একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ, ভর্তির আবেদন করার নিয়ম

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ৮ ডিসেম্বর থেকে ভর্তি আবেদন ফরম পূরণ শুরু হয়েছে।
এইচএসসি সমমান ১ম বর্ষে ভর্তি আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে কলেজে ভর্তির আবেদন করার নিয়ম জানুন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ, ভর্তির আবেদন করার নিয়ম
সূচীপত্র...
শিক্ষা মন্ত্রণালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। ৭ ডিসেম্বর তারিখে মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে ভর্তি নীতিমালার পিডিএফ কপি প্রকাশ করা হয়।
প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায়, ভর্তি আবেদনের সময়সূচি, ভর্তি ফলাফল ও কলেজ নিশ্চায়নের তারিখ প্রকাশ করা হয়েছে।
ভর্তি নীতিমালায় যেসব সালের এসএসসি সমমান শিক্ষার্থীরা এবারের একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া ভর্তি মেধাক্রম নির্ধারণের পদ্ধতি, আবেদন ও নিশ্চায়ন ফি সহ কলেজে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে প্রকাশিত ভর্তি নীতিমালায়।
বরাবরের মত শুধুমাত্র অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হবে। ১ম দফার ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
এইচএসসি একাদশে ভর্তি আবেদনের সময়সূচি
এইচএসসি সমমান একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়েছে ৮ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার থেকে। ১ম দফার অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ চলবে ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার পর্য্ন্ত।
উপরোক্ত সময়ের মধ্যে যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষনের আবেদন করেছেন তাদের ভর্তি আবেদন করতে হবে।
সর্বনিম্ন ৫টি আর সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠান নির্বাচন করে ভর্তি আবেদন করা যাবে। আবেদনের জন্য ১৫০/=টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই করা হবে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। কলেজ পছন্দক্রম পরিবর্তন করা যাবে ৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ শনিবার রাত ৮ টার সময়।
প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে, ১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ থেকে ৮ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখের মধ্যে।
৩২৮/= টাকা বোর্ড ফি পরিশোধ করে কলেজ নিশ্চায়ন করতে হবে। কলেজ নিশ্চায়ন না করলে, ১ম দফার কলেজ নির্বাচন বাতিল হয়ে যাবে।
১ম দফার পর দুই দফা ভর্তি আবেদন গ্রহণ করা হবে এবং ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে। কলেজের একাদশের ভর্তি আবেদনের সময়সূচি সম্পর্কে আরো জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
অনলাইনে কলেজের ভর্তির আবেদন ফরম পূরণের ঠিকানা
একাদশ শ্রেণির ভর্তি আবেদন কেবলমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ডের দাপ্তরিক ভর্তি ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে।
নিচের ওয়েবসাইট থেকে একাদশ শ্রেণির ভর্তি আবেদন গ্রহণ, রেজাল্ট প্রকাশ সহ ভর্তি সকল কার্যক্রম পরিচালিত হবে।
http://xiclassadmission.gov.bd/
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা 2022-2023
অনলাইনে একাদশ সমমান শ্রেণির ভর্তি আবেদনের নীতিমালা প্রকাশ করা হয়েছে। ভর্তি নীতিমালায় অনলাইনে আবেদন পদ্ধতি, ফি পরিশোধ সহ সকল বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে।
নিচের যুক্ত ভর্তি নির্দেশিকা হতে ভর্তি আবেদনের বিস্তারিত তথ্য জানুন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন করার আগে এর নিয়ম নীতি সম্বলিত নির্দেশিকা ভালো ভাবে পড়ে নিন। কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
HSC XI Class Online Admission 2023: একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩
এইচএসসি-আলিম ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: একাদশ শ্রেণীর ভর্তি আবেদন
তথ্যসূত্র-