২০২৪ সালের ঢাকা শিক্ষা বোর্ড সহ সকল বোর্ডের এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ১২ মে তারিখ সকাল ১১:০০ টার সময় প্রকাশ করা হবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd থেকে, বোর্ডের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।
এছাড়া বোর্ডের রেজাল্ট আর্কাইভ ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে, পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট জানা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ (dhaka education board ssc result 2024)
সূচীপত্র...
ঢাকা শিক্ষা বোর্ড সহ দেশের সকল শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এসএসসি-দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট ১২ মে রবিবার প্রকাশ করা হবে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আবুল বাসার, ২০২৪ সালের এসএসসি রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১২ মে সকাল ১১টার সময় মাননীয় প্রধানমন্ত্রীর রেজাল্ট উদ্বোধনের পর থেকে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইটের হোমপেজের রেজাল্ট কর্ণার থেকে, বোর্ডের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার রেজাল্ট সিট ডাউনলোড করা যাবে।
আর পরীক্ষার্থীরা চাইলে বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্ট আর্কাইভ www.educationboardresults.gov.bd থেকে নিজের রেজাল্ট সংগ্রহ করতে পারবেন।
এছাড়া শুধুমাত্র পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে মোবাইল এসএমএস (SMS) এর মাধ্যমে ঘরে বসে বোর্ডের রেজাল্ট জানতে পারবেন।
নিচের অনুচ্ছেদ থেকে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন।
ঢাকা বোর্ডের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি রেজাল্ট জানার নিয়ম
বোর্ডের অধিন সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটের ঠিকানা: www.dhakaeducationboard.gov.bd
উপরের ঠিকানাটি ব্রাউজারে লিখে ব্রাউজ করুন। বোর্ডের হোমপেজে পৌঁছালে সেখানে Result কর্ণার থেকে প্রতিষ্ঠানে রেজাল্ট দেখা যাবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রয়োজন হবে।
ঢাকা বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ও নির্দেশনা সম্পর্কে জানুন বোর্ড প্রকাশিত নোটিশ থেকে।
আরো জানুন:
শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি-দাখিল ফলাফল ২০২৪)
Education Board SSC 2024 Result BD: এসএসসি বোর্ড রেজাল্ট ২০২৪
রোল ও রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখার নিয়ম
২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীর নিজ নিজ রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখা যাবে। বোর্ডের রেজাল্ট আর্কাইভ থেকে অনলাইনে এই রেজাল্ট জানা যাবে।
কোন একজন পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট জানতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।
www.educationboardresults.gov.bd
উপরের ঠিকানাটি ব্রাউজ করলে Intermediate and Secondary Education Boards Bangladesh লেখা একটি রেজাল্ট সার্চ পাতা ওপেন হবে।
এই সার্চ পাতায় পরীক্ষার্থীর Examination, Yearও Board সিলেক্ট করতে হবে। এরপর Roll ও Reg: No লেখা ফাঁকা টেক্সটবক্সে পরীক্ষার্থীর নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
তারপর দুই সংখ্যার যোগফল (উদাহরণ: 1 + 1) পাশের ফাঁকা টেক্স বক্সে লিখতে হবে। এই যোগফল নির্ণয়ের ক্যাপচা ভুল করা যাবে না।
উপরের সকল তথ্য সিলেক্ট ও লেখা হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে প্রাপ্ত রেজাল্টের জিপিএ পয়েন্ট সহ মার্কসীট দেখা যাবে।
মোবাইল এসএমএস (SMS) দিয়ে ঢাকা বোর্ডের এসএসসি রেজাল্ট জানার নিয়ম
মোবাইল এসএমএস-এর মাধ্যমে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীর রেজাল্ট জানতে নিচের ফরম্যাটে মেসেজ লিখুন।
- প্রথমত পরীক্ষার নাম লিখুন। যেমন- SSC।
- বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন। যেমন-Dha।
- পরীক্ষার্থীর রোল নম্বর লিখুন। যেমন-123456।
- সবশেষে পরীক্ষার সাল লিখতে হবে। যেমন-2024।
মেসেজ লেখা হয়ে গেলে 16222 নম্বরে যে কোন অপারেটরের ফোন থেকে মেসেজ সেন্ড করুন।
উপরের তথ্যগুলোর এক একটি লিখে একটি করে স্পেস দিতে হবে। আর মেসেজ সেন্ড করতে আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।
নিচের উদাহরণ লক্ষ্য করুন।
SSC DHA 123456 2024 Send 16222.
মেসেজ সেন্ড করার কিছু সময়ের মধ্যে ফিরতি মেসেজে পরীক্ষার্থীর নিজের রেজাল্ট দেখা যাবে। এ বিষয়ে আরো জানুন ঢাকা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।
ঢাকা শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
SSC Result 2024 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট
দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ (এসএমএস ও অনলাইন)
তথ্যসূত্র-
ssc, dha,200825,2023