এইচএসসি পরীক্ষার নতুন মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

এইচএসসি পরীক্ষার মানবন্টন ২০২১

২০২২ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নের নতুন মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড এইচএসসির MCQ ও CQ প্রশ্নপত্রের পূর্ণমান ও সময় বিভাজন সম্পর্কে জানুন।

এইচএসসি পরীক্ষার প্রশ্নের নতুন মানবন্টন, পূর্ণমান, সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

দেশের সকল সাধারণ ৯টি শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার বিষয়, প্রশ্নের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২ প্রকাশ করা হয়েছে।

ঢাকা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহবায়ক প্রফেসর তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

৩০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, এবছরের এইচএসসিতে যে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানবন্টন প্রকাশ করা হয়েছে।

এই নম্বর বিভাজন ঢাকা, রাজশাহী, কুমিলা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও মনমনসিংহ বোর্ডের জন্য প্রযোজ্য হবে।

শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। সর্বশেষ সংশোধিত পরীক্ষার সময়সূচি দেখতে নিচের প্রতিবেদনগুলো পড়ুন।

এইচএসসি পরীক্ষার রুটিন 2022 (HSC Routine PDF Download)

আলিম পরীক্ষার রুটিন ২০২২ (Alim Routine PDF 2022)

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার বিষয়, প্রশ্ন সংখ্যা ও প্রশ্নপত্রের মানবণ্টন ২০২২

২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৬ নভেম্বর রবিবার থেকে। একই সময়ে মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকল বোর্ডের এইচএসসিতে কেবলমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এইচএসসির পরীক্ষার্থীদের একটি বিষয় ছাড়া, চতুর্থ বিষয় সহ সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে-

বাংলা, ইংরেজী, গ্রুপ (বিভাগ) ভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় এবং চতুর্থ বিষয়। মোট ৬ বিষয় ও ১২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না-

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।

পূর্ববর্তী পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে, আইসিটি বিষয়ের রেজাল্ট মূল্যায়ন করা হবে বরে বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে।

এইচএসসি পরীক্ষার প্রশ্নের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

ব্যবহারিক বিষয় বাদে প্রতিটি প্রশ্নপত্রের পূর্ণমান হবে ৫৫ নম্বরের। এর মধ্যে MCQ/ নৈর্ব্যত্তিক ১৫ নম্বরের, সময় থাকবে ২০ মিনিট। আর CQ /রচনামূলক ৪০ নম্বরের সময় বরাদ্দ থাকবে ০১ ঘন্টা ৪০ মিনিট।

ব্যবহারিক বিষয় সমূহে MCQ/ নৈর্ব্যত্তিক ১৫ নম্বরের আর সময় থাকবে ২০ মিনিট। CQ /রচনামূলক ৩০ নম্বর আর সময় থাকবে ১ঘন্টা ৪০ মিনিট।

তবে বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বর ও ইংরেজির দুই পত্রে ৫০ নম্বর করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

এবারের এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় ও পত্রের পরীক্ষা মোট ২ ঘন্টা সময় ব্যাপী একটানা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোন প্রকার বিরতি থাকবে না।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় বিষয় ভিত্তিক পরীক্ষার সময় ও নম্বর বিভাজন দেখুন নিচের যুক্ত রাজশাহী বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।

সকল বোর্ডের এইচএসসির নম্বর বন্টন একই থাকবে। তাই রাজশাহী বোর্ডের নম্বর বিভাজন নির্দেশিকা  সংগ্রহ করলে সকল বোর্ডে ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এইচএসসি পরীক্ষার প্রশ্নের সময় ও নম্বরবন্টন নির্দেশিকা ২০২২

 

এইচএসসি পরীক্ষার প্রশ্নের নতুন মানবন্টন ২০২২

 

এইচএসসির নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

উপরের ছবিতে এইচএসসির নম্বর বন্টন দেখতে সমস্যা হলে, বোর্ডের অরিজিনাল পিডিএফ কপি সংগ্রহ করুন এখান থেকে

উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ২০ ফেব্রুয়ারি বাংলা ও ইংরেজী বিষয়ের সিলেবাস আরো সংক্ষিপ্ত করে প্রকাশ করেছে।

এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস: SSC-HSC Short Syllabus 2022

২০২২ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন সম্পর্কে আরো জানার থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

আলিম পরীক্ষার মানবন্টন ২০২২: প্রশ্নপত্রের সময় ও নম্বর বন্টন

এইচএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের সবশেষ আপডেট খবর

তথ্যসূত্র:

ঢাকা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ১৯/১০/২০২২ খ্রি. তারিখ ০৫:৫৭ অপরাহ্ন।

Share This:

179 Comments

  1. সব মিলিয়ে আমাদের ২ ঘন্টা সময় দিলে ভালো হতো। MCQ ২০ মিনিট দিলে আর CQ ১.৪০ মিনিট সময় দিলে। মোট ২ ঘন্টা।

    1. আগে যে ২ঃ৩০ ঘন্টা ৭টা লিখতেন? অটোপাশ চাই না বইলা বইলা এক্সাম নিছেন এখন আবার সময় নিয়া কথা বলেন কেন। সময় ঠিকই আছে

    2. আমার রসায়ন ১ম পত্রের পরীক্ষায় CQ এ ১৫ পাবো কিন্তু রসায়ন ২য় পত্রে ৩ পাবো তাতে কি আমি পাশ করবো

    3. আমাদের সর্ট সিলেবাস ব্যাতীত আর ৫০ মার্ক এর রেজাল্ট সিস্টেম কেমন হবে প্লিজ জানলে দয়া করে বলবেন

    4. পরিসংখ্যানে কত পেলে এ+ আসবে বলতে পারেন ?যেতেহু ৪৫পরীক্ষা !দুইটা মিলে কত পেলে এ+ আসবে ?

