২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
অনলাইনে মাস্টার্স ১ম পর্বের ফরম ফিলাপ শুরু হবে ৩০ মে তারিখ থেকে। ফরম ফিলাপ করা যাবে ১৯ জুন ২০২৩ খ্রি, তারিখ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৩ [মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা ২০২০]
সূচীপত্র...
২০২০ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স (মাস্টার্স ১ম পর্ব) পরীক্ষার ফরম ফিলাপ শুরু হবে ৩০ মে ২০২৩ খ্রি. তারিখ হতে।
মাস্টার্সের ফরম পূরণ চলবে ১৯ জুন ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্য বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ প্রথম পর্ব পরীক্ষার ফরম ফিলাপ করতে হবে।
মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম ফিলাপের আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখ সহ বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।
২৪ মে ২০২৩ খ্রি. তারিখে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আরো জানুন:
NU Recent Notice জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ (www.nu.ac.bd)
২০২০ সালের মাস্টার্স ১ম পর্বের পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন যারা
ক. ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
খ. ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী ২০১৯ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা ২০২০ সালের অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সকল পত্রের/কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
গ. ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী ২০১৯ সালের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক পত্রে ‘F” গ্রেড পেয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২০ সালের পরীক্ষায় সে সকল পত্রে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
ঘ. ২০১৯ সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী ‘C’ এবং ‘D’ গ্রেড প্রাপ্ত কোর্সের গ্রেড উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ ০২ (দুই)টি পত্রে অংশগ্রহণ করতে পারবে। এ সকল পরীক্ষার্থী ২০২০ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলে মান উন্নয়ন/ গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের আর কোন সুযোগ থাকবে না।
ঙ. ২০১৯ সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী CGPA 2.50 এর নীচে পেয়েছে এবং যে সকল পত্রে/কোর্সে C এবং ‘D’ গ্রেড প্রাপ্ত হয়েছে সে সকল পত্রের/কোর্সের সর্বোচ্চ ০২ (দুই)টি পত্রে/কোর্সে অংশ নিয়ে গ্রেড এবং CGPA উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে।
প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ এর তারিখ
আবেদনকারী পরীক্ষার্থীদের Online আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমা: ৩০/০৫/২০২৩ থেকে ১৯/০৬/২০২৩ খ্রি. তারিখ পর্য্ন্ত।
আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ: ২০/০৬/২০২৩ খ্রি.।
পে-স্লিপ সংগ্রহ করতে হবে ২১/০৬/২০২৩ থেকে ২২/০৬/২০২৩ খ্রি. তারিখের মধ্যে।
এছাড়া পরীক্ষার ফরম পূরণের ফি ও জমাদানের পদ্ধতি নিচের যুক্ত ফরম পূরণের বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে।
২০২০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের নোটিশ ভালোভাবে পড়ে নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিলাপ করুন।
কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ [NU Honours Admission 2023]
তথ্যসূত্র-
আমি ২০১৯-২০ শেষনের স্টুডেন্ট আমি ২০২০ এর প্রথম পর্বের ফরম ফিলাপ করি কিন্তু পরিক্ষায় অংশগ্রহণ করতে পারিনি এখন আমার করনীয় কি প্লিজ