গুচ্ছ পদ্ধতিতে ২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার ২০২৪

বাংলাদেশের ২৪ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সার্কুলার প্রকাশ করা হয়েছে। গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল থেকে ১০ মে ২০২৪ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র সমূহে একযোগে অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন।

গুচ্ছ পদ্ধতিতে ২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার ২০২৩-২০২৪

সূচীপত্র...

গুচ্ছ পদ্ধতিতে বাংলাদেশের ২৪ সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব নিত্যানন্দ পাল স্বাক্ষরিত গুচ্ছের ভর্তি সার্কুলার ১১ ফেব্রুয়ারি তারিখে প্রকাশ করা হয়েছে।

গুচ্ছের ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে। আবেদন গ্রহণ চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল তারিখ থেকে শুরু হবে।

আরো পড়ুন:

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ (এ, বি, সি ইউনিট)

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (স্নাতক অনার্স ১ম বর্ষ)

চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২৪: admission.cu.ac.bd

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষার তারিখ (সময়সূচি) ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

১১ ফেব্রুয়ারি প্রকাশিত গুচ্ছের ভর্তি সার্কুলারে, সকল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয় সমূহের তিন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ-

ক-ইউনিট (বিজ্ঞান) ২৭ এপ্রিল, শনিবার।

খ-ইউনিট (মানবিক) ৩ মে, শুক্রবার।

গ-ইউনিটের (বাণিজ্য) ১০ মে তারিখ শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা নির্বাচিত কেন্দ্রে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি দিতে পারবে

গুচ্ছ ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিজেদের ইচ্ছেমত একটি মাত্র কেন্দ্র নির্বাচন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শুধু তাই নয় যেখানে কেন্দ্র নির্বাচন করবেন, সেখানেই ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি কমিটি।

গুচ্ছ পদ্ধতিতে ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ওয়েবসাইট

নিচের ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। অযথা হয়রানি ও ভুল তথ্য এড়াতে GST ওয়েবসাইট ব্রাউজ করে তথ্য জানুন।

https://gstadmission.ac.bd

উপরে সংযুক্ত ওয়েবসাইট হতে ভর্তি সম্পর্কীত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এখানে ভর্তির গাইডলাইন, অনলাইনে প্রাথমিক ভর্তি আবেদন, রেজাল্ট সহ ভর্তির যাবতীয় কার্যসম্পাদন করা যাবে।

সতর্ক হোন: উপরের জিএসটি আসল ওয়েবসাইট এড্রেস এর সাথে মিল রেখে, কিছু ভুয়া ওয়েবসাইট তৈরী করা হয়েছে। হয়রানি এড়াতে এসব ওয়েবসাইট থেকে সতর্ক থাকুন।

আরো জানুন:

কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি ২০২৪: CUET RUET KUET

রাবি স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

গুচ্ছের ভর্তি আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী সম্পর্কে ভর্তি বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

দেশের ২৪ সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এসএসসি ও এইচএসসি (সমমান) পরীক্ষার মোট জিপিএ ধরে এই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এবারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের ভর্তির ন্যূনতম যোগ্যতায় তেমন পরিবর্তন আনা হয়নি।

২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি (সমমান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কেবলমাত্র ভর্তির আবেদন করতে পারবে।

এ-ইউনিটের ভর্তি যোগ্যতা

এ-ইউনিট (বিজ্ঞান) শাখার ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।

বি-ইউনিটের ভর্তি যোগ্যতা

বি-ইউনিট (মানবিক) শাখায় জন্য এসএসসসি-এইচএসসি সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।

সি-ইউনিটের ভর্তি যোগ্যতা

সি-ইউনিট (বাণিজ্য) শাখায় ভর্তি হতে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।

ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে বি-গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।

ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের আবেদনের মাধ্যমে সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে অনলাইনে আবেদন করতে হবে

সমমান নির্ধারণের জন্য সরাসরি রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-এ যোগাযোগ করতে হবে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিশ্ববিদ্যালয়ের তালিকা

বাংলাদেশের ১০টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১৪টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তালিকা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নতুন)

পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নতুন)।

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২৪ সার্কুলার (ভর্তি বিজ্ঞপ্তি)

সতর্কতা: গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে ভর্তির অনলাইন আবেদন করুন। গুচ্ছের ভর্তি সার্কুলারে ভর্তি আবেদনের যোগ্যতা ও ভর্তির সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২৪ সার্কুলার

২০২৪ সালে অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে, এই প্রতিবেদনে যুক্ত থাকুন।

কোন বিষয়ে জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আর তথ্যগুলো অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (NU Honours Admission 2024)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২০২৪

ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২৪: DU Admission 2024

তথ্যসূত্র:

GST Admission

সবশেষ আপডেট: ১২/০২/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ১০:৫৫ পূর্বাহ্ন।

“গুচ্ছ পদ্ধতিতে ২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার ২০২৪”-এ 70-টি মন্তব্য

  1. গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র কিভাবে নির্ধারিত হবে??
    আমি রাজশাহী বিভাগের মধ্যে আছি,,, রাজশাহী বিভাগ কি কেন্দ্র হিসেবে নির্বাচন করা যাবে??? please জানাবেন

    জবাব
    • গুচ্ছ তে বিভাগ কী পরিবর্তন করা যায় ???
      আর বিজ্ঞান থেকে গুচ্ছ তে কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা দিতে হয়??

      গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান থেকে ফার্মেসী বিভাগে পড়া যায়?? জ

    • ভর্তি পরীক্ষার তারিখগুলো ভর্তি কমিটি নির্ধারণ করছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের আরো চিন্তা করা দরকার বলে আমরা মনে করি।

  2. স্যার । গুচ্ছ ভর্তি পরীক্ষার ফরম পূরণ করার সময় প্রশ্ন বাংলা না দিয়ে ইংরেজি দিয়েছি। আমি এখন বাংলা করতে চাই ।এর কোন উপায় আছে কি।দয়া করে হেল্প করেন।
    HSC Roll:314394
    SSC Roll:220690

    জবাব
    • আপনি আপনার ভর্তি প্রফাইলে লগইন করে আবেদন সম্পাদনা করার চেষ্টা করুন। সম্পাদনার অপশন না থাকলে, আপনি ভর্তি ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে কল করে আপনার সমস্যার কথা জানান।

  3. গুচ্ছ ভর্তি পরীক্ষায় OMR এ বাধ্যতামূলক বিষয় ও অন্যান্য যেসব বিষয় পরীক্ষার্থীর আওতায় আছে সেগুলো ভরাট করেছে। কিন্তু শেষে গিয়ে ভুলবশত অন্য একটা বিষয়ের বৃত্ত ভুলে ভরাট করে ফেলা হয়েছে। এখন প্রশ্নপত্র কি বাতিল বলে গন্য হবে?

    জবাব

মন্তব্য করুন