এসএসসি এসাইনমেন্ট নম্বর প্রেরণ (এন্ট্রি) করতে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড

২০২১ সালের এসএসসি পরীক্ষার চলমান এসাইনমেন্ট নম্বর প্রেরণ (বোর্ড ওয়েবসাইটে এন্ট্রি) করতে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ড ওয়েবসাইটে এসএসসি-২০২১ এসাইনমেন্ট নম্বর এন্ট্রি করতে শিক্ষা বোর্ডের নির্দেশ

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট বিষয় শিক্ষকদের, চলমান এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট নম্বর বোর্ড ওয়েবসাইটে এন্ট্রি করতে নির্দেশনা দিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে গিয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, ২০২১ সালের এসএসসির এসাইনমেন্ট নম্বর প্রেরণ করতে হবে।

আর এই লক্ষ্যে বোর্ড প্রতিষ্ঠান প্রধান ও বিষয় শিক্ষকদের সাহায্যের জন্য, মাধ্যমিক পর্যায়ে এসাইনমেন্ট নম্বর এন্ট্রি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে।

এসএসসির চলমান ১ম সপ্তাহের এসাইনমেন্ট নম্বর এন্ট্রি প্রক্রিয়া শুরু হবে ১৬/০৯/২০২১ খ্রি. তারিখ থেকে।

আর ৮ম সপ্তাহ পর্যন্ত এসাইনমেন্টের নম্বর প্রেরণ করতে হবে ২১/১০/২০২১ খ্রি. তারিখের মধ্যে।

নিচের অনুচ্ছেদ থেকে অনলাইনে এসাইনমেন্ট নম্বর এন্ট্রির ঠিকানা, পদ্ধতি ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানুন।

আর জানুন:

এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | SSC-HSC Syllabus 2021

শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে ১২ সেপ্টেম্বর, শ্রেণি ভিত্তিক ক্লাস রুটিনের নির্দেশনা

এসএসসি পরীক্ষার এসাইনমেন্টের নম্বর অনলাইনে প্রেরণের (এন্ট্রি) নির্দেশনা

চলমান সাপ্তাহিক এসএসসির এসাইনমেন্ট নম্বর প্রেরণ করতে হবে ঢাকা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে।

ওয়েবসাইটের ঠিকানা: https://dhakaeducationboard.gov.bd

বোর্ড ওয়েবসাইটের OEMS প্যানেরে গিয়ে লগইন করে Assignment Entry Panel প্রবেশ করে এই এসাইনমেন্ট নম্বর এন্ট্রি করতে হবে।

লগইন ঠিকানা: https://erp.dhakaeducationboard.gov.bd/index.php/auth/login

লগইন করতে প্রতিষ্ঠানের EIIN নম্বর ও  Pasword এর প্রয়োজন হবে। পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত আছে।

প্রতিষ্ঠান প্রধানদের এখান থেকে এসাইনমেন্টের বিষয়ভিত্তিক ফাঁকা নম্বর ফর্দ প্রিন্ট করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে সরবরাহ করতে হবে।

শিক্ষকগণ ফাঁকা ফর্দে ফরমের নির্দেশনা অনুযায়ী তথ্যগুলো পূরণ করতে হবে। সবশেষে সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি শিক্ষার্থীর সপ্তাহ ভিত্তিক এসাইনমেন্ট নম্বর বোর্ডের ওয়েবসাইটে এন্ট্রি করবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষার্থীদের এসাইনমেন্ট নম্বর এন্ট্রির সময় সতর্ক থাকতে হবে যাতে খাতার নম্বর ও এন্ট্রির নম্বরে কোন ভুল না থাকে। কারণ কিছু এসাইনমেন্ট খাতা পরবর্তীতে পুনঃমূল্যায়নের জন্য বোর্ডে প্রেরণ করতে হবে।

এসাইনমেন্ট মূল্যায়ণের ক্ষেত্রে অবহেলা, অতিমূল্যায়ন বা অবমূল্যায়নের ক্ষেত্রে আগে থেকেই শিক্ষকদের সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে শাস্তির কথাও বলা হয়েছে।

এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট নম্বর এন্ট্রির নির্দেশনার বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।

আর পড়ুন: English Version SSC Assignment 2021: ইংরেজী ভার্সন এসএসসি অ্যাসাইনমেন্ট

ঢকা বোর্ড মাধ্যমিক পর্যায়ের এসাইনমেন্ট এন্ট্রির নির্দেশিকা

এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট নম্বর এন্ট্রির নির্দেশনা

এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট নম্বর এন্ট্রির নির্দেশিকা

২০২১ সালের এসএসসি এসাইনমেন্ট নম্বর এন্ট্রি তথা অনলাইনে প্রেরণ করতে অসুবিধা হলে আমাদের জানান। আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

SSC Exam 2021 Assignment: ২০২১ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট

SSC Assignment: ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট

এসএসসি-দাখিল পরীক্ষার রুটিন ২০২১ – SSC-Dakhil Routine 2021

ঢাকা শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন