প্রাথমিক শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ মুক্তপাঠ প্রশিক্ষণ

জাতীয় শিক্ষাক্রম মুক্তপাঠ প্রশিক্ষণ করার নিয়ম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) প্রশিক্ষণ গ্রহণ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

অনলাইনে মুক্তপাঠ ওয়েবসাইটে (dpe.muktopaath.gov.bd) প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করার নিয়ম জানুন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ মুক্তপাঠ প্রশিক্ষণ করার নিয়ম

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অনলাইনে মুক্তপাঠ ই-লার্ণিং ওয়েবসাইট থেকে প্রাথমিকের শিক্ষকদের এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ মার্চ ২০২৩ খ্রি. তারিখের মধ্যে এই প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক অধিদপ্তরে ৬ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর প্রশিক্ষণ গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।

সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করে অনলাইনে সার্টিফিকেট (সনদ) ডাউনলোড করতে হবে।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ের জন্য প্রণীত জাতীয় শিক্ষাক্রম, ২০২২ সালের ২৩ মার্চ তারিখে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়।

এই শিক্ষাক্রমের ধারণার ব্যাপক বিস্তরণের জন্য অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় অনলাইনে জাতীয় শিক্ষাক্রমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ বিষয়ে আরো জানুন প্রাথমিক অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে।

প্রাথমিক শিক্ষকদের মুক্তপাঠ প্রশিক্ষণ নোটিশ

আরো জানুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [রংপুর বরিশাল সিলেট]

প্রাথমিকে পোষ্য কোটা কারা পাবে? ব্যাখ্য দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক ক্লাস রুটিন ২০২৩: Primary School Class Routine 2023

প্রাথমিক স্তরের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ অনলাইন প্রশিক্ষণ করার নিয়ম

অনলাইনে মুক্তপাঠ ওয়েবসাইট হতে এই প্রশিক্ষণ গ্রহণের জন্য আপনাকে উক্ত সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। পূর্বে রেজিস্ট্রেশন করা থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে কেবলমাত্র লগইন করলেই হবে। পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না।

মুক্তপাঠে রেজিস্ট্রেশন করতে হলে আপনার নিজের কিছু তথ্যের প্রয়োজন হবে। আপনার পেশাগত পিন নাম্বারের প্রয়োজন হবে।

মুক্তপাঠে রেজিস্ট্রেশন শেষ হলে বা পূর্বের তথ্য দিয়ে লগইন করলে আপনি কোর্সটি সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা পাবেন। এসব নির্দেশনা মেনে কোর্সটি শেষ করলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন।

মুক্তপাঠ কোর্সে সরাসরি প্রবেশের ঠিকানা: https://dpe.muktopaath.gov.bd/course-details/1044

প্রাথমিক শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রমের মুক্তপাঠ প্রশিক্ষণ গ্রহণ করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি)

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ pdf (সংশোধিত প্রজ্ঞাপন)

ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রশিক্ষণ গ্রহণের নিয়ম

তথ্যসূত্র-

মুক্তপাঠ

Share This:

10 Comments

  1. স্যার,স্বমূল্যায়ন-৩ এর উত্তর দিতে গিয়ে না বুঝার কারনে ২০ পুনঃ চেষ্টার পরও উত্তর ১ টি হয়েছে, ৯৯.১২% উত্তর দেওয়া হয়েছে এখন সনদ আসছে না। কি করনীয় জানালে উপকৃত হতাম।

  2. একটি কুইজের ৫টি প্রশ্নের ৪টির বা ৫টির সঠিক উত্তর প্রদানের জন্য সর্বোচ্চ ৪বার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এখন কোন উপায় আছে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + nineteen =