২০২৩ সালের এইচএসসি-আলিম ১ম বর্ষ ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ০৮:০০ টায় সময় প্রকাশ করা হবে।
মোবাইল এসএমএস ও অনলাইনে কলেজ-মাদ্রাসার এইচএসসি-আলিম একাদশের ভর্তি রেজাল্ট জানতে প্রতিবেদনটি পড়ুন।
এইচএসসি-আলিম ভর্তি রেজাল্ট প্রকাশ: কলেজ নিশ্চায়নের শেষ তারিখ
সূচীপত্র...
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি-আলিমের ভর্তির ১ম পর্যায়ের মেধা তালিকার ফল ৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার রাত ৮টার সময় প্রকাশ করা হবে। মোবাইল মেসেজ ও অনলাইনে এই ফলাফল জানা যাবে।
ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস (SMS) এর মাধ্যমে ভর্তির রেজাল্ট, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এছাড়া এইচএসসি আলিমের ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) থেকে ভর্তির রেজাল্টের বিস্তারিত জানা যাবে।
অনলাইনে উপরোক্ত ঠিকানায় গিয়ে, ভর্তিচ্ছু শিক্ষার্থীর বিগত এসএসসি সমমান পরীক্ষার তথ্য দিয়ে কলেজ সিলেকশন রেজাল্টের বর্তমান অবস্থা জানা যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।
উল্লেখ্য, একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দক্রম ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র কলেজে নির্বাচিত হবে ।
এইচএসসি-আলিম ভর্তি রেজাল্ট পরবর্তী নিশ্চায়ন করার তারিখ
এইচএসসি-আলিমের ভর্তি রেজাল্টের পর যেসব শিক্ষার্থী কোন একটি কলেজ/মাদ্রাসায় নির্বাচিত হবেন, তাদের কলেজ নিশ্চায়ন করতে হবে।
নিশ্চায়ন ফি ৩৩৫/= টাকা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পরিশোধ করে এই নিশ্চায়ন শিক্ষার্থীদের নিজ থেকে করতে হবে। নিশ্চায়ন করলে পরবর্তীতে কেবলমাত্র সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে।
১ম দফার কলেজ নিশ্চায়ন করা যাবে ৭-১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে কলেজ নিশ্চায়ন না করলে কলেজ সিলেকশন রেজাল্ট বাতিল হয়ে যাবে।
কোন শিক্ষার্থী কলেজ সিলেকশন পেয়েও নিশ্চায়ন না করলে ভর্তি রেজাল্ট বাতিল হবে। তবে এরপর আরো দুই ধাপে ভর্তি আবেদন গ্রহণ করা হবে।
কলেজ নিশ্চায়ন করা শিক্ষার্থীদের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে ২৬/০৯/২০২৩ তারিখ থেকে থেকে ০৫/১০/২০২৩ খ্রি. তারিখের তারিখের মধ্যে।
৮ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ হতে এইচএসসি-আলিম ১ম বর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
কলেজ নিশ্চায়ন সহ ভর্তির যাবতীয় প্রক্রিয়ার সময়সূচি দেখুন নিচের যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি থেকে।
আরো জানুন:
একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি ২০২৩ (সরকারি, এমপিও, নন-এমপিও)
কলেজ ভর্তির নীতিমালা ২০২৩: একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা 2023
এইচএসসি ১ম বর্ষ ভর্তি রেজাল্ট ২০২৩: পরবর্তী কার্যক্রমের সময়সূচি
বোর্ডের এইচএসসি-আলিম ১ম বর্ষ অনলাইন আবেদন, ভর্তি ফল প্রকাশ, কলেজ নিশ্চয়ন সহ সকল প্রকার ভর্তি কার্যক্রমের সময়সূচি দেখুন ভর্তি বিজ্ঞপ্তির ৬.০ নম্বর অনুচ্ছেদ থেকে।
সতর্কতা: একাদশের ভর্তির সময়সূচির পরিবর্তিত হতে পারে। পরিবর্তিত দিন তারিখে সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে ভর্তি ওয়েবসাইটে প্রতিনিয়ত চোখ রাখুন।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি-আলিম ১ম বর্ষ ভর্তি রেজাল্ট প্রকাশের তারিখ ও কলেজ নিশ্চায়ন বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
HSC XI Class Online Admission 2023: একাদশ শ্রেণির ভর্তি ২০২৩
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: অনলাইন আবেদন শুরু ১০ আগস্ট
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ১০/০৮/২০২৩ খ্রি. তারিখ ০৯:১৫ অপরাহ্ন।
আমি মাইগ্রেশন করার অপশন পাচ্ছি না। অনুগ্রহ পূর্বক সাহায্য করুন।
মাইগ্রেশন অটো হবে। আপনাকে শুধু নির্বাচিত কলেজে নিশ্চায়ন করতে হবে। আর কিছুই করতে হবে না। উপরের দিকে নির্বাচিত কলেজে সুযোগ থাকলে অটো মাইগ্রেশন হবে। ধন্যবাদ।
বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান ধর্ম
You (Roll:271882) are selected {EIIN:117807,Humanities}S.CODE=575561. Congratulations! Pay Tk 328 by 08.01.23 at 8:00 PM to confirm admission – Board
একাদশ শ্রেণিতে তয় আবেদন করার কি সুযোগ আছে।
৩য় বারের মত ভর্তি আবেদন করার সুযোগ আছে।