নতুন শিক্ষাক্রমের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য অনলাইনে নৈপুণ্য অ্যাপ চালু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে ৪ থেকে ৮ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে।
নৈপুণ্য আপ (master.noipunno.gov.bd) ব্যবহারের নির্দেশিকা হতে নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন, লগইন ও এর ব্যবহারের নিয়ম জানুন।
লক্ষ্য করুন: নৈপুণ্য অ্যাপ ডাউনলোড ও এর ব্যবহারের গাইডলাইন প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
নতুন শিক্ষাক্রমের নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন ও ব্যবহারের নিয়ম (master.noipunno.gov.bd)
নতুন শিক্ষাক্রমের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপ চালু করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই অ্যাপে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীদের মূল্যায়ন তথ্য সংরক্ষণ ও রিপোর্ট কার্ড প্রস্তুত করার কথা বলা হয়েছে।
সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহারের গাইডলাইন বা নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে নৈপুণ্য আপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এটুআই এর কারিগরী সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, নৈপুণ্য (noipunno) নামের অ্যপসটি উন্নয়ন করেছে বলে জানানো হয়েছে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে নৈপুণ্য অ্যাপ ব্যবহারের গাইডলাইন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা নিচের অনুচ্ছেদে থেকে জানুন।
আরো জানুন:
বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন ২০২৩ (৬ষ্ঠ ও ৭ম শ্রেণি)
৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩ (eSIF ফরম পূরণ তারিখ ও ফি)
master.noipunno.gov.bd: রেজিস্ট্রেশন ও লগইন করার নিয়ম
EIIN নম্বর আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নৈপুণ্য আপে রেজিস্ট্রেশন ও লগইন করতে নিচের পদক্ষেপ গ্রহণ করুন।
অনলাইনে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য ব্যবহার করতে চাইলে, ইন্টারনেট ব্রাউজারে গিয়ে নিচের ঠিকানা ব্রাউজ করুন।
লগইন পেজে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত ইউজার আইডি ও পিন ব্যবহার করে প্রথমে লগইন করুন।
প্রথমবার লগইন করার সময় পূর্বের পিন নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের নতুন পিন নম্বর সেট করে নিন।
ইআইআইএন (EIIN) বিহীন স্কুলের রেজিস্ট্রেশন
যে সকল প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর নেই, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে লগইন পেজের রেজিস্ট্রেশন অপশন ক্লিক করুন। ক্লিকের পর রেজিস্ট্রেশন ফর্মটি দেখতে পাবেন।
যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করলে তা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে পৌঁছে যাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন আবেদনটি অনুমোদন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি সিস্টেম জেনারেটেড নাম্বার (SGN*****), একটি ইউজার আইডি ও পিন নম্বর যাবে।
প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত সিস্টেম জেনারেটেড নাম্বার (SGN*****), ইউজার আইডি ও পিন ব্যবহার করে প্রথমে লগইন করুন।
প্রথমবার লগইন করার সময় পূর্বের পিন নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের পিন নম্বর সেট করে নিন।
উল্লেখ্য, লগইন শেষে হোম পেজে আপনি বিদ্যালয় সংশ্লিষ্ট সাত (৭)টি ব্যবস্থাপনা দেখতে পাবেন। উক্ত ব্যবস্থাপনা গুলো ব্যবস্থাপনা ট্যাবের ড্রপ-ডাউনেও দেখতে পাবেন। এই ব্যবস্থাপনা গুলো প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে সম্পন্ন করতে হবে।
বিঃ দ্রঃ- নৈপুণ্য আপে লগইন করতে কোনো সমস্যা হলে 09638600700 হেল্পলাইনে ফোন করুন।
বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাপ্লিকেশন নৈপুণ্য app ব্যবহারের নিয়ম
নতুন শিক্ষাক্রমের মুল্যায়ন অ্যাপ্লিকেশন অ্যাপ নৈপুন্যে লগইন অথবা রেজিস্ট্রেশন শেষে হোমপেজে প্রবেশ করলে নিচের পদক্ষেপ গ্রহণ করুন।
