মে মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়

মে মাসের এমপিও ২০২১

মে মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

মে মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজের অনুদানের চেক ব্যাংকে হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ)  মোঃ রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে, বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ০২/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

এছাড়া অধিদপ্তরের গুগল ড্রাইভ ফোল্ডারে মে মাসের হালনাগাদকৃত এমপিও শিট আপলোড করা হয়েছে। এখান থেকে এমপিও শিট সংগ্রহ করে, বেতন-ভাতা উত্তোলনের জন্য ব্যাংকে জমা দেওয়া যাবে।

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৭/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজ মে মাসের এমপিও স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২৩৪৪

স্কুল-কলেজ মে মাসের এমপিও ২০২১

School-College May MPO Sheet 2021: স্কুল-কলেজ মে এমপিও শিট ২০২১

স্কুল-কলেজের মে মাসের হালনাগাদ এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/1YlTQIZhVS4exCmT_z_nadCl05cv4C43z?usp=sharing

উল্লেখ্য, প্রতি এক মাস পরপর এই এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। গত মার্চ মাসের পর এবার মে মাসে নতুন করে এমপিও আপডেট করা হচ্ছে। আগামী এমপিও আপডেট হবে জুলাই মাসে।

এদিকে মাদ্রাসাশিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। বিস্তারিত জানুন নিচের লিংকে ক্লিক করে।

মাদ্রাসা মে এমপিও ২০২১: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

আরো পড়ুন:

SSC-HSC Short Syllabus 2022: এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মে/২০২১ এমপিও’তে যা থাকছে

বরাবরের মত এবারের এমপিও কমিটির সভায় আলোচনা সাপেক্ষে যে সকল বিষয়ে এমপিও আপডেট হয়েছে-

বিধি মোতাবেক নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আলোচনা করে এমপিওভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মে মাসের এমপিও’তে স্কুল-কলেজের ১ হাজার ৪১৭ জন শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন বলে জানা গেছে।

ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা ছাড়ের সিদ্ধান্ত গ্রহণ। (বকেয়া সহ)।

স্কুলের শিক্ষকদের বিএড/কামিল স্কেল ছাড় করা হয়েছে। বিএড স্কেল পেয়েছেন স্কুলের ২৪৬ জন শিক্ষক।

স্কুল-কলেজ শিক্ষকদের টাইম স্কেল/উচ্চতর স্কেল প্রদান করা হয়েছে।

এমপিওভুক্ত কলেজের প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া মে মাসের এমপিও কমিটির সভায়, স্কুল-কলেজের প্রধানদের অভিজ্ঞতার স্কেল প্রদান করা হয়েছে।

সবশেষে কারিগরি প্রতিষ্ঠানের মে মাসের বেতন-ভাতা ও এমপিও ছাড় করা হয়েছে। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

কারিগরি মে মাসের এমপিও ২০২১ প্রকাশ ও বেতন-ভাতার চেক হস্তান্তর

মে মাসের বেতন-ভাতার তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

স্কুল অ্যাসাইনমেন্ট (মাধ্যমিক ৬ষ্ঠ-৯ম শ্রেণি) High School Assignment

শিক্ষার্থীর ইউনিক আইডি প্রস্তুতে তথ্য দিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশ

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৭/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ১২:২০ অপরাহ্ণ।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“মে মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়”-এ 24-টি মন্তব্য

  1. আমি ২০১৯ এর SSC ছাত্র। এবং ২০২০-২০২১ HSC ছাএ ছিলাম। কিন্তু আমি যখন ২০২০ এ একাদশ শ্রেণিতে ভর্তি হয় তখন একাদশ শ্রেণির মাঝামাঝি পারিবারিক কারণে ভর্তি বাতিল করি।পরে আমি ২০২০ ব্যাসের SSC শিক্ষার্থীদের সাথে আবার একাদশ শ্রেণিতে ভর্তি হয়। আমি তো ২০১৯ SSC শিক্ষার্থী এখন কী আমি কোনো ভাবে দ্বাদশ শ্রেণিতে যেতে পারি আগের সবকিছু দিয়ে। এবং ২০২০-২০২১ কী HSC শিক্ষার্থী হতে পারব। যেকোনো উপায়ে। কারণ আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশে আবেদন করকে চাচ্ছি।

    জবাব
    • এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন।

    • আমি সিলেট বোর্ডেে শিক্ষার্থী, কোনো ভাবে যদি জানতে পারতেন খুব উপকার হতো প্লিজ

    • এ বিষয়ে তথ্য জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  2. New MPO der salary kon month a hobe?

