২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ২৬ মে থেকে ভর্তি আবেদন ফরম পূরণ শুরু হবে।
এইচএসসি সমমান ১ম বর্ষে ভর্তি আবেদন করা যাবে ১১ জুন পর্যন্ত। কলেজ ভর্তির নীতিমালা সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৪: কলেজ ভর্তি নীতিমালা 2024 pdf
সূচীপত্র...
শিক্ষা মন্ত্রণালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির কলেজ ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। ১৫ মে তারিখে মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার পিডিএফ কপি প্রকাশ করা হয়।
প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায়, ভর্তি আবেদনের সময়সূচি, ভর্তি ফলাফল ও কলেজ নিশ্চায়নের তারিখ প্রকাশ করা হয়েছে।
ভর্তি নীতিমালায় যেসব সালের এসএসসি সমমান শিক্ষার্থীরা এবারের একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া ভর্তি মেধাক্রম নির্ধারণের পদ্ধতি, আবেদন ও নিশ্চায়ন ফি সহ কলেজে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে প্রকাশিত ভর্তি নীতিমালায়।
বরাবরের মত শুধুমাত্র অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হবে। ১ম দফার ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ২৬ মে থেকে ১১ জুন ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি ১৫০/= টাকা।
কলেজ এইচএসসি ১ম বর্ষ ভর্তি আবেদনের সময়সূচি
এইচএসসি সমমান একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হবে ২৬ মে তারিখ থেকে। ১ম দফার অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ চলবে ১১ জুন ২০২৪ খ্রি. তারিখ পর্য্ন্ত।
উপরোক্ত সময়ের মধ্যে যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষনের আবেদন করেছেন তাদের ভর্তি আবেদন করতে হবে।
সর্বনিম্ন ৫টি আর সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠান নির্বাচন করে ভর্তি আবেদন করা যাবে। আবেদনের জন্য ১৫০/=টাকা আবেদন ফি জমা দিতে হবে।
৩৩৫/= টাকা বোর্ড ফি পরিশোধ করে কলেজ নিশ্চায়ন করতে হবে। কলেজ নিশ্চায়ন না করলে, কলেজ নির্বাচন বাতিল হয়ে যাবে।
১ম দফার পর দুই দফা ভর্তি আবেদন গ্রহণ করা হবে এবং ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে। কলেজের একাদশের ভর্তি আবেদনের সময়সূচি সম্পর্কে আরো জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
অনলাইনে কলেজের ভর্তির আবেদন ফরম পূরণের ঠিকানা
একাদশ শ্রেণির ভর্তি আবেদন কেবলমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ডের দাপ্তরিক ভর্তি ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে।
নিচের ওয়েবসাইট থেকে একাদশ শ্রেণির ভর্তি আবেদন গ্রহণ, রেজাল্ট প্রকাশ সহ ভর্তি সকল কার্যক্রম পরিচালিত হবে।
http://xiclassadmission.gov.bd/
আরো পড়ুন:
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম (ফি ও অনলাইন আবেদন)
একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট দেখার নিয়ম (১ম মেধাতালিকা ফলাফল)
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা 2024: কলেজ এইচএসসি ১ম বর্ষ ভর্তি নীতিমালা ২০২৪
অনলাইনে কলেজ সমমান প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। ১৫ মে তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, একাদশের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়।
ভর্তি নীতিমালায় অনলাইনে আবেদন, ফি-এর হার সহ সকল বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে। নিচের যুক্ত কলেজ ভর্তি নীতিমালা হতে ভর্তি আবেদনের বিস্তারিত তথ্য জানুন।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশে ভর্তি আবেদন করার আগে কলেজ ভর্তি নীতিমালা ভালো ভাবে পড়ে নিন।
কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
HSC XI Class Online Admission 2024: একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৪
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: অনলাইন আবেদন শুরু ২৬ মে
তথ্যসূত্র-
আমি CCS তে ৩.৮৯ পেয়েছি আমি কি Politecnical এ ভর্তি হতে পারবো?
সরকারী পলিটেকনিকে না হলে বেসরকারিতে হতে পারবেন।
১ম দিকে ঢাকায় ভর্তি হওয়ার ইচছা ছিলনা।বর্তমানে ঢাকা কলেজ,রেসিডেন্সিয়াল কলেজ,রাজউক উত্তরা মডেল কলেজ এ ভর্তি হতে চাইলে করনীয় কি জানতে চাই।
১ম বার আবেদন যেহেতু করিনাই সেক্ষেত্রে ২য় বার আবেদনের সময় সিট খালি থাকবে কি?
উল্লেখ্য আমি জিপিএ ৫ পেয়েছি, আমার সর্বমোট নাম্বার -১২০৫.
দ্বিতীয়বার আবেদন করলে সিট পেলেও পেতে পারেন। কারণ অনেক শিক্ষার্থী নিশ্চায়ন করবে না।
দ্বিতীয়বার আবেদন কত তারিখ থেকে
১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।