এমপিওভুক্ত কলেজের প্রভাষক পদ হতে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়নের চুড়ান্ত সভা শিক্ষা মন্ত্রণালয় আহবান করেছে।
সদ্য সংবাদ: এমপিওভুক্তির ৮ বছর পূর্তিতে প্রভাষকদের পদোন্নতির জন্য কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন এনডিসি এর সভাপতিত্বে পদোন্নতির রূপরেখা প্রণয়নের চুড়ান্ত সভা ৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটে, ৭ ডিসেম্বর তারিখে সভা আহবানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে ১ ডিসেম্বর, ২১ সেপ্টেম্বর, ২৮ অক্টোবর ও ২৯ আগস্ট জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপকের পদোন্নতির অনুরূপ সভা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
আশা করা যাচ্ছে ৭ ডিসেম্বর তারিখের সভায় পদোন্নতির রূপরেখা চুড়ান্ত করা হবে।
উল্লেখ্য, মাদ্রাসার একই পদের পদোন্নতির জন্য অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।
এমপিওভুক্ত মাদ্রাসার ৫০% জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
শিক্ষা মন্ত্রণালয়ের জৈষ্ঠ প্রভাষক/সহাকারী অধ্যাপক পদে পদোন্নতির চুড়ান্ত সভা আহবানের নোটিশ
আরো জানুন: এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)
স্কুল-কলেজ এমপিও নীতিমালার ৫০% জ্যেষ্ঠ প্রভাষক-সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সংশোধিত এমপিও নীতিমালা ২৮ মার্চ ২০২১ খ্রি. প্রকাশ করা হয়। কলেজের প্রভাষকদের জন্য চাকুরীর ৮ বছর পূর্তিতে প্রভাষক পদ হতে জ্যেষ্ট প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির বিধান রাখা হয়।
নতুন সংশোধিত নীতিমালায় মোট প্রভাষক সংখ্যার ৫০% সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ রাখা হয়। এবিষয়ে এমপিও নীতিমালার ১১.৬ অনুচ্ছেদে পদোন্নতির ক্ষেত্রে মোট ১০০ নম্বরের ৯টি মূল্যায়ন সূচক নির্ধারণ করা হয়।
নিচের ছবিতে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা মূল্যায়ন সূচক দেখুন।
কিন্তু উপরের উল্লেখিত পদোন্নতির মূল্যায়ন সূচক নিয়ে বিতর্ক দেখা দিলে, প্রভাষকদের পদোন্নতির রূপরেখা প্রণয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করে।
২৯ আগস্ট প্রভাষকদের পদোন্নতির রূপরেখা প্রণয়নের ১ম সভা অনুষ্ঠিত হয়। এরপর ২১ সেপ্টেম্বর এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর পদোন্নতির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। চতুর্থ সভা অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর।
সবশেষ ৮ ডিসেম্বর, শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদের পদোন্নতির রূপরেখা প্রণয়নের জন্য চুড়ান্ত সভার আয়োজন করা করা হয়েছে।
উল্লেখ্য, মোট প্রভাষকের অর্ধেক ৮বছরের পূর্তিতে জৈষ্ঠ প্রভাষক/ সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে জটিলতা জন্য প্রভাষকদের পদোন্নতি আটকে আছে।
এছাড়া ৫০% এর বাহিরে থাকা প্রভাষকগণ ১৬ বছরে সরাসরি জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি সভায় নিষ্পত্তি হবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, উচ্চ মাধ্যমিক কলেজে জ্যেষ্ঠ প্রভাষক ও ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদ রাখা হয়েছে। তবে উভয় পদে সমান (৬ গ্রেডে) বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন: মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২১
জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়ন পূর্ববতী সভার সিদ্ধান্ত
শিক্ষা মন্ত্রণালয় বা তার অধীনস্ত দপ্তরে এখন পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতি রূপরেখা সম্পর্কীত চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
