প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (এডমিট) ডাউনলোড ২০২২

প্রাইমারি শিক্ষা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (এডমিট কার্ড) ডাউনলোড অনলাইনে করতে হবে। admit.dpe.gov.bd ওয়েবসাইট থেকে প্রাথমিক নিয়োগের এডমিট কার্ড সংগ্রহ করা যাবে।

২০২২ সালে অনুষ্ঠিত প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ এর ৩য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৩ জুন শুক্রবারে। ৩য় দফার প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩২ জেলার (আংশিক/সম্পূর্ণ) তালিকা ও প্রার্থীর সংখ্যা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২৯ মে ২০২২ খ্রি. তারিখ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রাথমিকের ৩য় ধাপের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

আরো দেখুন:

৩য় ধাপের প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ৩ জুন, মানতে হবে ২৩ নির্দেশনা

প্রাথমিক নিয়োগ পরীক্ষা ২০২০ এর ৩য় ধাপের জেলার তালিকা ২০২২

প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি 2022

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২-এর প্রবেশপত্র (এডমিট কার্ড) ডাউনলোড করবেন যেভাবে

৩য় ধাপের প্রাইমারি স্কুলের শিক্ষা নিয়োগ পরীক্ষা ৩ জুন ২০২২ খ্রি. তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। ৩২ জেলার আবেদনকারীর নিজ নিজ জেলা সদরে সকাল ১০.৩০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৪ মে তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষার্থীরা, ২৯ মে থেকে প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

প্রবেশপত্র ডাউনলোড করার ঠিকানা: http://admit1.dpe.gov.bd:8086/att/applicant/downloadByUP

উপরের ওয়েবসাইটে গিয়ে Username এবং Password দিয়ে এডমিট কার্ড সংগ্রহ করা যাবে। এছাড়া এসএসসির রোল, বোর্ড ও পাশের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে।

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার হলে প্রার্থীদেরকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে।

ওএমআর (OMR) শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশ পত্রে পাওয়া যাবে।

প্রাথমিকের এডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া সম্পর্কে আরো জানাতে নিচের প্রতিবেদনটি ভালোভাবে পড়ে দেখুন।

৩য় ধাপের যেসব জেলা/উপজেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে

৩য় ধাপে যেসব জেলা ও উপজেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার একটি তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষা স্থগিত হওয়া সিলেট জেলা সহ মোট ৩২ জেলার প্রার্থীদের তৃতীয় দফায় পরীক্ষা নেওয়া হবে।

২৭ মে তারিখে প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইটে, জেলা ও উপজেলা ভিত্তিক ৩য় ধাপের প্রাথমিকের নিয়োগ পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়।

৩ জুন কোন কোন জেলা ও উপজেলার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তা দেখুন নিচের বিজ্ঞপ্তি থেকে।

 

৩য় ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে তার তালিকা নিচের অনুচ্ছেদে দেখুন।

জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠী, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও সিলেট (স্থগিতকৃত)।

তৃতীয় ধাপে যেসব জেলার আংশিক উপজেলার পরীক্ষা হবে তার তালিকা দেখুন।

নওগাঁ (আত্রাই, বদলগাছী, ধামুরহাট, মহাদেবপুর, মান্দা)।

নাটোর (নলডাঙ্গা, সদর, সিংড়া)।

কুষ্টিয়া (ভেড়ামারা দৌলতপুর, কুমারখালী)।

ঝিনাইদহ (কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা)।

সাতক্ষীরা (আশাশুনি, শ্যামনগর, তালা)।

বাগেরহাট (সদর, চিতলমারী, ফকিরহাট, রামপাল)।

জামালপুর (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী)।

রাজবাড়ী (বালিয়াকান্দি, সদর)।

পিরোজপুর (ভাণ্ডারিয়া, ইন্দুরকানী, মঠবাড়িয়া)।

পটুয়াখালী (বাউফল, দশমিনা, গলাচিপা)।

সুনামগঞ্জ (ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, ধর্মপাশা)।

হবিগঞ্জ (আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল, চুনারুঘাট)।

কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী, চিলমারী, সদর, নাগেশ্বরী)।

গাইবান্ধা (সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী)।

প্রাথমিক নিয়োগের তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৫৯৮ জন। কেন্দ্রের সংখ্যা ৬৫২টি।

২০২২ সালের ৩ জুন অনুষ্ঠিত ৩য় দফার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (এডমিট কার্ড) ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাথমিকে পোষ্য কোটা কারা পাবে? ব্যাখ্য দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক নিয়োগ ভাইভা ২০২২: পরীক্ষার নম্বর বিভাজন (মানবন্টন)

Ntrca সর্বশেষ খবর: এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ৪র্থ গণবিজ্ঞপ্তি কবে?

তথ্যসূত্র:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

“প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (এডমিট) ডাউনলোড ২০২২”-এ 12-টি মন্তব্য

    • বিষয়টি সম্পর্কে আমাদের জানা নেই। তবে ছবি ঠিক থাকলে আর স্বাক্ষর কিছুটা বোঝা গেলে সমস্যা হওয়ার কথা না। ভাল মানের প্রিন্টারে এডমিট কার্ড প্রিন্ট করুন। তাতে কিছুটা সমস্যার সমাধান হবে।

  1. ২৭-০৫-২০২২ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষা,উক্ত তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপ অনুষ্ঠিত হওয়ার নোটিশ দিয়েছেন ডিপিআই থেকে।আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এ তারিখ পরিবর্তন চাই।

    জবাব
  2. আমি ২য় ধাপে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী / কিন্তু আমার প্রবেশপত্র সংগ্রহ করতে পারছি না/ বার বার এই লেখাটি আসে।
    This site can’t be reachedadmit.dpe.gov.bd took too long to respond.

    জবাব
    • প্রাথমিক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা ৩ জুন আর দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে। এর বাইরে কোন পরীক্ষার তথ্য আমাদের জানা নেই।

  3. লিখিত পরীক্ষার এডমিট কার্ড জমা দিয়েছি। আমার কাছে এখন কোনো এডমিট কার্ড নেই। কিন্তু ভাইবা পরীক্ষায় এডমিট কার্ড নিয়ে যেতে বলছে। এখন কি করণীয়? প্লীজ জানাবেন।

    জবাব

মন্তব্য করুন