    5. আমার ইতিহাস ১ম পএ ১৩ টিক হইছে এবং ইতিহাস ২য় পএ ৩ টা টিক হইছে আমি কি পাস করব, পিলিজ একটু বলেন

  2. আমাদের হিসাববিজ্ঞান এর ‘ক’ বিভাগ থেকে বাধ্যাতামুলক করা লাগবে, নাকি যে কোন ৩ টা কেও জানলে সঠিক নিউজ টা দিয়েন প্লিজ

    1. কোন বিষয়ে কেমন প্রশ্ন থাকবে তা বিজ্ঞপ্তি থেকে দেখে নিন। এবারের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ণ বিগত বছরের ন্যায় হবে। শুধু উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা ও সময় কমবে। ধন্যবাদ।

    1. বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। কতটি প্রশ্ন থাকবে এবং কতটির উত্তর দিতে হবে তা বিষয় ভিত্তিক উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ।

  3. আমাদের মানবিক এর ৪৫ মার্কস এর পরীক্ষা আমাদের a+ এর জন্য ৪৫ এর মধ্যে কত নম্বর পেতে হবে সেটা জানালে ভালো হতো

    1. খুব সম্ভবত দুই পত্রে পাস। এবিষয়ে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষককের সাথে যোগাযোগ করে তথ্য নিতে পারেন। ধন্যবাদ।

    1. দুটি পত্র মিলে রেজাল্ট তৈরী করা হয়-এমনটাই জানি। এবিষয়ে সুস্পষ্ট তথ্য পেতে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  4. বিঙ্গান বিভাগের কোনো শিক্ষার্থী যদি ব্যবহারিক খাতা তার অধ্যায়নরত কলেজে জমা না দেই ,তাহলে সে কি ফেল করবে?
    তাকে কত নম্বর দেওয়া হবে?

    1. সে ক্ষেত্রে প্রথম ১২ টা গণনা করা হবে। কিংবা আপনার প্রদানকৃত ১৫ টি উত্তরের মধ্যে সর্বচ্চো সংখ্য সঠিক উত্তর গুলো মূল্যায়ন করা হবে।এমনটি শিক্ষা উপমন্ত্রী নেহাল বলেছেন।

  5. সব ঠিক আছে তবে আমার একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে। এইস এসসি পরিক্ষার খাতার নম্বর কিভাবে দেওয়া হবে। অর্থাৎ কয়টি বিষয় দেখে নম্বর দেয়া হবে।এসএস এস পরীক্ষার রেজাল্ট অনুযায়ী কি রেজাল্ট হবে দয়া করে জানাবেন কেউ।

    1. যে সব বিষয়ের পরীক্ষ অনুষ্ঠিত হয়নি, সেসব বিষয়ের নম্বর পূর্ববর্তী পরীক্ষার থেকে নেওয়া হবে। আর সেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেসব বিষয়ের পূর্ণ নম্বর ১০০ বিবেচনা করে দেওয়া হবে। ধন্যবাদ।

  6. আমাদের এইচএসসিদের অপশনাল বিষয়ের নম্বর কিভাবে দেওয়া হবে? আমাদের যাদের এসএসসি তে অপশনাল বিষয় ছিল জীববিজ্ঞান কিন্তু এইচএসসি তে গনিত সেক্ষেত্রে কিভাবে নম্বর দেওয়া হবে। এবং যদি কোন শিক্ষার্থী ১৫৯ পেয়ে থাকেন তাকে বোর্ড কর্তৃপক্ষ ১ নম্বর দিয়ে A+ দিয়ে দিবে। অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষের হাতে কি কোন নম্বর থাকে? যদি থাকে তাহলে সেটা কতটুকু পর্যন্ত বরাদ্দ?

    1. এই বিষয়গুলোতে বোর্ড বা মন্ত্রণালয় দাপ্তরিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি। তবে এবিষয়ে নিশ্চয় কোন পলিসি আছে যার ভিত্তিতে বিষয়গুলোতে নম্বর দেওয়া হবে। ধন্যবাদ।

  7. এইচএসসি তে এবার বাংলা,জীববিজ্ঞান(৪র্থ বিষয়), উচচতর গণিত (মেইন বিষয়) এ এ+ না থেকে যদি এ থাকে তাহলে জিপিএ ৫ পাওয়া সম্ভব?