ব্রাঞ্চ ব্যবস্থাপনা: অপশনে ক্লিক’ করে প্রতিষ্ঠানের ‘ব্রাঞ্চ’ সংশ্লিষ্ট তথ্য যুক্ত করুন এবং ব্রাঞ্চ প্রধানের নাম নির্বাচন করে ব্রাঞ্চ তৈরী করুন।
শিফট ব্যবস্থাপনা: মেনু থেকে ‘শিফট ব্যবস্থাপনা’ অপশনে ক্লিক করুন। ‘শিফট ব্যবস্থাপনা’ অংশে প্রতিষ্ঠানের শিফট সংক্রান্ত তথ্য দিন, সময় নির্ধারণ করুন এবং ব্রাঞ্চ নির্বাচন করুন।
ভার্সন ব্যবস্থাপনা: মেনু থেকে ‘ভার্সন ব্যবস্থাপনা’ অপশনে ক্লিক করে ব্রাঞ্চ অনুসারে বাংলা/ইংরেজি ভার্সন তৈরী করুন।
সেকশন যোগ করুন: মেনু থেকে ‘সেকশন যোগ করুন’ অপশনে ক্লিক করুন। যথাযথ তথ্য প্রদান করে সেকশন তৈরীর কাজ সম্পন্ন করুন।
শিক্ষক ব্যবস্থাপনা: আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকদের তথ্য সিস্টেমে যুক্ত করুন। যদি শিক্ষকের ‘PDS ID’ থাকে সেক্ষেত্রে ডান পাশের তালিকা থেকে শিক্ষকদের তথ্য নির্বাচন করুন ও শিক্ষক যুক্ত করে হালনাগাদ করুন।
যদি কোনো শিক্ষকের নাম পিডিএস তালিকায় না থাকে, তাহলে ‘শিক্ষক যুক্ত করুন’ অপশনে ক্লিক করুন। যেখানে ড্রপ-ডাউনে ‘পিডিএস বিহীন শিক্ষক’ অথবা ‘খন্ডকালীন শিক্ষক’ অপশন থেকে প্রযোজ্য অপশনটি সিলেক্ট করুন। এভাবে সকল শিক্ষককে বিদ্যালয়ের সাথে যুক্ত করুন।
শিক্ষার্থী ব্যবস্থাপনা: এই অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য তালিকা থেকে নির্বাচন করে সেকশন ভিত্তিক শিক্ষার্থীদের এককভাবে যোগ করুন।
আপনি চাইলে নির্ধারিত ফরমেটে এক্সেল ফাইলে তথ্য আপলোড করার মাধ্যমে একাধিক শিক্ষার্থীর তথ্য একসাথে বিদ্যালয়ে যুক্ত করতে পারবেন।
বিষয় শিক্ষক নির্বাচন: এরপর প্রতিটি বিষয়ের জন্য বিষয় শিক্ষক নির্বাচন করুন। সবকিছু নির্বাচন করা হয়ে গেলে ‘তথ্য সংরক্ষণ করুন’ বাটনে চাপ দিন।
আপনি চাইলে ‘এডিট’ অপশনে গিয়ে পুনরায় সেকশনের শিক্ষক সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে কোনো শিক্ষককে একের অধিক বিষয়ের জন্যও নির্বাচন বা সিলেক্ট করতে পারবেন।
নৈপুণ্য আপ ব্যাবহারের নির্দেশিকা থেকে এ বিষয়ের তথ্য জেনে অ্যাপে রেজিস্ট্রেশন ও লগইন করে উপরোক্ত তথ্য সম্পাদনা করুন।
নৈপূণ্য অ্যাপ ব্যবহার করতে যেসব সমস্য হচ্ছে তার সমাধান
নতুন শিক্ষাক্রমের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপূণ্য অ্যাপ চালুর পর থেকে বিভিন্ন সমস্যায় পড়ছেন শিক্ষকগণ। নৈপূণ্য অ্যাপের এসব সমস্যা সমাধানের জন্য শিক্ষা অধিদপ্তর কিছু তথ্য শেয়ার করেছে। অ্যাপের কিছু সমস্যার সমাধান ও কিছু প্রশ্নের উত্তর দিয়েছে অধিদপ্তর।
- নৈপূণ্য অ্যাপে রেজিস্ট্রেশন ও এর ব্যবহারে কোন সমস্যায় পড়লে এর সমাধানের উপায় জানতে এখানে ক্লিক করুন।
নৈপুণ্য আপের রেজিস্ট্রেশন ও লগইন করতে সমস্যা হলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ (৬ষ্ঠ ও ৭ম শ্রেণি)
সরকারি ছুটির তালিকা ২০২৪ (বাংলাদেশের ছুটির ক্যালেন্ডার pdf)
তথ্যসূত্র-
আমার প্রতিষ্ঠান মাদ্রাসা ই আই আই এন নং-১২৪৪১১
আমার ইউজার আইডি ও পাস ওয়ার্ড পাই নাই।
আমি কিভাবে নৈপূন্য অ্যাপে রেজিস্ট্রেশন করব, সহযোগিতা করলে
উপকৃত হতাম।
আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করুন।
user id: 112441120230001
password: 124411
আমি নৈপুণ্য অ্যাপস এ রেজিষ্ট্রেশন করতে ইউজার আইডি কিভাবে খুলব জানতে চাই
ইআইআইএন বিহীন হলে আইডি খোলার নিয়ম জানানো হয়েছে।
আমার EIIN বিহীন প্রতিষ্ঠান।
আমি নৈপুন্য এপ্সে কিভাবে রেজিষ্ট্রেশন করবো, তা যানতে চাই।
আমাদের বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের ইউজার আইডি এবং পিন আসে নি।।
উপজেলা মাধ্যমিক অফিসে যোগাযোগ করে দেখতে পারেন।
EIN বিহীন স্কুলের registration করতে পারি নাই।
EIIN বিহীন স্কুলের registration সম্পর্কে প্রতিবেদনে বলা আছে। সমস্যা হলে উপজেলা মাধ্যমিক অফিসারের দপ্তরে যোগাযোগ করুন।
ইউজার আইডি এবং পিন নাম্বার বসিয়েও Login হয় না। লেখা আসে User ID not fond
প্রতিবেদনে হেল্প নাম্বার দেওয়া আছে। প্রয়োজনে ফোন করুন।
ইনবিহীন প্রতিষ্ঠানের নৈপুণ্য অ্যাপস এ
প্রবেশ করতে পারছি না।
উপজেলা মাধ্যমিক অফিসে যোগাযোগ করে সাহায্য নিন।
ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়
ইন নাম্বার ১০০৩৫৮
আগৈলঝাড়া, বরিশাল।
ইউজার আইডি ও পিন পাইনি।
করনীয় কি?
