এইচএসসি পরীক্ষার নতুন মানবন্টন নম্বর বিভাজন নির্দেশিকা ২০২৩

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নের নতুন মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সকল সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার MCQ ও CQ প্রশ্ন পত্রের নম্বর, পূর্ণমান ও সময় বিভাজন সম্পর্কে জানুন।

এইচএসসি পরীক্ষার প্রশ্নের নতুন মানবন্টন পূর্ণমান সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২৩

দেশের সকল সাধারণ ৯টি শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার বিষয়, প্রশ্নের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২৩ প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

২২ জুলাই ২০২৩ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, এবছরের এইচএসসিতে যে প্রশ্নের মানবণ্টনে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানবন্টন প্রকাশ করা হয়েছে।

এই নম্বর বিভাজন ঢাকা, রাজশাহী, কুমিলা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও মনমনসিংহ বোর্ডের জন্য প্রযোজ্য হবে।

শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। সর্বশেষ সংশোধিত পরীক্ষার সময়সূচি দেখতে নিচের প্রতিবেদনগুলো পড়ুন।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা)

আলিম পরীক্ষার রুটিন ২০২৩ (Alim Routine pdf 2023)

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার বিষয় প্রশ্ন সংখ্যা ও প্রশ্নপত্রের মানবণ্টন ২০২৩

২০২৩ সালের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ১৭ আগস্ট তারিখ থেকে। একই সময়ে মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকল বোর্ডের এইচএসসিতে সকল বিষয় ও পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।। কোন বিষয় বা পত্র বাদ যাবে না। তবে বোর্ড প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকল বিষয়ের পরীক্ষার পাশাপাশি প্রতি বিষয় ও পত্রের পূর্ণ নাম্বারে পরীক্ষা গ্রহণ করা হবে। এসব বিষয়ের পরীক্ষা হবে পূর্ণ সময়ে।

ব্যবহারিক বিষয় বাদে প্রতিটি প্রশ্নপত্রের পূর্ণমান হবে ১০০ নম্বরের। এর মধ্যে MCQ/ নৈর্ব্যত্তিক ৩০ নম্বরের, সময় থাকবে ৩০ মিনিট। আর CQ /রচনামূলক ৭০ নম্বরের সময় বরাদ্দ থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।

ব্যবহারিক বিষয় সমূহে MCQ/ নৈর্ব্যত্তিক ২৫ নম্বরের আর সময় থাকবে ২৫ মিনিট। CQ /রচনামূলক ৫০ নম্বর আর সময় থাকবে ২ঘন্টা ৩৫ মিনিট। ব্যবহারিকের ২৫ নাম্বার থাকবে।

এইচএসসি পরীক্ষার প্রশ্নের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২৩ PDF

এবারের এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় ও পত্রের পরীক্ষা মোট ৩ ঘন্টা সময় ব্যাপী একটানা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোন প্রকার বিরতি থাকবে না।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় বিষয় ভিত্তিক পরীক্ষার সময় ও নম্বর বিভাজন দেখুন নিচের যুক্ত রাজশাহী বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।

সকল বোর্ডের এইচএসসির নম্বর বন্টন একই থাকবে। তাই রাজশাহী বোর্ডের নম্বর বিভাজন নির্দেশিকা সংগ্রহ করলে সকল বোর্ডে ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এইচএসসি প্রশ্নের মানবন্টন ২০২৩

এইচএসসি পরীক্ষার প্রশ্নের নম্বর বিভাজন নির্দেশিকা ২০২৩

উচ্চমাধ্যমিক এইচএসসি পরীক্ষার মানবন্টন ২০২৩

এইচএসসি মানবন্টন ২০২৩

উপরের ছবিতে এইচএসসির নম্বর বন্টন দেখতে সমস্যা হলে, বোর্ডের অরিজিনাল পিডিএফ (pdf) কপি সংগ্রহ করুন এখান থেকে

উল্লেখ্য, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

২০২৩ সালের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন সম্পর্কে আরো জানার থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি-এইচএসসি ২০২৩ পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে তবে সকল বিষয়ে

তথ্যসূত্র:

ঢাকা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ১৪/০৯/২০২৩ খ্রি. তারিখ ১১:০৯ অপরাহ্ন।

“এইচএসসি পরীক্ষার নতুন মানবন্টন নম্বর বিভাজন নির্দেশিকা ২০২৩”-এ 190-টি মন্তব্য

    • দুটি পত্র মিলে রেজাল্ট তৈরী করা হয়-এমনটাই জানি। এবিষয়ে সুস্পষ্ট তথ্য পেতে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  1. বিঙ্গান বিভাগের কোনো শিক্ষার্থী যদি ব্যবহারিক খাতা তার অধ্যায়নরত কলেজে জমা না দেই ,তাহলে সে কি ফেল করবে?
    তাকে কত নম্বর দেওয়া হবে?