৮ ডিসেম্বর তারিখের সভার পর সিদ্ধান্ত হলে বিষয়টি নিয়ে নিশ্চিত করে বলা যাবে। তবে কিছু অনলাইন সংবাদপত্র এবিষয়ে সংবাদ প্রকাশ করে, যা এখনো সরকারি কোন দপ্তর থেকে নিশ্চিত করা যায়নি।
আমরা বিভ্রান্তি এড়াতে চুড়ান্ত পদোন্নতির রূপরেখা প্রণয়নের প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা করছি। শোনা যাচ্ছে, মন্ত্রণালয়ের চুড়ান্ত সভার পর, এবিষয়ে শিক্ষক সম্প্রদায়ের মত নেওয়া হবে। এরপর চুড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে।
আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে।
আমরা প্রভাষক পদ হতে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের পদোন্নতির রূপরেখা নিয়ে নতুন কোন তথ্য পেলে এই প্রতিবেদনে তৎক্ষনাৎ যুক্ত করবো।
আরো দেখুন: সেপ্টেম্বর মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের আপডেট
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ০৭/১২/২০২১ খ্রি. তারিখ ০৮:৪৫ পূর্বাহ্ন।
প্রভাষক যে কোন বিষয়ের হোক ।যেমন: গ্রন্হাগার প্রভাষক, যুক্তি বিদ্যা প্রভাষক সহকারী অধ্যাপক হতে পারবে।
প্রভাষক পদ থেকে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক হতে পারবে। ধন্যবাদ।
১৬ বছর পূর্ন হলে গ্রন্হাগার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে পারবে কিনা? জানতে চাই।
এবিষয়ে নিশ্চিত কোন তথ্য আমাদের কাছে নেই। তবে আপনি আপনার অঞ্চলের কলেজ পরিচালক দপ্তরে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।
গ্রন্হাগার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদোন্নতি দেয়া হবে কবে জাতি জানতে চায়?
বিষয়গুলো নিয়ে এখনো কোন দাপ্তরিক তথ্য প্রকাশ করা হয়নি। আপনি আপনার অঞ্চলের কলেজ পরিচালক এর দপ্তরে যোগাযোগ করে বিষয়টি জানতে পারেন। ধন্যবাদ।
কারিগরি অধিদপ্তর জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে পদোন্নতি দিয়েছে।মাদরাসা প্রভাষক দের কবে থেকে শুরু হবে?
এই বিষয়ে মাদ্রাসা অধিদপ্তর দাপ্তরিক কোন তথ্য প্রকাশ করে নি। নতুন কোন তথ্য পেলে আমরা জানাবো। ধন্যবাদ।
মাদ্রাসা প্রভাষকদের পদোন্নতির বিষয়ে কী চলতি মাসে জানা যাবে।
এবিষয়ে নতুন কোন সিদ্ধান্ত না হলে বিষয়টি নিশ্চিত নয়। নতুন তথ্য পেলে আমরা জানাবো। ধন্যবাদ।
১/১২/২১ তারিখের মিটিং এ চাকুরীর ৮ বছর পূর্তিতে প্রভাষক পদ হতে জ্যেষ্ট প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির খবর জানালে উপকৃত হব।
আপনার মন্তব্যের জবার দেওয়া পর্যন্ত অফিসিয়ালি কোন তথ্য প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয় বা তার অধীনস্ত দপ্তর। ধন্যবাদ।
০১/১২/২০২১ তারিখ এর মিটিং এর কোন খবর থাকলে দয়া করে জানাবেন। গ্রন্হগার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে ১৬ বছর পূর্ন হতে হবে। এই ব্যাপারে স্পষ্ট করন নির্দেশনা চাই। আপনি কি বলেন।
আরারও নতুন করে ৮ ডিসেম্বর তারিখে মিটিং এর আয়োজন করা হয়েছে। ধন্যবাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কলেজ, মাদ্রাসা, ও কারিগরি প্রভাষক জ্যেষ্ঠ প্রভাষক /সহকারী অধ্যাপক এর
পদ পেয়েছেন। কীভাবে পেল ,যদি দয়া করে বলতেন।
১৬ বছর পূর্তিতে এসব প্রভাষক পদ পেয়েছেন বলে জানতে পেরেছি। ধন্যবাদ।
৯/১২/২১ইং তারিখ প্রভাষক পদন্নোতি মিটিংয়ের খবর জানালে কৃতার্থ হবো. – ধন্যবাদ
আনুষ্ঠানিক কোন তথ্য এখনো প্রকাশ করেনি শিক্ষা অধিদপ্তর। ধন্যবাদ।
প্রভাষকদের পদোন্নতির রূপরেখা চূড়ান্ত কিন্তু 16 বছরের বিষয়টি স্পষ্ট করা হয়নি। জানাবেন প্লিজ!
