এইচএসসি পরীক্ষার নতুন মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২
২০২২ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নের নতুন মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড এইচএসসির MCQ ও CQ প্রশ্নপত্রের পূর্ণমান ও সময় বিভাজন সম্পর্কে জানুন।
এইচএসসি পরীক্ষার প্রশ্নের নতুন মানবন্টন, পূর্ণমান, সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২
দেশের সকল সাধারণ ৯টি শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার বিষয়, প্রশ্নের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২ প্রকাশ করা হয়েছে।
ঢাকা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহবায়ক প্রফেসর তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, এবছরের এইচএসসিতে যে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মনবন্টন প্রকাশ করা হয়েছে।
এই নম্বর বিভাজন ঢাকা, রাজশাহী, কুমিলা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও মনমনসিংহ বোর্ডের জন্য প্রযোজ্য হবে।
লক্ষ্য করুন: এরই মধ্যে ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এসএসসি-দাখিলের রুটিন সংগ্রহ করতে নিচের প্রতিবেদন পড়ুন।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (SSC Routine PDF Download 2022)
মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (Dakhil Routine PDF 2022)
সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার বিষয়, প্রশ্ন সংখ্যা ও প্রশ্নপত্রের মানবণ্টন ২০২২
২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ আগস্ট থেকে। এর আগে পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। পরীক্ষার ফরমপূরণ শুরু ৮ জুন ২০২২ খ্রি. তারিখ থেকে।
সকল বোর্ডের এইচএসসিতে কেবলমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এইচএসসির পরীক্ষার্থীদের একটি বিষয় ছাড়া, চতুর্থ বিষয় সহ সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে-
বাংলা, ইংরেজী, গ্রুপ (বিভাগ) ভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় এবং চতুর্থ বিষয়। মোট ৬ বিষয় ও ১২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।
পূর্ববর্তী পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে, আইসিটি বিষয়ের রেজাল্ট মূল্যায়ন করা হবে বরে বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার প্রশ্নের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২
ব্যবহারিক বিষয় বাদে প্রতিটি প্রশ্নপত্রের পূর্ণমান হবে ৫৫ নম্বরের। এর মধ্যে MCQ/ নৈর্ব্যত্তিক ১৫ নম্বরের, সময় থাকবে ২০ মিনিট। আর CQ /রচনামূলক ৪০ নম্বরের সময় বরাদ্দ থাকবে ০১ ঘন্টা ৪০ মিনিট।
ব্যবহারিক বিষয় সমূহে MCQ/ নৈর্ব্যত্তিক ১৫ নম্বরের আর সময় থাকবে ২০ মিনিট। CQ /রচনামূলক ৩০ নম্বর আর সময় থাকবে ১ঘন্টা ৪০ মিনিট।
তবে বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বর ও ইংরেজির দুই পত্রে ৫০ নম্বর করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
এবারের এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় ও পত্রের পরীক্ষা মোট ২ ঘন্টা সময় ব্যাপী একটানা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোন প্রকার বিরতি থাকবে না।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় বিষয় ভিত্তিক পরীক্ষার সময় ও নম্বর বিভাজন দেখুন নিচের যুক্ত রাজশাহী বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।
সকল বোর্ডের এইচএসসির নম্বর বন্টন একই থাকবে। তাই রাজশাহী বোর্ডের নম্বর বিভাজন নির্দেশিকা সংগ্রহ করলে সকল বোর্ডে ক্ষেত্রে প্রযোজ্য হবে।
উপরের ছবিতে এইচএসসির নম্বর বন্টন দেখতে সমস্যা হলে, বোর্ডের অরিজিনাল পিডিএফ কপি সংগ্রহ করুন এখান থেকে।
উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ২০ ফেব্রুয়ারি বাংলা ও ইংরেজী বিষয়ের সিলেবাস আরো সংক্ষিপ্ত করে প্রকাশ করেছে।
এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস: SSC-HSC Short Syllabus 2022
এসএসসি-এইচএসসি বাংলা ইংরেজী সংক্ষিপ্ত সিলেবাস ২০২২
২০২২ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন সম্পর্কে আরো জানার থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ০৩/০৫/২০২২ খ্রি. তারিখ ০৭:৫৭ অপরাহ্ন।
সব মিলিয়ে আমাদের ২ ঘন্টা সময় দিলে ভালো হতো। MCQ ২০ মিনিট দিলে আর CQ ১.৪০ মিনিট সময় দিলে। মোট ২ ঘন্টা।
মতামতের জন্য ধন্যবাদ।
ভালো বলেছেন মহামান্য ১০০%
কেউ বলতে পারবেন কত পেলে পাশ
আগের নিয়মে পাশ। ৫০ নম্বরের পরীক্ষায় পেতে হবে ১৭ নম্বর।
ঠিক বলেছেন
আগে যে ২ঃ৩০ ঘন্টা ৭টা লিখতেন? অটোপাশ চাই না বইলা বইলা এক্সাম নিছেন এখন আবার সময় নিয়া কথা বলেন কেন। সময় ঠিকই আছে
আপনারা কি সিউর??