    জবাব
    • সে ক্ষেত্রে প্রথম ১২ টা গণনা করা হবে। কিংবা আপনার প্রদানকৃত ১৫ টি উত্তরের মধ্যে সর্বচ্চো সংখ্য সঠিক উত্তর গুলো মূল্যায়ন করা হবে।এমনটি শিক্ষা উপমন্ত্রী নেহাল বলেছেন।

  2. সব ঠিক আছে তবে আমার একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে। এইস এসসি পরিক্ষার খাতার নম্বর কিভাবে দেওয়া হবে। অর্থাৎ কয়টি বিষয় দেখে নম্বর দেয়া হবে।এসএস এস পরীক্ষার রেজাল্ট অনুযায়ী কি রেজাল্ট হবে দয়া করে জানাবেন কেউ।

    জবাব
    • যে সব বিষয়ের পরীক্ষ অনুষ্ঠিত হয়নি, সেসব বিষয়ের নম্বর পূর্ববর্তী পরীক্ষার থেকে নেওয়া হবে। আর সেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেসব বিষয়ের পূর্ণ নম্বর ১০০ বিবেচনা করে দেওয়া হবে। ধন্যবাদ।

  3. আমাদের এইচএসসিদের অপশনাল বিষয়ের নম্বর কিভাবে দেওয়া হবে? আমাদের যাদের এসএসসি তে অপশনাল বিষয় ছিল জীববিজ্ঞান কিন্তু এইচএসসি তে গনিত সেক্ষেত্রে কিভাবে নম্বর দেওয়া হবে। এবং যদি কোন শিক্ষার্থী ১৫৯ পেয়ে থাকেন তাকে বোর্ড কর্তৃপক্ষ ১ নম্বর দিয়ে A+ দিয়ে দিবে। অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষের হাতে কি কোন নম্বর থাকে? যদি থাকে তাহলে সেটা কতটুকু পর্যন্ত বরাদ্দ?

    জবাব
    • এই বিষয়গুলোতে বোর্ড বা মন্ত্রণালয় দাপ্তরিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি। তবে এবিষয়ে নিশ্চয় কোন পলিসি আছে যার ভিত্তিতে বিষয়গুলোতে নম্বর দেওয়া হবে। ধন্যবাদ।

  4. আসসালামু আলাইকুম, আমি এইচএসসি পরীক্ষা ২০২১ এর একজন সাধারণ পরীক্ষার্থী, এখানে আমার একটি প্রশ্ন রইলো, আশা করি উওর পবো।
    প্রশ্নটা হলো যে এইচএসসি পরীক্ষা ২০২১ ১ম ও ২য় পএ মিলে কি পাস নাকি আলাদা আলাদাভাবে পাস করতে হবে।
    আমি বলতে চাচ্ছি ১ম+২য় লিখিত এবং ১ম+২য় নৈর্ব্যত্তিক মিলে পাস নাকি?
    প্লিজ জানাবেন।

    জবাব
    • আসলে এই বিষয়ে তথ্য দেওয়ার মত কোন বিশ্বস্ত সূত্র নেই। তবে দুই বিষয়ে পাস- এমনটাই জানা আছে আমাদের। আপনি এবিষয়ে নিশ্চিত তথ্য পেতে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  5. আমি মুজাহিদ হোসেব আমি এইচ এস সি ২০২১ পরীক্ষা দিয়েছি আল্লহামদুলিল্লাহ সব পরিক্ষা ভালো হয়েছে কিন্তু ইসলামের ইতি হাস ১ম পত্র আমি সেট কোড ভুল লিখে আসি সেই উনুযাই আমার ২ টা mcq ঠিক হয় আর আমার ২য় পত্র ১৩টা ঠিক হয়েছে। আমি খুব চিন্তায় আছি আমি কি ফেল করবো না পাস করবো কেউ যদি সঠিক টা জানেন প্লিজ বলবেন

    জবাব
  6. HSC 22 এর কয়টি mcq এর মধ্যে ১৫ টি উত্তর করতে হবে? ১৫ টির মধ্যে ১৫ টি নাকি ২৫ টির মধ্যে ১৫ টি ? ( বিজ্ঞান বিভাগ )

    জবাব
  7. ব্যবহারিক পরীক্ষার মানবণ্টন কি?
    ব্যবহারিক পরীক্ষা কীভাবে নেয়া হবে?
    মানবিক এবং বিজ্ঞান বিভাগ এর MCQ কয়টা থাকবে ২৫ টা নাকি ১৫ টা??

    জবাব
    • প্রতিবেদনে যুক্ত বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন। আর এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  8. বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় মিল যদি একটা বিষয় করে ফলাফল দেয়া হয় তাহলে এইবারের এইচএসছি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ কইটা বিষয়ে A+ পেলে টোটাল ফলাফল A+ আসবে?

    জবাব
  9. আমি কারিগরি থেকে এসএসসি দিয়েছি ফলে আমার তথ্য ও যোগাযোগ বইটি ছিল না, কিন্তু এইচএসসি ২২এ তো এই পরিক্ষাটি হবে না তাহলে আমার মার্ক কীভাবে এড্ করা হবে?

    জবাব

মন্তব্য করুন