ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড়

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২৪ মাসের বেতন এর চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে বেতন-ভাতা হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে। ৬ জুন তারিখের পর হতে বেতন উত্তোলন করা যাবে।

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ছাড়

দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে ০৪/০৬/২০২৪ খ্রি. তারিখে ইবতেদায়ী মাদ্রাসার বেতন-ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইবতেদায়ী শিক্ষকের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০২৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসের বেতনের সমুদয় অর্থ, ০৬/০৬/২০২৪ খ্রি. তারিখের পর থেকে ব্যাংক থেকে উত্তোলন করা যাবে।

ইবতেদায়ী মাদ্রাসার এপ্রিল মাসের চেক ছাড়ের নোটিশ

 

বিঃ দ্রঃ– উপরোক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তিতে স্মারক নম্বর উল্লেখ আছে। প্রয়োজনে বেতনের চেক হস্তান্তরের স্মারক নম্বর দেখুন।

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার এপ্রিল মাসের এমপিও শিট

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট মাসের এমপিও শিট পাওয়া যাবে মাদ্রাসা অধিদপ্তরের গুগল ড্রাইভ থেকে। নিচের লিংক থেকে এমপিও শিটের কপি পাওয়া যাবে।

https://drive.google.com/drive/folders/1cTmS6htyyri2FWF_lyyX-2uLEuS2bU5H?usp=sharing

ইবতেদায়ী মাদ্রাসার বেতন-ভাতার চেক ছাড় সম্পর্কে আরো জানতে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Madrasha MPO Notice: কোথায়, কীভাবে দেখবেন?

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন