শিক্ষার্থীর ইউনিক আইডি প্রস্তুতে তথ্য দিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশ
মাধ্যমিক (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীর ইউনিক আইডি প্রস্তুতে, শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর, বোর্ড ও প্রতিষ্ঠান প্রধানদের জরুরী নির্দেশনা দিয়েছে।
আরো পড়ুন: স্কুল অ্যাসাইনমেন্ট (মাধ্যমিক ৬ষ্ঠ-৯ম শ্রেণি) High School Assignment
শিক্ষার্থীর ইউনিক আইডি প্রদানের প্রোফাইল তথ্য ছক পূরণের নির্দেশনা
ইউনিক আইডি প্রদান কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়ে, মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অধিদপ্তরের নোটিশবোর্ডে প্রকাশিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন স্কুল-কলেজের মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) সকল শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরীর কাজ হাতে নেওয়া হয়েছে।
আর সে লক্ষ্য অধিদপ্তর প্রতিটি শিক্ষার্থীকে ইউনিক আইডি প্রদানে সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর, শিক্ষা বোর্ড সহ প্রতিষ্ঠান প্রধানদের জরুরী নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক Establishment of Integrated Educational Information Management System (IEIMS) প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় মন্ত্রণালয়ের দুটি বিভাগ এবং এর আওতাধীন সকল দপ্তরের জন্য, সমন্বিত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরো জানুন: নভেম্বর মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর
মন্ত্রণালয় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান করে, কেন্দ্রীয় ডাটাবেজ তা সংরক্ষণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আর এই কারণে মাধ্যমিকের শিক্ষার্থীর সকল মৌলিক ও শিক্ষা সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে ডেটা এন্ট্রির কাজ দ্রুত শেষ করতে হবে বলে জানানো হয়েছে।
(শিক্ষার্থীদের প্রোফাইলের ছক সবশেষ অনুচ্ছেদে দেওয়া লিংক থেকে সংগ্রহ করতে হবে।)
শিক্ষার্থীর ইউনিক আইডি প্রদান সংক্রান্ত প্রক্রিয়া জন্য, শিক্ষা মন্ত্রণালয় আঞ্চলিক পরিচালক, জেলা-উপজেলার কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানের সহযোগীতা কামনা করেছে।
আরো জানুন:
সরকারি স্কুল ভর্তি লটারি ২০২২: ১ম-৯ম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি (নীতিমালা)
বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: ফরম পূরণ ও লটারির সময়সূচি
শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রণয়নে প্রোফাইল তথ্য ছক পূরণে সাম্প্রতিক নির্দেশনা
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ২৫/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে শিক্ষার্থীদের প্রোফাইল তথ্য ছক পূরণের কিছু নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ৭টি জরুরী নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রোফাইল তথ্যছক পূরণ করে জমা দিতে হবে।
শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের জন্য ডিজিটাল জন্মনিবন্ধন প্রয়োজন হবে।
শিক্ষার্থীদের পিতা বা মাতার যে কোন একজনের এনআইডি নম্বর, নাম, জন্ম তারিখ প্রভৃতি তথ্য ছকে দিতে হবে।
তথ্যছকে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বাধ্যতামূলক নয় বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদেরও তথ্যছক পূরণ করতে হবে।
শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে সংগ্রহ করতে সমস্যা হলে প্রতিষ্ঠান প্রধান অথবা অভিভাবকদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনার জন্য বলা হয়েছে।
তথ্যছক পূরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী বা অভিভাবকদের কাছ থেকে কোন প্রকার অর্থ আদায় করতে পারবেন না বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানুন ব্যানবেইস কর্তৃক প্রকাশিত জরুরী নির্দেশনা সম্বলিত বিজ্ঞপ্তিতে থেকে।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর প্রোফাইল তথ্য ছক
মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র প্রোফাইল তথ্য ছক এর নমুনা পাওয়া যাবে ব্যানবেইস এর ওয়েবসাইটে।
পিডিএফ (PDF) ফরম্যাটে প্রকাশিত (৪ পাতা) শিক্ষার্থীর প্রোফাইলের ছক সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
উপরের পিডিএফ ফরমটি সংগ্রহ করে তা প্রিন্ট করুন। এরপর প্রোফাইল ফরমের নির্দেশনা অনুসরণ করে ফরম ফিলাপ করুন।
আরো দেখুন:
জেএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২১: JSC Form-Fillup 2021
জেডিসি পরীক্ষার ফরম পূরণ নোটিশ ২০২১: JDC Form Fill Up 2021
কলেজ ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি কলেজ)
স্কুল ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান)
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ২০/১১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৯:৩৬ অপরাহ্ণ।
লাখ লাখ উচ্চাহিক্ষিত বেকারের দেশে ইউনিক আইডি শুধু বিলাসিতা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
IMIES
কোন বিষয় জানার থাকলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।
আচ্ছা এই ইউনিক আইডি কী জন্য করা হবে এবং আমরা কী তা অনলাইনে পূরণ করে সরাসরি অপলোড করতে পারবো কিনা।
আপনাদের নিশ্চয় তথ্যছকের হার্ডকপি সরবরাহ করা হয়েছে। সেটা পূরণ করে জমা দিন। ধন্যবাদ।
ইউনিক আইডি ফরম পূরণের শেষ তারিখ কোন দিন
প্রতিষ্ঠানে তথ্যছক সরবরাহের সময় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ধন্যবাদ।
এই ইউনিক আইডি কিসের জন্য?
ইউনিক আইডি একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের সকল তথ্য ধারণ করবে। এটা পরবর্তীতে প্রয়োজন হবে।
আচ্ছা সরকার এই ইউনিক আইডি দিয়ে কি করবে
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই তো হয়
বর্তমানে ইউনিক আইডি কার্যক্রম স্থগিত আছে। প্রতিষ্ঠান খুললে আবারো কার্যক্রম শুরু হবে।
পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিলে কি হবে না।
শিক্ষার্থীর ইউনিক আইডি প্রদান কার্যক্রম স্থগিত আছে। পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে। ধন্যবাদ।
তথ্য গুলা বাংলায় দিতে হবে নাকি ইংরেজিতে? জেলা, ঠিকানা বাংলায় লিখলে সমস্যা হবে? ইংরেজিতে লিখার বাধ্যবাদকতা আছে কি?
ফরমের ভাষা কোনটি আছে তা দেখুন।
ইউনিক আইডিতে কী পূর্ববতী শ্রেণীর ফলাফল দিতেই হবে?
ইউনিক আইডির কার্যক্রম এখন বন্ধ আছে। পরবর্তীতে এবিষয়ে অধিদপ্তর থেকে নির্দেশনা পেলে জানাবো।
sudu ma ar nid ar details dela hoba na
বিজ্ঞপ্তিতে কোন কোন বিষয়ের তথ্য দিতে হবে তা দেখুন। আর ইউনিক আইডি প্রদান কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত আছে। ধন্যবাদ।
কবে থেকে unik id card ta kobe tik tak kaj hbe
এই বিষয়ে নতুন কোন নির্দেশনা পেলে এই প্রতিবেদনে জানানো চেষ্টা করবো।
ইউনিক আইডির ক্ষেত্রে পিতা মৃত থাকলে কি তার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন লাগবে যদি তার মৃত্যু নিবন্ধন থাকে!
এবিষয়ে পরামর্শ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
বাবার জন্ম নিবন্ধন নাই,,না দিলে কোন সমস্যা হবে? তুলতে অনেক সময় লাগবে।একন কি করতে পারি???
প্রতিষ্ঠান প্রধানের সাথে পরামর্শ করুন। তিনি এবিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ।
আমরা শিক্ষার্থীদের তথ্য ছক পূরনের ব্যাপারে যেভাবে প্রশিক্ষণ নিয়েছি এখন
তা আর নেই।নিজস্ব email দ্বারা করেছি
এখন সেটা দ্বারা নিচ্ছে না। প্রধান শিক্ষকগণ
EIIN নাম্বারের পাসওয়ার্ড বলেন না।আমরা
তাহলে কীভাবে এই ইউনিক আই,ডি করব?
আমার প্রত্যাশা -সর্বত্র বিদ্যালয়ে একই কোড দেওয়া হউক।
ইউনিক আইডিতে ফরম পূরন না করলে কি হবে
পরবর্তীতে অনেক কিছু সমস্যা হবে।
ইউনিক আইডির জন্য শিক্ষার্থী থেকে টাকা নিতে হবে,,,
না, ইউনিক আইডির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা যাবে না। বিজ্ঞপ্তিতে এবিষয়ে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ।