্ষার্থীর ইউনিক আইডি অনলাইন ফরম পূরণের নিয়ম জানুন।
শিক্ষার্থীর ইউনিক আইডি প্রদানে অনলাইন প্রোফাইল তথ্য ছক ফরম পূরণের নিয়ম ২০২২
সূচীপত্র...
ইউনিক আইডি প্রদান কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়ে, মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অধিদপ্তরের নোটিশবোর্ডে প্রকাশিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন স্কুল-কলেজের মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) সকল শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরীর কাজ হাতে নেওয়া হয়েছে।
আর সে লক্ষ্য অধিদপ্তর প্রতিটি শিক্ষার্থীকে ইউনিক আইডি প্রদানে সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর, শিক্ষা বোর্ড সহ প্রতিষ্ঠান প্রধানদের জরুরী নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক Establishment of Integrated Educational Information Management System (IEIMS) প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় মন্ত্রণালয়ের দুটি বিভাগ এবং এর আওতাধীন সকল দপ্তরের জন্য, সমন্বিত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান করে, কেন্দ্রীয় ডাটাবেজ তা সংরক্ষণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আর এই কারণে মাধ্যমিকের শিক্ষার্থীর সকল মৌলিক ও শিক্ষা সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে ডেটা এন্ট্রির কাজ ১৫ নভেম্বর ২০২২ খ্রি. তারিখের মধ্যে শেষ করতে হবে।
(শিক্ষার্থীদের প্রোফাইলের তথ্য ছক ফরম, সবশেষ অনুচ্ছেদে দেওয়া লিংক থেকে সংগ্রহ করতে হবে।)
আরো জানুন:
ইউনিক আইডি আবেদন ফরম পূরণের শেষ তারিখ ১৫ নভেম্বর
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ করার নিয়ম
ব্যানবেইস শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ শুরু, তথ্য এন্ট্রির নিয়ম
শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানে প্রোফাইল তথ্য ছক ফরম পূরণের নির্দেশনা
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ১৬/১০/২০২২ খ্রিষ্টাব্দ তারিখে, শিক্ষার্থীদের প্রোফাইল তথ্য ছক পূরণের জরুরী নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৬ষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য অনলাইনে তথ্যছক পূরণ করতে হবে। দেশের সকল বিভাগের জন্য শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির সময়সীমা ১৫ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ পূণঃনির্ধারন করা হয়েছে।
অনলাইন সফট্ওয়্যারে ২০২২ খ্রিষ্টাব্দের ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির অপশন তৈরী করা হয়েছে।
২০২১ সালের যে সব শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ও আপলোড করা সম্ভব হয়নি, তাদেরও তথ্য একই সময়সীমার মধ্যে এন্ট্রি করা যাবে।
২০২২ সালের ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির জন্য নিম্নের নির্দেশনা অনুসরণ করতে হবে।
শিক্ষার্থী ফরমের Page-1 এ শিক্ষার্থী তথ্য ছক ২০২১ এর উপরে “বছর নির্বাচন করুন” এই বক্সে ২০২২ নির্বাচন করলে ২০২২ সালের এন্ট্রি ফরম প্রদর্শিত হবে। ফরমে প্রদর্শিত তথ্যসমূহ ২০২১ এর ন্যায় পূরণ করতে হবে।
যে সমস্ত শিক্ষার্থীর মাতা অথবা পিতার NID নেই তাদের মাতা অথবা পিতার NID জরুরী ভিত্তিতে সংগ্রহ পূর্বক Data Entry করতে হবে।
এখন পর্যন্ত যেসকল শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন নাই, উপজেলা ও প্রতিষ্ঠান ভিত্তিক সে সকল শিক্ষার্থীর শ্রেণি ভিত্তিক তালিকা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রোফাইল তথ্য ছক (PDF)
মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র প্রোফাইল তথ্য ছক এর নমুনা পাওয়া যাবে ব্যানবেইস এর ওয়েবসাইটে।
পিডিএফ (PDF) ফরম্যাটে প্রকাশিত (৪ পাতা) শিক্ষার্থীর প্রোফাইলের ছক সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
উপরের পিডিএফ ফরমটি সংগ্রহ করে তা প্রিন্ট করুন। এরপর প্রোফাইল ফরমের নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করুন। এরপর অনলাইনে এসব শিক্ষার্থীর তথ্যছক পূরণ করুন।
২০২২ সালের শিক্ষার্থীর ইউনিক আইডি অনলাইন ফরম পূরণ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্কুল-কলেজের ims module তথ্য হালনাগাদ ১০ নভেম্বর ২০২২ পর্যন্ত
মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফাস্ট এইড পার্ট-১ প্রশিক্ষণ করার নিয়ম
চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন ২০২২
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৭/১১/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ০৬:২৭ অপরাহ্ণ।
লাখ লাখ উচ্চাহিক্ষিত বেকারের দেশে ইউনিক আইডি শুধু বিলাসিতা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
IMIES
কোন বিষয় জানার থাকলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।
আচ্ছা এই ইউনিক আইডি কী জন্য করা হবে এবং আমরা কী তা অনলাইনে পূরণ করে সরাসরি অপলোড করতে পারবো কিনা।
আপনাদের নিশ্চয় তথ্যছকের হার্ডকপি সরবরাহ করা হয়েছে। সেটা পূরণ করে জমা দিন। ধন্যবাদ।
ইউনিক আইডি ফরম পূরণের শেষ তারিখ কোন দিন
প্রতিষ্ঠানে তথ্যছক সরবরাহের সময় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ধন্যবাদ।
এই ইউনিক আইডি কিসের জন্য?