৮/১২/২১ তারিখের মিটিং এ সহকারী অধ্যাপক পদে পদন্নোতির ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে। জানালে খুশি হব
এবিষয়ে এখনো দাপ্তরিক কোন তথ্য প্রকাশ করা হয়নি।
Abar Kobe meeting Hobe?
এ বিষয়ে নতুন তথ্য পেলে জানাবো।
M.P.O কপিতে পদবি পরিবর্তন কখন হবে। জাতি জানতে চায়।
Provasokder bapare keno update news aschena?ar meeting somporke Kono uddoug nai keno?
সভা পর্যন্ত এর অগ্রগতির খবর জানা গেছে। তবে চুড়ান্ত কিছু এখনো প্রকাশ করা হয়নি।
15-2-2022 er meeting ar khobor ki provasok podonnotir?
এখনো চুড়ান্ত কোন সিদ্ধান্ত বা পরিপত্র জারি করেনি শিক্ষা মন্ত্রণালয়।
প্রভাষক পদন্নোতি ১৫/০২/২২ ইং মিটিংয়ের আপডেট নিউজ জানালে উপকৃত হব।
– ধন্যবাদ
আমাদের জানা মতে এখন পর্যন্ত কোন আপডেট তথ্য দেয়নি শিক্ষা মন্ত্রণালয়।
১০ বছর পূর্তিতে ৮ম গ্রেড প্রাপ্ত হলে তার কিছু দিন পরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেতে কোন অসুবিধা হবে কি। জানালে উপকৃত হব।
রেসিও অনুযায়ী সহকারী অধ্যাপক পদ পেলে সমস্যা নেই। রেসিও অনুসারে পদোন্নতির বিষয়টি আটকে আছে নীতিমালার কারণে। বিষয়টির নিশ্চিত তথ্য জানতে আঞ্চলিক পরিচালকের দপ্তরে যোগাযোগ করুন।
সভার শেষ কোথায়
চুড়ান্ত সিদ্ধান্ত হলে জানাবো।
প্রভাষকদের ৫০./. রেসিওতে পদোন্নতির প্রজ্ঞাপন কবে হতে পারে?
আসলে বিষযগুলো মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল। তারা এবিষয়ে তথ্য প্রকাশ না করলে, আমরা বিষয়টিতে কোন অনুমান করতে পারিনা। ধন্যবাদ।
কলেজে ইতিমধ্যে চাকরি ৮ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক স্কেল/ পদ দেয়া শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে মাদ্রাসা অধিদপ্তর একই পরিপত্রে দরখাস্ত নিবে কিনা?
এসব বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথা শোনা যায়নি।
৫ জন প্রভাষক থাকলে কত জ্যেষ্ঠ প্রভাষক হবেন?
৫০% প্রভাষক। তবে ভগ্নাংশ সম্পর্কে এপিও নীতিমালায় যা বলা হয়েছে সেটি পড়ুন।
আবেদনকৃত জ্যেষ্ঠ প্রভাষকের বর্তমান অবস্থা জানতে চাই।