পলিটেকনিক ভর্তি রেজাল্ট ২০২২: Polytechnic Diploma Admission 2022

Polytechnic BTEB Admission: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা পর্যায়ের ভর্তি রেজাল্ট ও ভর্তি ফি সম্পর্কে জানুন।

Polytechnic Diploma-in Engineering Admission 2022: সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ভর্তি রেজাল্ট ২০২২

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম চলমান আছে।

কারিগরি বোর্ডের পলিটেকনিক ডিল্পোমা ও এইচএসসি (ভোকেশনাল-বিএম) সহ অন্যান্য কোর্সের ভর্তি আবেদন শুরু হয় ০৮ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ হতে।

কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠানে আবেদনের শেষ সময় ছিলো ১৭ ফেব্রুয়ারী ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

(বেসরকারি প্রতিষ্ঠানে আবেদনের ও অন্যান্য বিষয়ের সময়সূচি নিচের বিজ্ঞপ্তিতে দেখুন)।

বরাবরের মত এবারও অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ, প্রতিষ্ঠান নির্বাচন ও ভর্তি রেজাল্ট প্রকাশ করা হচ্ছে।

ভর্তি আবেদনের ঠিকানা: http://btebadmission.gov.bd/website/

সরকারি-বেসরকারি পলিটেকনিক ভর্তি রেজাল্ট ২০২২

কারিগরি ভর্তি রেজাল্ট প্রকাশ মাত্রই নিচের ঠিকানায় ভর্তি রেজাল্ট পাওয়া যাবে।

ভর্তি রেজাল্ট প্রকাশের ঠিকানা

উপরোক্ত ঠিকানা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীর তথ্য দিয়ে ভর্তি রেজাল্টের সকল তথ্য পাওয়া যাবে।

সরকারি কারিগরি প্রতিষ্ঠানের ১ম ধাপের অনলাইন ভর্তি রেজাল্ট ২৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।

১ম ধাপের নির্বাচিতদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২২ থ্রি. তারিখের মধ্যে।

অপেক্ষমান তালিকা থেকে ২য় পর্যায়ের ভর্তি রেজাল্ট ২ মার্চ ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হবে।

৭ মার্চ ২০২২ খ্রি. তারিখে অপেক্ষমান তালিকা থেকে ৩য় পর্যায়ের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে।

আর ১ম অটো মাইগ্রেশন ২ মার্চ ও ২য় মাইগ্রেশন ৭ মার্চ ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হবে। (মাইগ্রেশনের কোন কোন কিছু করতে হবে না)।

মোবাইল এসএমএস ও ভর্তি ওয়েবসাইট থেকে কারিগরি পলিটেকনিক ভর্তি রেজাল্ট জানা যাবে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি ভর্তির সময়সূচি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি হতে।

Polytechnic Diploma-in Engineering Admission 2022

কারিগরির অনলাইন ভর্তি রেজাল্ট ও সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নিশ্চয়ন ও ভর্তি ফি সম্পর্কে  নিচের অনুচ্ছেদ থেকে জানুন।

আরো জানুন: BTEB Admission 2022 (Technical Board HSC BM-Vocational Diploma)

২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ভর্তি ফি

অনলাইন ভর্তি আবেদন ফি ১ শিফটের জন্য ১৬০/= (এক শত ষাট) টাকা। ১ম ও ২য় শিফট একত্রে ৩২০/= (তিন শত বিশ) টাকা।

ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের নিশ্চায়নের ক্ষেত্রে ২৩৫/= টাকা হারে ফি প্রযোজ্য হবে (সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহ ব্যতিত)।

ডিপ্লোমা পর্যায়ের (সরকারি পলিটেকনিক ব্যতিত)  ভর্তি নিশ্চায়নের জন্য ২৩৫/- (দুইশত পত্রিশ) টাকা+অনলাইন পেমেন্ট চার্জ ৩.০০/= (তিন) টাকা মোট (২৩৫+৩) ২৩৮/= (দুইশত আটত্রিশ) টাকা প্রদানপূর্বক ভর্তি নিশ্চায়ন করতে হবে। ভর্তি নিশ্চায়ন না করলে ভর্তির আর কোন সুযোগ থাকবে না।

