এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বৈশাখী উৎসব বোনাসের চেক ছাড়

২০২২ সালের এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের, ১৪২৯ বঙ্গাব্দের বৈশাখী উৎসব বোনাসের চেক ছাড় করা হয়েছে।

Boishakhi Vata MPO 2022: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বৈশাখী উৎসব বোনাসের চেক ছাড়ের খবর

এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১৪২৯ বঙ্গাব্দের বৈশাখী উৎসব বোনাসের চেক হস্তান্তর করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ১৩ এপ্রিল, উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ১৭ এপ্রিল বৈশাখী উৎসব ভাতার চেক অনুদান বন্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

সবশেষ ১৯ এপ্রিল, কারিগরির শিক্ষক-কর্মচারীদের উৎসব বোনাসের চেক ব্যাংকে হস্তান্তর করার খবর পাওয়া  গেছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীগণ মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পান। ২০১৯ সাল বা ১৪২৬ বঙ্গাব্দ থেকে এই বৈশাখী ভাতা পাওয়া শুরু করেন।

আরো জানুন:

এসএসসি ফরম পূরণ ২০২২: SSC eFF Form Fill up 2022

দাখিল ফরম পূরণ ২০২২: Dakhil eFF Form Fill up 2022

স্কুল-কলেজের বৈশাখী উৎসব বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের বৈশাখী উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। শিক্ষা অধিদপ্তরের নোটিশবোর্ডে বৈশাখীর চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৩ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে, ১৪২৯ বঙ্গাব্দের বৈশাখী উৎসব বোনাসের চেক, অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ বৈশাখীর উৎসব বোনাসের টাকা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে তুলতে পারবেন ১৮/০৪/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের অনুচ্ছেদে বৈশাখী উৎসব বোনাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ও স্মারক নম্বর দেখুন।

স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৩০৯৩/৪, তারিখ: ১২/০৪/২০২২

বৈশাখী উৎসব বোনাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ২০২২

স্কুল-কলেজ বৈশাখী বোনাসের এমপিও শিট ২০২২: School-College Boishakhi Vata MPO Sheet 2022:

নিচের লিংক থেকে বৈশাখী ভাতার এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1oDoIRIXnk3EO9PHyjWLWgNpZCkQW9brL?usp=sharing

মাদ্রাসার বৈশাখী উৎসব বোনাসের চেক ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধিন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করার নিশ্চিত খবর পাওয়া গেছে।

১৭ এপ্রিল মাদ্রাসা অধিদপ্তের ওয়েবসাইটে বৈশাখীর চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ বৈশাখী উৎসব ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন ২০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে বৈশাখীর চেক ছাড়ের স্মারক নং উল্রেখ আছে। আর নিচের লিংক থেকে বৈশাখী ভাতার এমপিও শিট সংগ্রহ করুন।

মাদ্রাসার বৈশাখী উৎসব বোনাসের চেক ছাড় ২০২২

Madrasah Boishakhi Vata MPO Sheet 2022: মাদ্রাসার বৈশাখী ভাতার এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে মাদ্রাসার বৈশাখী ভাতার এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1NvcYRw9gs2aIa0sao2qL-Hr2vMGdrNbX?usp=sharing

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়

কারিগরি শিক্ষা অধিদপ্তের অধিন বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

১৯ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে কারিগরির বৈশাখী ভাতার চেক ছাড়ের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

কারিগরি অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

কারিগরির শিক্ষক-কর্মচারীর আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন।

কারিগরি বৈশাখী এমপিও শিট ২০২২: karigory Boashakhi Vata MPO Sheet 2022

নিচের ওয়েবসাইটের লিংক থেকে কারিগরির বৈশাখী ভাতার এমপিও শিট সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/

১৪২৯ বঙ্গাব্দের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বৈশাখী উৎসব ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সকল মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি

মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

কলেজ ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি কলেজ)

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন