বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ২৭ মার্চ-১৬ এপ্রিল ২০২৩

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) বিএসসি ইঞ্জিনিয়ারিং স্নাতক প্রথম বর্ষের ভর্তি সার্কুলার (বিজ্ঞপ্তি) প্রকাশ করা হয়েছে।

ভর্তির অনলঅইন আবেদন শুরু হবে ২৯ মার্চ থেকে। প্রাথমিক আবেদন ফি ২০০/= টাকা। ভর্তি পরীক্ষা ২৬ মে ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু ২৭ মার্চ, পরীক্ষা ২৬ মে ২০২৩

বাংলাদেশের আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিএসএমআরএএইউ এর ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত বিএসসি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) প্রকাশ করা হয়।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ৪টি প্রোগ্রামের প্রতিটিতে ৩০ জন করে মোট ১২০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ২৭ মার্চ। ভর্তির অনলাইন আবেদন করা যাবে ১৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৩ খ্রি. তারিখে।

৪ বছর মেয়াদি অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের চার প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রোগ্রাম দুটি হলো-

বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস)।

বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)।

বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস)।

বিএসসি ইন এয়ারক্রাফ্ট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)

ভর্তির প্রাথমিক আবেদনের ঠিকানা: https://www.bsmraau.edu.bd/

আরো জানুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি তথ্য ২০২২-২০২৩

ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২৩: DU Admission 2023

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বিএসসি স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিম্নরূপ-

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে
(গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

২০১৯ বা ২০২০ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০২১ ও ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান এ গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্থলে সর্বমোট জিপিএ ৯.০০ সহ উপরোক্ত পরীক্ষাসমূহের প্রতিটিতে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে সর্বনিম্ন জিপিএ ৪.৫০ প্রাপ্ত হয়েছেন।

অথবা ২০১৮ সালের মে বা তার পরে GEC “0” লেভেল এবং ২০২২ সালের নভেম্বর বা তার পূর্বে GEC A লেভেল পরীক্ষার
ফলাফল প্রাপ্ত হয়েছেন।

প্রার্থী বিজ্ঞান বিভাগ হতে GEC “0” এবং GEC “A” লেভেল /সমমান পরীক্ষায় যথাক্রমে সর্বনিম্ন ৫টি এবং ২টি বিষয়ে অন্তত সর্বমোট ২৭.০০ পয়েন্ট প্রাপ্ত হয়েছেন।

(GEC “A” লেভেল পরীক্ষার বিষয় গুলির মধ্যে অবশ্যই গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন থাকতে হবে)।

অথবা International Baccalaureate (IB) এর কমপক্ষে ০৬ টি বিষয়ে পাঠ্যক্রমের রেটিং (৭, ৬, ৫, ৪) অনুযায়ী
মোট ৩০ পয়েন্ট প্রাপ্ত হয়েছেন। (যে সকল বিষয়ে রেটিং ১, ২ বা ৩ প্রাপ্ত হয়েছেন সেগুলি পয়েন্ট গণনার জন্য বিবেচিত হবে না।)

আরো পড়ুন:

চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২৩: CU Admission 2023

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবণ্টন

সর্বমোট ১০০ নম্বরের ১ ঘন্টা ৩০ মিনিটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত প্রশ্নপত্র হবে।

উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি অনুসারে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী বিষয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি বিষয়ের পূর্ণ মানবণ্টন ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

ভর্তির প্রাথমিক অনলাইন আবেদন ফি

টেলিটক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত)। ফি প্রদানের শেষ তারিখ ও সময় ১৮ এপ্রিল রাত ১২টা।

যোগ্যদের প্রার্থীদের তালিকা প্রকাশ

২৫ এপ্রিল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য প্রার্থীদের আবার পরীক্ষার ফি বাবদ ৫৫০/= টাকা পরিশোধ করতে হবে।

যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড বা উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে ২৫ এপ্রিল থেকে ৭ মে তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ, স্থান ও তারিখ ২০২৩

ভর্তি পরীক্ষা ২৬ মে শুক্রবার সকাল ৯:৩০ মিনিট হতে ১১;৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা লালমনিরহাট সহ মোট ২টি কেন্দ্রে ভতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ ১১ জুন।

এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে ভর্তি পরীক্ষার সংক্রান্ত তথ্য জানুন।

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩

লক্ষ্য করুন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

আরো দেখুন:

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩: ভর্তির যোগ্যতা ও পরীক্ষার সময়সূচী

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ (স্নাতক অনার্স ১ম বর্ষ)

তথ্যসূত্র:

বিএসএমআরএএইউ ওয়েবসাইট

Share This:

5 Comments

    1. ভর্তি বিজ্ঞপ্তিতে এবিষয়ে স্পষ্ট উল্লেখ নেই। তবে জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে প্রশ্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে অনুমান করা যাচ্ছে প্রশ্ন সাধারণ নিয়মে হবে। ধন্যবাদ।

  1. প্রশ্ন ইংলিশে হয়?
    বিষয়ভিত্তিক মানবন্টনটা জানতে চাই,,
    অনলাইনে বিগত বছরের প্রশ্ন দেখা যাবে?
    ইউনিট কয়টা? এবং কি কি সাবজেক্ট আছে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 19 =