২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
একই সাথে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএমটি ও ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স কোর্সের ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে।
কারিগরি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (ডিপ্লোমা বিএমটি-ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স)
সূচীপত্র...
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারি ও সরকারি-বেসরকারি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কারিগরি ভর্তি বিজ্ঞপ্তি ৮ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে কারিগরির ভর্তি ওয়েবসাইটে (btebadmission.gov.bd) প্রকাশ করা হয়েছে।
কারিগরি বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌ. মোঃ রকিব উল্লাহ স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
কারিগরি বোর্ডের ডিপ্লোমা, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা কমার্স কোর্সের ভর্তি আবেদন শুরু হয়েছে ৯ আগস্ট তারিখ থেকে।
অনলাইনে কারিগরির ভর্তি আবেদন করা গেছে ৩১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি মোট ১৬২/= টাকা।
কারিগরি ভর্তি রেজাল্ট প্রকাশ, নিশ্চায়ন তারিখ
কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি রেজাল্ট ৭ সেপ্টেম্বর তারিখে সকাল সাড়ে নয়টায় প্রকাশ করা হয়েছে। কারিগরের ভর্তি ওয়েবসাইট থেকে ভর্তি উচ্চ শিক্ষার্থীর তথ্য দিয়ে রেজাল্ট জানা যাবে।
নিচের ঠিকানা থেকে সরাসরি কারিগরির ভর্তি রেজাল্ট দেখা যাবে।
http://bteb1.btebadmission.gov.bd:9080/resultview/index
উপরের ঠিকানাটি ব্রাউজ করে ভর্তিচ্ছু শিক্ষার্থীর রোল নম্বর, বোর্ড ও পাসের বছর নির্ধারণ করে দিলে ভর্তি রেজাল্ট দেখা যাবে।
উল্লেখ্য, ১ম পর্যায়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ৭/৯/২০২৩ থেকে ১১/৯/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। নিশ্চায়ন ফি ২৩৫/= টাকা।
কারিগরি বোর্ডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন।
আরো জানুন:
BTEB Notice 2023: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ bteb.gov.bd
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ, ভর্তির আবেদন করার নিয়ম
যে সব কোর্সে ডিপ্লোমা, বিএমটি ও ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি করা হবে
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ০৪ (চার) বছর মেয়াদি সরকারি-বেসরকারি ডিপ্লোমাতে যেসব কোর্সে ভর্তি করা হবে-
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং,
ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং,
ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,
ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার,
ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি,
ডিপ্লোমা-ইন-ফিশারিজ, এবং
ডিপ্লোমা-ইন-লাইভস্টক
সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ০২ (দুই) বছর মেয়াদি কোর্সগুলো হলো-
এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি),
এইচএসসি (ভোকেশনাল),
ডিপ্লোমা-ইন-কমার্স ও
সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড।
কারিগরি ভর্তির অনলাইন আবেদন আবেদনের তারিখ
কারিগরি বোর্ডের ডিপ্লোমা, বিএমটি এবং ভোকেশনাল ভর্তি আবেদন শুরু হয়েছে ৯ আগস্ট ২০২৩খ্রি. তারিখ হতে। ১ম পর্যায়ের ভর্তি আবেদন চলবে ৩১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
১ম পর্যায়ের আবেদনকারীদের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ৭/০৯/২০২৩ খ্রি. তারিখে।
১ ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে ৭/৯/২০২৩ থেকে ১১/৯/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। নিশ্চায়ন ফি ২৩৫/= টাকা।
ভর্তি আবেদনের সাথে সাথে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অনলাইনে ভর্তি ফলাফল প্রদর্শিত হবে। ফলাফল পাওয়া সাপেক্ষে নির্ধারিত ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করতে হবে।
উপরোক্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি দিয়ে ভর্তি নিশ্চায়ন না করলে প্রতিষ্ঠান নির্বাচন বাতিল হয়ে যাবে।
কারিগরির বিভিন্ন কোর্সের ভর্তির সময়সূচির বিস্তারিত জানুন ভর্তি বিজ্ঞপ্তি হতে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কারিগরি বোর্ড ভর্তি আবেদন, রেজাল্ট প্রকাশ ও প্রতিষ্ঠান নিশ্চায়ন সম্পর্কে তথ্যগুলো ভালোভাবে জেনে অনলাইনে আবেদন করুন।
কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের লিখে জানান। তথ্যটি সবইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: অনলাইন আবেদন শুরু ১০ আগস্ট
HSC XI Class Online Admission 2023: একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩
তথ্যসূত্র-
আমি ssc ভোকাশনাল থেকে ২০২২ পাশ করেছি, আমি যদি hsc ভোকাশনাল ভতি হতে কেমন পয়েন্ট লাগে।আমি পেয়েছি 4.39
ভোকেশনালের ভর্তি বিজ্ঞপ্তি পড়ে দেখুন। আর আপনার যথেষ্ট পয়েন্ট আছে।
এইচএসসি বিএম এ আবেদন করা হয়েছে, এখন কী নিশ্চয়ন করতে হবে নাকি? নিশ্চয়নের শেষ হবে কয় তারিখে?
কারিগরি ভর্তি রেজাল্টের পর অবশ্যই ভর্তি নিশ্চায়ন করতে হবে। প্রতিবেদনে ভর্তি নিশ্চায়নের তারিখ দেওয়া আছ।
আমি
আমি জেনারেল থেকে এইচ এস সি পাশ করেছি ২০২০ সালে। জিপিএ আছে ৩.২৫। এখন কৃষি ডিপ্লোমা ভর্তি হতে পারব কিনা? জানতে চাই
আমি বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস সি পাশ করেছি ২০২০ সালে জিপিএ ৩.২৫। কৃষি ডিপ্লোমা ভ র্তি হতে পারব কিনা জানতে চাই।
ভর্তি বিজ্ঞপ্তি পড়ে দেখুন।
আমি বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস সি পাশ করেছি ২০২০ সালে জিপিএ ৩.২৫। কৃষি ডিপ্লোমা ভর্তি হতে পারব কিনা জানতে চাই।
Diploma In patient care technologist er circular kobe hoby
কারিগরি বোর্ডে চোখ রাখুন।
আমি দিনাজপুর পলিটেকনিকে সিলেক্টেট হয়েছিলাম।অটো মাইগ্রেশনে রাজশাহী পলিটেকনিক আসছে।আমি অটো মাইগ্রেশন অফ করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না।এখন কিভাবে অফ করব??
কারিগরি ভর্তি ওয়েবসাইটে দেওয়া হেল্প নম্বরে ফোন করে দেখুন।
নতুন করে আবেদন নিবে নাকি
হলে আমাকে জানাবো
প্রথমবার আবেদনে কোনো সাবজেক্ট আসেনি, তাহলে করণীয় কি???