    জবাব
    • মে মাসের শেষ সপ্তাহে বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে। ধন্যবাদ।

  3. ১৯৯৫ সালের এমপিও কপি কোথায় পেতে পারি । একটু জানালে উপকৃত হবো

    জবাব
    • এমপিও কপি আপনার প্রতিষ্ঠানে জমা থাকার কথা। ধন্যবাদ।

  4. New MPO(May 2021)salary kobe hobe?

    জবাব
    • স্কুল-কলেজের বেতন সাধারণ সংশ্লিষ্ট মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের ১ম সপ্তাহে হয়ে থাকে। ধন্যবাদ।

  5. কারিগরি জানুয়ারি ২০২১ সংশোধিত এমপিও নীতিমালার অনুমোদন কবে হবে ভাইয়া?এবং বেতন কবে ছাড় হবে বলে আশা করা যায়?

    জবাব
    • সংশোধিত কারিগরি এমপিও নীতিমালা ২০২১ কবে নাগাদ কার্যকরী হবে তার নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই। স্কুল-কলেজের প্রভাষক হতে সহকারী অধ্যাপকের পদোন্নতি রূপরেখা প্রণয়নের জন্য কমিটি গ্রহণ করেছে। মাদ্রাসা ও কারিগরির জন্য এমন কমিটি গঠনের এখন পর্যন্ত কোন খবর পাওয়া যায় নি। তবে খুব শীঘ্রই তা কার্যকর হবে। আর মে/২০২১ মাসের বেতন মাসের শেষ সপ্তাহে ছাড় হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ।

  6. আমি ০৮/০৩/২০২১ সনে একটি বেসরকারী এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব আপরেটর হিসাবে নিয়োগ পাই এবং ০৯/০৩/২০২১ সনে যোগদান করি, গত ১৭ মে আমার এমপিও আবেদনে ইনডেক্স নাম্বার দেয় এখন আমার প্রশ্ন হচ্চে আমি কি জুন মাসে বেতন পাবো??

    জবাব
    • মে মাসের এমপিও’তে ইনডেক্স হলে অবশ্যই মে মাস হতে বেতন-ভাতা পাবেন। ধন্যবাদ।

  7. আচ্ছা ভাইয়া কারিগরী শিক্ষদের জানুয়ারি ২০২১ সংশোধিত নীতিমালার অনুমোদন হয়েছে কি?এবং বেতন কি ছাড় করা হবে বলে আশা করা যাচ্ছে?

    জবাব
    • এ বিষয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে, স্কুল-কলেজের ৫০% প্রভাষকের পদোন্নতির জন্য রূপরেখা প্রণয়নের জন্য কমিটি করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসার জন্য অনুরূপ কমিটি বা অন্য কোন পদক্ষেপের ব্যবস্থা গ্রহণের কথা শোনা যায় নি। আগের অনুপাত অনুসারে পদোন্নতির ব্যবস্থা এখনো চালু আছে। ধন্যবাদ।

  8. Effective way of getting important informations of teachers.
    Thanks.

    জবাব
    • মন্তব্যের জন্য ধন্যবাদ।

  9. Sir, my joining 11 month age.MPO May 2021 salary hoy. Ami ki arrear bill pabo? Thanks

    জবাব
    • এরিয়া বিল পাওয়ার যোগ্য না হলে বা এরিয়ার জন্য আবেদন করা না হলে এরিয়া পাওয়া যাবে না। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।

  10. বিগত ২৮মার্চ/২০২১ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল কলেজ) সর্বশেষ জনবল কাঠামো ও এম পি ও নীতিমালার ভিত্তিতে গত ৩১ মে ২০২১ শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রঙ্গাপনের মাধ্যমে
    সহকারী গ্রন্হাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্হাগারিক পদ দুটিতে সহকারী শিক্ষক ও প্রভাষক মর্যাদা দিয়েছে। এবং নিয়োগ প্রক্রিয়া এনটিআরসি এর আওতায় নিয়েছে।
    আমার প্রশ্ন হলো- মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ গুলো শিক্ষক মর্যাদা পেয়েছেন কি না? যদি পায় তাহলে নিয়োগ প্রক্রিয়ার কি হবে আর যদি না পায তাহলে কমিটি নিয়োগ দিতে পারবে কি না?

    জবাব
    • সংশোধিত মাদ্রাসা এমপিও নীতিমালা ২০২০ অনুসারে পদটি পূর্বের মত এখনো সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার/গ্রন্থাগারিক উল্লেখ আছে। এর নিয়োগ নিয়ে নতুন কোন তথ্য আমাদের কাছে নেই। আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

  11. মে মাসের সরকারি বেতন ভাতার স্মারক সংখ্যার কপি টা পাচ্ছিনা কোথাও। এক কপি আমাকে দিলে উপকৃত হতাম

    জবাব
    • স্কুল-কলেজ মে মাসের এমপিও স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২৩৪৪

মন্তব্য করুন