জানুয়ারি এমপিও ২০২২: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড় করা হয়েছে।
জানুয়ারি এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীদের চেক ছাড়ের সংবাদ
সূচীপত্র...
২০২২ সালের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের অধিন অধিদপ্তরগুলো ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।
২৭ জানুয়ারি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর করেছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতনের চেক ২ ফেব্রুয়ারি ছাড়ের নিশ্চিত খবর পাওয়া গেছে।
সবশেষ কারিগরি প্রতিষ্ঠানের বেতনের চেক ৭ ফেব্রুয়ারি তারিখে ছাড় করার খবর পাওয়া গেছে।
বেতনের চেক ছাড়ের নোটিশ নিচের অনুচ্ছেদে দেখুন।
আরো জানুন:
SSC Assignment: ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট
College HSC Assignment: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট
Madrasah January MPO 2022: মাদ্রাসার জানুয়ারি মাসের বেতন ভাতা হস্তান্তর
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার জানুয়ারির বেতনের, চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।
মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত চেক ছাড়ের বিজ্ঞপ্তি, অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২০২২ সালের জানুয়ারি মাসের এমপিও সহ বেতনের চেক ২৭ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়।
মাদ্রাসার জানুয়ারি মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে থেকে উত্তোলন করা যাবে ৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
আরো পড়ুন:
মাদ্রাসা অ্যাসাইনমেন্ট ২০২২: দাখিল পরীক্ষার সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট
আলিম অ্যাসাইনমেন্ট ২০২২: আলিম পরীক্ষার সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট
মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
নিচের বিজ্ঞপ্তি হতে মাদ্রাসার জানুয়ারি মাসের বেতনের স্মারক নম্বর দেখুন। আর নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের লিংক দেওয়া আছে তা দেখুন।
মাদ্রাসার জানুয়ারি-২০২২ মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ
মাদ্রাসা জানুয়ারি এমপিও শিট ২০২২
নিচের লিংক থেকে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/129_fEw50jz57ShC9aEcA91lIMmAjAL3d?usp=sharing
স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড়
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড়ের নিশ্চিত খবর পাওয়া গেছে।
২ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে, শিক্ষা অধিদপ্তরের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ৯/০২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজের বেতন-ভাতার স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৭৬৪/৪, তারিখ: ০২/০২/২০২২
নিচের অনুচ্ছেদ থেকে এমপিও শিট সংগ্রহ করা যাবে।
School-College January MPO Sheet 2022: স্কুল-কলেজ জানুয়ারি এমপিও শিট ২০২২
নিচের লিংক থেকে স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করুন।
https://drive.google.com/drive/folders/1xJ1R0tHFylmWMYF29bXhU6qAehh0I6im?usp=sharing
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি-২০২২ মাসের চেক ছাড়
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের চেক ছাড় করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে কারিগরির বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
কারিগরির শিক্ষক-কর্মচারীগণ ১৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখের মধ্যে, জানুয়ারির বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।
নিচের বিজ্ঞপ্তিতে জানুয়ারি মাসের বেতনের স্মারক নাম্বার উল্লেখ আছে। প্রয়োজনে লিখে রাখুন।
কারিগরি জানুয়ারি এমপিও শিট ২০২২: Technical January MPO Sheet 2022
নিচের লিংক থেকে কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার এমপিও শিট সংগ্রহ করতে পারেন।
http://www.techedu.gov.bd/site/view/notices
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জানুয়ারি-২০২২ মাসের এমপিও সংক্রান্ত যে কোন তথ্যের প্রয়োজনে আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাউশি উপবৃত্তি নোটিশ ২০২২: উপবৃত্তির অর্থ দ্রুত উত্তোলনের নির্দেশ
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল
২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ০৮/০২/২০২২ খ্রি. তারিখ ১০:১৮ পূর্বাহ্ন।