দ্রুত মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
নৈপুণ্য এপস এ শিক্ষক ব্যবস্থাপনায় শিক্ষক যুক্ত করার পর ডিলেট হয়ে গেছে নতুন করে তথ্য সংযুক্ত করতে পারছি না
প্রতিবেদনে হেল্প নাম্বার দেওয়া আছে। অফিস চলাকালীন সময়ে ফোন করে দেখুন।
নৈপূণ্য এপসে ঢুকতে পারতেছি না।
কিছু সময় পর চেষ্টা করে দেখুন। তার আগে আপনার ডিভাইসের ইন্টারনেট কানেকশন চেক করুন।
problem
বিস্তারিত লিখুন।
মাাদ্রাসা প্রধানের কিভাবে নৈপুণ্য এ্যপ ব্যবহার করবে জানালে ভাল হয়।
আমার প্রতিষ্ঠানের নাম্বারে যে পিন এবং আইডিয়া আসছে তা দিয়ে লগইন করলে দেখাচ্ছে পিন নাম্বার ভুল এখন আমার উপায় কি
প্রতিবেদনে দেওয়া হেল্প নাম্বারে ফোন করে কথা বলুন।
আমার প্রতিষ্ঠানের ই আই আই এন নং ১০১০০৬ এবং মোবাইল নং ০১৩০৯১০১০০৬ আমি এখনও ইউজার আইডি আর পাসওয়ার্ড পাই নাই । ০১৩০৯১০১০০৬ নম্বরে পাঠানোর অনুরোধ করছি।
মোঃ আশফাকুর রহমান
সুপার.
ডিগ্রীরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,
মুলাদী, বরিশাল ।
আপনি প্রতিবেদনে দেওয়া হেল্প নম্বরে ফোন করুন।
শিক্ষক ব্যবস্থাপনায় ১০ জন শিক্ষকের নাম দেওয়ার পরে ১ জনের তথ্য ডিলেট হয়েছে কিনা যানি না, ১০জন শিক্ষকের মধ্য হতে একজনের নাম পাচ্ছি না, তবে ঐ শিক্ষকের কাছে ইউজার আইডি ও পিন নম্বর গেছে ও সংরক্ষিত আছে।
শিক্ষার্থী তথ্য দেওয়া যাচ্ছে না। লেখা আসে student inserted fail. ৬/৭ ধরে চেষ্টা করেও কোনো শিক্ষার্থী তথ্য দিতে পারিনি। সিলেট হেল্পলাইন এ ফোন দিলে ফোন ধরেনা।
কিছু পরপর চেষ্টা করে দেখুন। সার্ভার সমস্যার জন্য এমনটা হতে পারে।
access er dhoron ki hobe
শিক্ষক ব্যবস্তাপনায় শিক্ষকের তথ্যাবলী ফিলাপের পর শিক্ষকের মোবাইলে কোনো SMS আসতেছে না।কারন কী?