সহমত
আমার রসায়ন ১ম পত্রের পরীক্ষায় CQ এ ১৫ পাবো কিন্তু রসায়ন ২য় পত্রে ৩ পাবো তাতে কি আমি পাশ করবো
১ঃ২০ মিনিটসময়ে মধ্যে তিনটি লেখা খুবকঠি, MCQ ঠিকআছে
মতামতের জন্য ধন্যবাদ।
২বছর ঘর বন্দি থাকা জং ধরা ছাত্র-ছাত্রীদের আধা ঘণ্টা সময় বেশি দিলে সেটা যুগ উপযোগী সিদ্ধান্ত।।
ঠিক আছে
সহমত
পাস কি mcq আর প্রশ্নে আলাদা আলাদা
দুই পত্রের এমসি্কিউ আর সৃজনশীল প্রশ্নপত্র মিলে ভিন্ন ভিন্ন পাস। ধন্যবাদ।
সংক্ষিপ্ত সিলেবাসের বাহির থেকে কোন প্রশ্ন আসবে কি না? কেউ জানাবেন দয়া করে?
আসার কথা না।
কতো পেলে পাস এইটাও উল্লেখ করলে ভালো হতো
Mone hoy 16_17 pele pass..mcq 6/7….cq 10/11
আমাদের হিসাববিজ্ঞান এর ‘ক’ বিভাগ থেকে বাধ্যাতামুলক করা লাগবে, নাকি যে কোন ৩ টা কেও জানলে সঠিক নিউজ টা দিয়েন প্লিজ
বিষয়টি নিয়ে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
যে কোনো ৩ টা প্রশ্নের উত্তর দিতে হব।
লিখিত কত পেলে পাস
আগের নিয়মে পাস। শুধু প্রশ্নের নম্বরকে বিজ্ঞপ্তির আগের নম্বরে রূপান্তর করুন।
সৃজনশীল প্রশ্ন আসবে নাকি রচনামূলক প্রশ্ন আসবে?
কোন বিষয়ে কেমন প্রশ্ন থাকবে তা বিজ্ঞপ্তি থেকে দেখে নিন। এবারের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ণ বিগত বছরের ন্যায় হবে। শুধু উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা ও সময় কমবে। ধন্যবাদ।
অবশ্যই সৃজনশীল হবে।
MCQ কি ৩০টি থাকবে তার মধ্যে যেকোনো ১৫টি দিতে হবে। নাকি ১৫টি আসবে?
বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। কতটি প্রশ্ন থাকবে এবং কতটির উত্তর দিতে হবে তা বিষয় ভিত্তিক উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ।
পরীক্ষার নামে আমাদের সাথে প্রতারণা করতেছে শিক্ষা মন্ত্রী
মতামতের জন্য ধন্যবাদ।
আমাদের মানবিক এর ৪৫ মার্কস এর পরীক্ষা আমাদের a+ এর জন্য ৪৫ এর মধ্যে কত নম্বর পেতে হবে সেটা জানালে ভালো হতো
৪৫ নম্বরকে ১০০ নম্বর বিবেচনা করে আগের মতই জিপিএ নির্ধারণ করা হবে। ধন্যবাদ।
ফিজিক্স ১ম পত্রে mcq te ২ ও ২য় পত্রে ৮ পেলে তাহলে কি পাস হবে…Hsc 2021 … Mcq 12 hisabe….