  8. আসসালামু আলাইকুম, আমি এইচএসসি পরীক্ষা ২০২১ এর একজন সাধারণ পরীক্ষার্থী, এখানে আমার একটি প্রশ্ন রইলো, আশা করি উওর পবো।
    প্রশ্নটা হলো যে এইচএসসি পরীক্ষা ২০২১ ১ম ও ২য় পএ মিলে কি পাস নাকি আলাদা আলাদাভাবে পাস করতে হবে।
    আমি বলতে চাচ্ছি ১ম+২য় লিখিত এবং ১ম+২য় নৈর্ব্যত্তিক মিলে পাস নাকি?
    প্লিজ জানাবেন।

    1. আসলে এই বিষয়ে তথ্য দেওয়ার মত কোন বিশ্বস্ত সূত্র নেই। তবে দুই বিষয়ে পাস- এমনটাই জানা আছে আমাদের। আপনি এবিষয়ে নিশ্চিত তথ্য পেতে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

    1. আগের নিয়মে হিসাব করতে হবে। শুধু কত নম্বর কততে রূপান্তর করতে হবে তার হিসাব করতে হবে। বিজ্ঞপ্তিতে এবিষয়ে তথ্য আছে। ধন্যবাদ।

  9. অথর্নীতি তে ১ম পএে খারাপ হলে কি ২য় পএের নাম্বার যোগ করা হবে,দুইটা মিলে পাশ? দুইটা মিলে কত পেতে হবে?

  10. আমি মুজাহিদ হোসেব আমি এইচ এস সি ২০২১ পরীক্ষা দিয়েছি আল্লহামদুলিল্লাহ সব পরিক্ষা ভালো হয়েছে কিন্তু ইসলামের ইতি হাস ১ম পত্র আমি সেট কোড ভুল লিখে আসি সেই উনুযাই আমার ২ টা mcq ঠিক হয় আর আমার ২য় পত্র ১৩টা ঠিক হয়েছে। আমি খুব চিন্তায় আছি আমি কি ফেল করবো না পাস করবো কেউ যদি সঠিক টা জানেন প্লিজ বলবেন

    1. এবিষয়ে নিশ্চিতভাবে জানতে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা শুনেছি, দুই পত্র মিলে পাশ হয়। যদিও এবিষয়ে আমরা নিশ্চিত নই। ধন্যবাদ।

  11. HSC 22 এর কয়টি mcq এর মধ্যে ১৫ টি উত্তর করতে হবে? ১৫ টির মধ্যে ১৫ টি নাকি ২৫ টির মধ্যে ১৫ টি ? ( বিজ্ঞান বিভাগ )

  12. ব্যবহারিক পরীক্ষার মানবণ্টন কি?
    ব্যবহারিক পরীক্ষা কীভাবে নেয়া হবে?
    মানবিক এবং বিজ্ঞান বিভাগ এর MCQ কয়টা থাকবে ২৫ টা নাকি ১৫ টা??

    1. প্রতিবেদনে যুক্ত বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন। আর এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

    1. এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি কোন কোন বিষয়ে কত জিপিএ পেলেন তার তার উপর নির্ভর করবে জিপিএ ৫.০ পাওয়া।

  13. বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় মিল যদি একটা বিষয় করে ফলাফল দেয়া হয় তাহলে এইবারের এইচএসছি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ কইটা বিষয়ে A+ পেলে টোটাল ফলাফল A+ আসবে?

    1. এ+ পাওয়া নির্ভর করে সকল বিষয়ের প্রাপ্ত গ্রেড পয়েন্টের উপর। যদি সকল বিষয়ের গড় গ্রেড পয়েন্ট ৫.০০ হয় তাহলে এ+ পাবেন।

  14. আমি কারিগরি থেকে এসএসসি দিয়েছি ফলে আমার তথ্য ও যোগাযোগ বইটি ছিল না, কিন্তু এইচএসসি ২২এ তো এই পরিক্ষাটি হবে না তাহলে আমার মার্ক কীভাবে এড্ করা হবে?

    1. বোর্ড সাবজেক্ট ম্যাপিং করে হিসাব করে রেজাল্ট দিবে। এই বিষয়ে আপনার চিন্তা করার কোন কারণ নাই।

  15. এইচ এস সি প্র্যাকটিক্যাল নম্বর যোগ করে কি গ্রেডিং করা হবে? A+ পেতে হলে মোট কত নম্বর পেতে হবে। ২০২২সাল অনুযায়ী।

    1. আমি ফরম পূরণ করতে পারে নি ফাইনাল পরিক্ষা দিতে পারবো না।দয়া করে ফরম করার সুযোগ করে দিবেন।

    1. হিসাব বিজ্ঞান ১ম mcq 4 পাইছি আর ২য় ১০ পাইছি। এখন কী পাস করব। ২০২২ এইস এস সি শিক্ষার্থী ।

  16. আমি এইচ এস সি ২২ ব্যাচ। ফিজিক্স প্রথম পএে দি মনে করেন সৃজনশীলে ৮ পাই আর দ্বিতীয় পএে মনে করেন ১২ পাই তাহলে কি পাস হব?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 7 =