জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। জাবির সকল ইউনিটের পরীক্ষা ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে নোটিশ প্রকাশ করা হয়েছে।

৫ ডিসেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কামটির সভায়, জাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা, পরীক্ষার তারিখের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সব মিলিয়ে এবারে জাবিতে ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউট আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা গ্রহণ করা হবে।

এবার জাবিতে ভর্তি ক্ষেত্রে মুক্তিযোদ্ধা নাতি–নাতনী কোটা থাকছে না। এ ছাড়াও দ্রুতই অন্যান্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে  জানানো হয়েছে।

জাবির অনার্স ১ম বর্ষের ভর্তির অনলাইন আবেদন গ্রহণ ১ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ২১ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।

জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। ভর্তি পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে জাবির সকল ইউনিট ও উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরো জানুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি তথ্য ২০২৪-২০২৫

মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (জাতীয় বিশ্ববিদ্যালয়)

তথ্যসূত্র-

জাবি ভর্তি ওয়েবসাইট

মন্তব্য করুন