দুই পত্রে পাস হলে হবে। ধন্যবাদ।
আমার সেম প্রশ্ন
HSC আমি পদার্থ বিজ্ঞান ফাষ্ট পেপার এ McQ এ 3 পাইছি ।2nd part a 6 paile pas Hobe ki?
খুব সম্ভবত দুই পত্রে পাস। এবিষয়ে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষককের সাথে যোগাযোগ করে তথ্য নিতে পারেন। ধন্যবাদ।
Amr sam2 quesen
পদার্থবিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা আলাদা প্লাস পাইতে হবে?
দুটি পত্র মিলে রেজাল্ট তৈরী করা হয়-এমনটাই জানি। এবিষয়ে সুস্পষ্ট তথ্য পেতে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
এইচএসসি পরিক্ষার ফলাফল ১ম ও ২য় পত্রের সমন্বয়ে তৈরি হবে কিনা?
বিগত সালের রেজাল্টে এমনটায় দেখা গেছে। ধন্যবাদ।
১ম ও ২য় পত্র মিলে কি একসাথে A+ পেতে হবে?
নাকি আলাদা আলাদা ভাবে
দুই পত্র মিলে এ+। পাসের ক্ষেত্রে নৈর্ব্যক্তিক ও সৃজনশীল ভিন্ন ভিন্ন পাস করতে হবে। ধন্যবাদ।
Science ar 2 paper ar mcq mile ki pass hobe??
হ্যা, দুই পত্রের এমসিকিউ মিলে পাশ।
Amar physics ar 1st paper a 3ta hoyece..tai vison depression a aci..tai jante cacchi.
রসায়ন ১ম পএে cqতে ১৫কিন্তু mcq তে ৩। এখন পাশ কি দিবে
দুই পত্র মিলে পাস-এমনটি আমরা জানি। তবে সঠিক তথ্য পেতে বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন।
Islamic History 1st er MCQ, CQ & Islamic History 2nd er MCQ, CQ 2ti miliya koto pailea পাশ। এবং potiti subject a alada, alada korea পাশ korte hobea na ki, Mcq er ketre 2ta subject a miliy 10 pailea পাশ naki, & CQ ketre 2ti subject miliya 20 pailea পাশ na ki,
HSC 2021
আগে নিয়মে ৩৩% নম্বর পেলে পাস। ধন্যবাদ।
বিঙ্গান বিভাগের কোনো শিক্ষার্থী যদি ব্যবহারিক খাতা তার অধ্যায়নরত কলেজে জমা না দেই ,তাহলে সে কি ফেল করবে?
তাকে কত নম্বর দেওয়া হবে?
জমা দিতে হবে। ব্যবহারিকে সাধারণত পৃথক ভাবে পাস করতে হয়। এই বিষয়ে আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ধন্যবাদ।
এইববছর কি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে A+ দেওয়া হবে ? নাকি আলাদা করে প্রতিটি পত্রে A+ পেতে হবে ?
আগের নিয়মে রেজাল্ট হবে বলে এখন পর্যন্ত তথ্য আছে। ধন্যবাদ।
রসায়ন ১ম পএের
mcq te 3পাইছি এখন পাশ কি হবে??