ইউনিক আইডি একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের সকল তথ্য ধারণ করবে। এটা পরবর্তীতে প্রয়োজন হবে।
আচ্ছা সরকার এই ইউনিক আইডি দিয়ে কি করবে
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই তো হয়
বর্তমানে ইউনিক আইডি কার্যক্রম স্থগিত আছে। প্রতিষ্ঠান খুললে আবারো কার্যক্রম শুরু হবে।
পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিলে কি হবে না।
শিক্ষার্থীর ইউনিক আইডি প্রদান কার্যক্রম স্থগিত আছে। পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে। ধন্যবাদ।
তথ্য গুলা বাংলায় দিতে হবে নাকি ইংরেজিতে? জেলা, ঠিকানা বাংলায় লিখলে সমস্যা হবে? ইংরেজিতে লিখার বাধ্যবাদকতা আছে কি?
ফরমের ভাষা কোনটি আছে তা দেখুন।
ইউনিক আইডিতে কী পূর্ববতী শ্রেণীর ফলাফল দিতেই হবে?
ইউনিক আইডির কার্যক্রম এখন বন্ধ আছে। পরবর্তীতে এবিষয়ে অধিদপ্তর থেকে নির্দেশনা পেলে জানাবো।
sudu ma ar nid ar details dela hoba na
বিজ্ঞপ্তিতে কোন কোন বিষয়ের তথ্য দিতে হবে তা দেখুন। আর ইউনিক আইডি প্রদান কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত আছে। ধন্যবাদ।
কবে থেকে unik id card ta kobe tik tak kaj hbe
এই বিষয়ে নতুন কোন নির্দেশনা পেলে এই প্রতিবেদনে জানানো চেষ্টা করবো।
ইউনিক আইডির ক্ষেত্রে পিতা মৃত থাকলে কি তার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন লাগবে যদি তার মৃত্যু নিবন্ধন থাকে!
এবিষয়ে পরামর্শ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
বাবার জন্ম নিবন্ধন নাই,,না দিলে কোন সমস্যা হবে? তুলতে অনেক সময় লাগবে।একন কি করতে পারি???
প্রতিষ্ঠান প্রধানের সাথে পরামর্শ করুন। তিনি এবিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ।
আমরা শিক্ষার্থীদের তথ্য ছক পূরনের ব্যাপারে যেভাবে প্রশিক্ষণ নিয়েছি এখন
তা আর নেই।নিজস্ব email দ্বারা করেছি
এখন সেটা দ্বারা নিচ্ছে না। প্রধান শিক্ষকগণ
EIIN নাম্বারের পাসওয়ার্ড বলেন না।আমরা
তাহলে কীভাবে এই ইউনিক আই,ডি করব?
আমার প্রত্যাশা -সর্বত্র বিদ্যালয়ে একই কোড দেওয়া হউক।
ইউনিক আইডিতে ফরম পূরন না করলে কি হবে
পরবর্তীতে অনেক কিছু সমস্যা হবে।
ইউনিক আইডির জন্য শিক্ষার্থী থেকে টাকা নিতে হবে,,,
না, ইউনিক আইডির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা যাবে না। বিজ্ঞপ্তিতে এবিষয়ে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ।
আমার অনলাইন জন্ম নিবন্ধন জন্য আবেদন করা হয়েছে,
তাই সময়সীমা বাড়ানো যায় না?
ইউনিক আইডি ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।