বোঁহার ইসলামীয়া দখিল মাদ্রাসা।
রাণীনগর,নওগাঁ।নৈপুণ্য-অ্যাপ এ প্রবেশ করতে পাতেছিনা।সহযোগিতা করেন,
ইআইআইএন না থাকা প্রতিষ্ঠানের পৃথক নির্দেশনা আছে।
আমি মোহাম্মদ আবুল বাশার
সহকারী শিক্ষক
লক্ষ্মীপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা
চাঁদপুর সদর,চাঁদপুর।
আমার নামটি বানান ভুল হওয়ার কারণে আমি নামটি ডিলেট করে নতুন ভাবে নাম সংযুক্ত করেছিলাম ।ইউজার আইডি পাইছি কিন্তু পিন কোড পাইনি। করনীয় কি মনে হয় জানলে ভালো হত। ধন্যবাদ ।
রেজিস্ট্রেশন ও লগইন সংক্রান্ত সাহায্যের জন্য প্রতিবেদনে দেওয়া হেল্প নাম্বারে ফোন করুন। তারা আপনাকে সাহায্য করতে পারবেন।
শিক্ষকের নাম সংযুক্ত করতে গিয়ে একজনের নাম দুবার হয়েছে, ডিলিট করা যাচ্ছে না এখন কি করতে পারি।
হেল্প নাম্বারে ফোন করে দেখুন।
আমি শিক্ষার্থী যোগ করতে পারি নাই।
আমি শিক্ষার্থীর বি আই ওপি আই পাঠানোর অপসন পাই না। কি করতে হবে। রামেরচর উচ্চ বিদ্যালয় শেরপুর।
আমি নৈপুণ্য অ্যাপ ডাউনলোড দিয়েছি কিন্তু যখন আমি অ্যাপে আইডি এব; পিন দিয়ে অ্যাপে যাচ্ছি তখন লেখা আসতেছে, নৈপুণ্য বিষয় ভিত্তিক মূল্যায়ণ শ্রেণী শিহ্মক ও বিষয় শিহ্মকের প্যানেল শীঘ্রই ওপেন করা হবে।অনুগ্রহ পূবর্ক অপেহ্মা করুন। এঅবস্থায় আমি কি করতে পারি দয়া করে বলবেন কি?
তাহলে অপেক্ষা করুন।
আমার মোবাইল আছে কিন্তু অ্যাপসের পেইজ ওপেন হয় না বা সাপোর্ট করে না। ওয়েব সাইটেও কাজ করা যায় না। এ অব্স্থায় কী করা যায় ? পরামর্শ চাই।
মোবাইল খুব পুরাতন বা অ্যান্ডয়েট ভার্সন পুরানে হলে সমস্যা হতে পারে।
আমি নৈপুণ্য অ্যাপ ডাউনলোড দিয়েছি কিন্তু যখন আমি অ্যাপে আইডি এব; পিন দিয়ে অ্যাপে যাচ্ছি তখন লেখা আসতেছে, নৈপুণ্য বিষয় ভিত্তিক মূল্যায়ণ শ্রেণী শিহ্মক ও বিষয় শিহ্মকের প্যানেল শীঘ্রই ওপেন করা হবে।অনুগ্রহ পূবর্ক অপেহ্মা করুন। এঅবস্থায় আমি কি করতে পারি
এটা কি সব শিক্ষকের বেলায় হচ্ছে না আপনার ক্ষেত্রে হচ্ছে- বিষয়টির খোঁজ নিন।
আমার ও একই। আজকে ৫দিন যাবৎ দেখতেছি শীঘ্রই ওপেন করা হবে এটা আসছে
8 ডিসেম্বর 7ম শ্রেনির পুরণকৃত ছাত্রছাত্রীর তথ্য রিসিভ হয়েছে ,কিন্তু নাম রোল কিছু আসতেছেনা । কারণ কি? জানতে চাই
আমার বিদ্যালয়ের নামঃ চিপা বারাইখালী মাধ্যমিক বিদ্যালয়,মোরেলগঞ্জ,বাগেরহাট।
EIIN-115069
আমি ইউজার আইডি ও পিন পাইনি ।
মোবাঃ ০১৭১০৯১৫০৯৩
subject nirbachane section option a kaj hocce na keno?
কিছু পর চেষ্টা করুন অথবা আপনার মোবাইলের কানেকশন চেক করুন।
সূচক জমা দেওয়ার পর পুনরায় কারেকশন করার সুযোগ আছে কী ? যদি থাকে কিভাবে করবো বললে একটু উপকৃত হতাম।
আমি বখতপুর দায়রাবাড়ী স্কুলের বিষয়ভিত্তিক মূল্যায়নে শিক্ষকের বিষয় ও শিক্ষার্থীর নাম আসছে না কেন?
আস সালামু আলাইকুম। আমার পিন নাম্বার ভুলে গেছি। পিন রিসেট করার চেষ্টা করলে মোবাইল নম্বর ভুল আছে এখন কিভাবে পিন পাবো দয়া করে পরামর্শ দিবেন।
মোবাইল নম্বর ভুলে গেছেন বোধ হয়। অথবা সার্ভারের সমস্যা। আপনি কিছু সময় পরপর চেষ্টা করে দেখুন।
105320 এই ইন নাম্বারটির ইউজার নাই। ইউজারে অন্তর্ভূক্তির অনুরোধ করছি।
ইউজার নাই। ইউজারে অন্তর্ভূক্তির অনুরোধ করছি। EIIN 105320