২য় পত্রে ভালো করলে সমস্যা হবে না। ধন্যবাদ।
দুই পত্রে আলাদা আলাদা পাস করতে হবে নাকি দুই পত্র মিলিয়ে পাস করতে হবে
দুই পত্র মিলিয়ে পাস। তবে এমসিকিউ ও সৃজনশীলে পৃথকভাবে পাস করতে হবে। ধন্যবাদ।
১২ বহুনির্বাচনীতে ভুলে ১৫ টা দাগিয়ে ফেললে সমস্যা হবে
সে ক্ষেত্রে প্রথম ১২ টা গণনা করা হবে। কিংবা আপনার প্রদানকৃত ১৫ টি উত্তরের মধ্যে সর্বচ্চো সংখ্য সঠিক উত্তর গুলো মূল্যায়ন করা হবে।এমনটি শিক্ষা উপমন্ত্রী নেহাল বলেছেন।
আমি রসায়ন ১ম পত্রে MCQ তে ১০ পেয়েছি কিন্তু ২য় পত্রতে ৩ এখন আমি কী পাশ করব।
আমাদের জানা মতে, দুই পত্র মিলে পাস। ধন্যবাদ।
সব ঠিক আছে তবে আমার একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে। এইস এসসি পরিক্ষার খাতার নম্বর কিভাবে দেওয়া হবে। অর্থাৎ কয়টি বিষয় দেখে নম্বর দেয়া হবে।এসএস এস পরীক্ষার রেজাল্ট অনুযায়ী কি রেজাল্ট হবে দয়া করে জানাবেন কেউ।
যে সব বিষয়ের পরীক্ষ অনুষ্ঠিত হয়নি, সেসব বিষয়ের নম্বর পূর্ববর্তী পরীক্ষার থেকে নেওয়া হবে। আর সেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেসব বিষয়ের পূর্ণ নম্বর ১০০ বিবেচনা করে দেওয়া হবে। ধন্যবাদ।
আমাদের এইচএসসিদের অপশনাল বিষয়ের নম্বর কিভাবে দেওয়া হবে? আমাদের যাদের এসএসসি তে অপশনাল বিষয় ছিল জীববিজ্ঞান কিন্তু এইচএসসি তে গনিত সেক্ষেত্রে কিভাবে নম্বর দেওয়া হবে। এবং যদি কোন শিক্ষার্থী ১৫৯ পেয়ে থাকেন তাকে বোর্ড কর্তৃপক্ষ ১ নম্বর দিয়ে A+ দিয়ে দিবে। অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষের হাতে কি কোন নম্বর থাকে? যদি থাকে তাহলে সেটা কতটুকু পর্যন্ত বরাদ্দ?
এই বিষয়গুলোতে বোর্ড বা মন্ত্রণালয় দাপ্তরিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি। তবে এবিষয়ে নিশ্চয় কোন পলিসি আছে যার ভিত্তিতে বিষয়গুলোতে নম্বর দেওয়া হবে। ধন্যবাদ।
এইচএসসি তে এবার বাংলা,জীববিজ্ঞান(৪র্থ বিষয়), উচচতর গণিত (মেইন বিষয়) এ এ+ না থেকে যদি এ থাকে তাহলে জিপিএ ৫ পাওয়া সম্ভব?
এবিষয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয়। তবে সকলের একই নিয়মে রেজাল্ট প্রকাশ করা হবে। ধন্যবাদ।
আমি পদার্থবিজ্ঞান১ম পত্রে mcq ১০
হইছে,,২য় পত্রে mcq ৩ হইছে,,,
আমি কি পাস করব?? দয়া করে উত্তরটা জানাবেন
এমসিকিউতে দুই পত্র মিলে পাস করতে হবে। এবার হিসাব করুন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আমি এইচএসসি পরীক্ষা ২০২১ এর একজন সাধারণ পরীক্ষার্থী, এখানে আমার একটি প্রশ্ন রইলো, আশা করি উওর পবো।
প্রশ্নটা হলো যে এইচএসসি পরীক্ষা ২০২১ ১ম ও ২য় পএ মিলে কি পাস নাকি আলাদা আলাদাভাবে পাস করতে হবে।
আমি বলতে চাচ্ছি ১ম+২য় লিখিত এবং ১ম+২য় নৈর্ব্যত্তিক মিলে পাস নাকি?