ডিপ্লোমা পর্যায়ের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থীদের ৩৮৫/- (তিনশত পঁচাশি) টাকা প্রদানপূর্বক ভর্তি
নিশ্চায়ন করতে হবে। ভর্তি নিশ্চায়ন না করলে ভর্তির আর কোন সুযোগ থাকবে না।

এইচ.এস.সি/সমমান পর্যায়ের শিক্ষার্থীর নিশ্চায়নের ফি ১৯২/= (একশত বিরানব্বই) টাকা। আর অনলাইন পেমেন্ট চার্জ ৩.০০/= (তিন) টাকা মোট (১৯২+৩)-১৯৫/- (একশত পঁচানব্বই) টাকা প্রদানপূর্বক ভর্তি নিশ্চায়ন করতে হবে।

আরো পড়ুন: College Admission 2022 (HSC XI Class): এইচএসসি ভর্তি ২০২২

কারিগরি ভর্তির ক্ষেত্রে ফি (বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য) সেশন চার্জসহ ভর্তি ফি

মফস্বল/পোর (উপজেলা) এলাকায় ১,০০০/= (এক হাজার) টাকা।

পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০/= দুই হাজার) টাকা।

ঢাকা ব্যতিত অন্যান্য মেট্রোপলিটন : এলাকায় ৩০০০/= (তিন হাজার) টাকা।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্র
৫০০০/= (পচ হাজার) টাকা।

ঢাকার মেট্রোপলিটন এলাকার অবস্থিত আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি (বাংলা মাধ্যম) ৯০০০/- নেয় হাজার) টাকা।

ইংরেজি ভার্সন ভর্তি ফি ১০,০০০/= (দশ হাজার) টাকা গ্রহণ করতে পারবে।

উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ৩,০০০/= (তিন হাজার) টাকার বেশি আদায় করতে পারবে না।

দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রতিষ্ঠাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফি এর সমূদয় অর্থ ভর্তির আবেদনের পর নিশ্চায়নের সময় পরিশোধযোগ্য।

উপরের তথ্যগুলো কারিগরি ভর্তি নীতিমালা থেকে নেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানতে, ভর্তি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

২০২২ সালের পলিটেকনিক ভর্তি আবেদন, রেজাল্ট প্রকাশ, প্রতিষ্ঠান নিশ্চয়ন ও ভর্তি ফি সম্পর্কে বিস্তারিত জানুন কারিগরি ভর্তি নীতিমালা থেকে।

অটোমাগ্রেশন, ভর্তি কোটা ও ইংরেজী মাধ্যম শিক্ষার্থীদের জন্য বিস্তারিত তথ্য জানুন এখান থেকে

(বিশেষ দ্রষ্টব্য: অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি আবেদন করার আগে অবশ্যই কারিগরি ভর্তি নীতিমালা ও আবেদন নির্দেশিকাটি ভালভাবে পড়ে নিন। আপনার কোন প্রকার ভুলের জন্য BD Educator কর্তৃপক্ষ দায়ী নয় ।)

আরো দেখুন:

BTEB Notice | কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ | www.bteb.gov.bd

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

তথ্যসূত্র:

কারিগরি শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ২৬/০২/২০২২ খ্রি. তারিখ ০৮:২২ অপরাহ্ন।

“পলিটেকনিক ভর্তি রেজাল্ট ২০২২: Polytechnic Diploma Admission 2022”-এ 7-টি মন্তব্য

  1. স্যার আমি এবার দাখিল পরিক্ষা দিয়ে জিপিএ 4.63 পেয়েছি। আমি কী সরকারি ডিপ্লোমায় চান্স পাবো একটু জানান প্লিজ কোন কলেজে পেতে পারি প্লিজ জানান

    জবাব

মন্তব্য করুন