বিডিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করুন

বিডিএস ১ম বর্ষ ভর্তি (BDS Admission 2023): ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে তারিখে।

ডেন্টাল বিডিএস ১ম বর্ষ এডমিট কার্ড ডাউনলোড ২০২৩: BDS Admission 2023

২০২২-২০২৩ শিক্ষা বর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ বিডিএস ১ম বর্ষ কোর্সের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে ২২ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে, ডেন্টাল কলেজের বিডিএস ১ম বর্ষের এডমিট কার্ড প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে ২০২৩ খ্রি. তারিখ শুক্রবার, সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা পর্যন্ত।

২২ এপ্রিল থেকে ডেন্টাল কলেজ ভর্তির এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। ভর্তি ওয়েবসাইট থেকে ভর্তির প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। (নিচের অনুচ্ছেদে প্রবেশপত্র সংগ্রহের নির্দেশনা দেখুন)।

আরো জানুন:

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩: ভর্তির যোগ্যতা ও পরীক্ষার সময়সূচী

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি ২০২৩: CUET RUET KUET Admission 2023

বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম

ডেন্টাল কলেজের বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ৫ মে তারিখে অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল থেকে ডেন্টালের এডমিট কার্ড অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে।

অনলাইনে ডেন্টাল ভর্তির এডমিট কার্ড ডাউনলোডের ঠিকানা: http://dgme.teletalk.com.bd/bds/index.php

উপরের ঠিকানা কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

নিচের ছবির মত এডমিট কার্ড সংগ্রহের পাতা ওপেন হবে।

বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

এবার এডমিট কার্ড ডাউনলোড পাতাটিতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। ভর্তির আবেদনের সময়ে পাওয়া ইউজার আডি ও পাসওয়ার্ড দিতে হবে।

কিছু সময়ের মধ্যে ভর্তির এডমিট কার্ড নতুন পাতায় দেখতে পাওয়া যাবে। এডমিট কার্ড অবশই রঙ্গিন প্রিন্ট করতে হবে। ভর্তি পরীক্ষার সময় এই কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

তথ্যসূত্র-

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

“বিডিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করুন”-এ 8-টি মন্তব্য

    • বোধ হয় আবেদন করতে পারবেন। তবে নম্বর কাটা যাবে। ২০২০ ও ২০২১ সালের এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি সমমান পরীক্ষা, এইচএসসির পরীক্ষার তিন শিক্ষাবর্ষের মধ্যে উত্তীর্ণ হতে হবে বলে নীতিমালায় বলা আছে। ধন্যবাদ।

মন্তব্য করুন