প্লিজ জানাবেন।
আসলে এই বিষয়ে তথ্য দেওয়ার মত কোন বিশ্বস্ত সূত্র নেই। তবে দুই বিষয়ে পাস- এমনটাই জানা আছে আমাদের। আপনি এবিষয়ে নিশ্চিত তথ্য পেতে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
এইচ এস সি তে যদিmcq এ 15 পাওয়া যায় তাহলে cq তে মার্ক কত পেলে A+ হবে
আগের নিয়মে হিসাব করতে হবে। শুধু কত নম্বর কততে রূপান্তর করতে হবে তার হিসাব করতে হবে। বিজ্ঞপ্তিতে এবিষয়ে তথ্য আছে। ধন্যবাদ।
CQ te ki 2 paper Mila pass korte hobe??? CQ+CQ
Maybe economics 1st paper kharap hyejay ,,,thle ki 2nd paper er no add kora hbe? Koto mark a pass written a
অথর্নীতি তে ১ম পএে খারাপ হলে কি ২য় পএের নাম্বার যোগ করা হবে,দুইটা মিলে পাশ? দুইটা মিলে কত পেতে হবে?
অথবা পদার্থ ১ম এ অকৃতকার্য হয়েও পদার্থ ২য় এ ভাল নাম্বার পেলে কি দুইটা মিলে কি পাশ করব??
আমি মুজাহিদ হোসেব আমি এইচ এস সি ২০২১ পরীক্ষা দিয়েছি আল্লহামদুলিল্লাহ সব পরিক্ষা ভালো হয়েছে কিন্তু ইসলামের ইতি হাস ১ম পত্র আমি সেট কোড ভুল লিখে আসি সেই উনুযাই আমার ২ টা mcq ঠিক হয় আর আমার ২য় পত্র ১৩টা ঠিক হয়েছে। আমি খুব চিন্তায় আছি আমি কি ফেল করবো না পাস করবো কেউ যদি সঠিক টা জানেন প্লিজ বলবেন
এ বিষয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়। দুই পত্রে ১৫টি নৈর্ব্যত্তিক সঠিক হলে পাশের সম্ভাবনা আছে। ধন্যবাদ।
আমি রসায়ন ১ম পত্রে MCQ তে ৩ পেয়েছি কিন্তু ২য় পত্রে ৯ এখন আমি কী পাশ করব উওরটা জানাবেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
এই বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। তবে MCQ দুই পত্রে পাশ হলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আছে।
ভাই আমি ম্যাথ ১ম পত্রে cq তে ১৪ পাইছি কিন্তু ২য় পত্রে ৪ পাইছি তাহলে কি পাস আসবে ।
chemistry 1st part a mcq 3/4 ta hoba kintu 2nd part a 11 ta hoisa pass asba ki naki faile asba kindly aktu bolben?
এবিষয়ে নিশ্চিতভাবে জানতে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা শুনেছি, দুই পত্র মিলে পাশ হয়। যদিও এবিষয়ে আমরা নিশ্চিত নই। ধন্যবাদ।
HSC 22 এর কয়টি mcq এর মধ্যে ১৫ টি উত্তর করতে হবে? ১৫ টির মধ্যে ১৫ টি নাকি ২৫ টির মধ্যে ১৫ টি ? ( বিজ্ঞান বিভাগ )
২৫টির মধ্যে ১৫টির।
ব্যবহারিক পরীক্ষার মানবণ্টন কি?
ব্যবহারিক পরীক্ষা কীভাবে নেয়া হবে?
মানবিক এবং বিজ্ঞান বিভাগ এর MCQ কয়টা থাকবে ২৫ টা নাকি ১৫ টা??
প্রতিবেদনে যুক্ত বোর্ডের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। এখানে আপনার সকল প্রশ্নের উত্তর আছে।
প্রতিবেদনে তো উত্তর পাইলাম না।
অনুগ্রহ করে যদি একটু আপনি উত্তর গুলো দিতেন খুব উপকৃত হতাম।
এসএসসি পরীক্ষার মানবন্টন প্রতিবেদনে যুক্ত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
কয়টা সৃজনশীল প্রশ্ন থেকে ৩ টার উত্তর দিতে হবে?
আগে ৮ থেকে ৫ টার উত্তর দিতে হতো
প্রতিবেদনে যুক্ত বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন। আর এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।