এসএসসি ফলাফল ২০২২ উত্তরপত্র পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালেঞ্জ) রেজাল্ট

সকল বোর্ডের ২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখা যাচ্ছে।
এবারে দেশের সকল বোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি বিষয়/পত্রের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন জমা পড়েছিলো।
সদ্য সংবাদ: ২০২২ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
এসএসসি ফলাফল ২০২২ উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ
সূচীপত্র...
দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এসএসসি-দাখিল সমমান উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
এসএসসি সমমান উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট সংশ্লিষ্ট বোর্ড ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে। অথবা নিচের অনুচ্ছেদে দেওয়া লিংক থেকে বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট জানা যাবে।
উল্লেখ্য, সকল বোর্ড মিলিয়ে এবারে মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪ টি বিষয় বা পত্রের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করা হয়েছিলো।
ঢাকা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখুন এখান থেকে।
মাদ্রাসা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট পাওয়া যাবে এখানে।
যশোর শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
কুমিল্লা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখা যাবে এখানে।
বরিশাল বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
রাজশাহী বোর্ড এর পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখুন এখান থেকে।
চট্টগ্রাম বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখা যাবে এখান থেকে।
দিনাজপুর বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
সিলেট বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখা যাবে এখান থেকে।
ময়মনসিংহ বোর্ডের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃ নিরীক্ষণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
এসএসসি ফলাফল ২০২২ উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করার নিয়ম ২০২২
এসএসসি ও সমমান ফলাফল প্রকাশের পর যদি দেখা যায় যে, কোন পরীক্ষার্থী তার প্রত্যাশিত ফলাফল হয় নি বা প্রাপ্ত গ্রেড পয়েন্ট নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। এমতাবস্থায় যে কোন পরীক্ষার্থী তার পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।
সকল বোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
টেলিটক সিম যুক্ত মোবাইল থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে সহজে এ আবেদন করা যাবে। আবেদন করতে প্রতি পত্রে ফি লাগবে ১২৫ টাকা।
মোবাইল এসএমএস এর মাধ্যমে এই আবেদন করতে হবে। আবেদনের আগে প্রয়োজনীয় ব্যালেন্স রিচার্জ করে রাখতে হবে।
আরো জানুন:
এসএসসি-দাখিল সমমান রেজাল্ট ২০২২ প্রকাশ, ফলাফল দেখার নিয়ম
SSC, DAKHIL, TEC Exam Result Rescrutiny 2022 Mobile SMS
টেলিটক সংযোগ আছে এমন মোবাইল ফোন এর এসএমএস অপশন চালু করুন। এরপর লিখুন-
RSC <একটি স্পেস দিন> ইংরেজী অক্ষরে পরীক্ষার্থীর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <একটি স্পেস দিন> ইংরেজী সংখ্যায় রোল নম্বর <একটি স্পেস দিন> ইংরেজী সংখ্যায় বিষয় কোড, এরপর ম্যাসেজটি সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
বিষয় কোড সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষার প্রশ্নপত্র দেখুন। প্রশ্নপত্রে বিষয় কোড লেখা থাকে।
নিচে রাজশাহী বোর্ডের কল্পিত এক শিক্ষার্থীর নমুনা ম্যাসেজ দেখুন।
RSC RAJ 123456 107 Send=16222
লক্ষ্য করুন: একটি এসএমএস দ্বারা একাধিক বিষয়ের আবেদন করা যাবে। সে ক্ষেত্রে বিষয় গুলো কমা (,) দিয়ে পরপর লিখতে হবে।
উদাহরণ: RSC RAJ 123456 107,101 Send=16222
(বোর্ডের নামের তিন অক্ষরের জায়গায় সংশ্লিষ্ট বোর্ডের নামের তিন অক্ষর দিতে হবে।)
পরীক্ষা খাতা পুনঃনিরীক্ষণের এসএমএস সেন্ড করা কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে একটি পিন নম্বর ও কত টাকা ফি লাগবে তা জানিয়ে দেওয়া হবে।
এবার আপনাকে একটি নিশ্চিতকরণ এসএমএস সেন্ড করতে হবে। মোবাইল ম্যাসেজ অপশনে লিখতে হবে-
RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর (যেটা ফিরতি ম্যাসেজে এসেছে) <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর (যেটা সব সময় চালু থাকে) সবশেষে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। নিচে নমুনা ম্যাসেজটি দেখুন।
RSC YES 1234 0150000000 (এখানে ফিরতি ম্যাসেজের পিন নম্বর ও আপনার সচল যে কোন অপারেটরের মোবাইল নম্বর লিখুন) Send=16222 নম্বরে।
উপরোক্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর, মোবাইলে একটি কনফারমেশন ম্যাসেজ আসবে। ব্যাস কাজ শেষ। আপনি নিজে দক্ষ না হলে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।
প্রয়োজনে ঢাকা শিক্ষা বোর্ড এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নোটিশ দেখুন। অন্য যে কোন বোর্ডের ক্ষেত্রে কেবল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ভিন্ন হবে।
বিঃ দ্রঃ- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষষের আবেদন করার প্রয়োজন নেই।
২০২২ সালের সকল বোর্ডের এসএসসি সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
SSC Result 2022 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট
তথ্যসূত্র-
কতদিনের মধ্যে রেজাল্ট পাবো পুনঃ নীরিক্ষনের পর?
এটা আগে থেকে বলা সম্ভব নয়। তবে একাদশে ভর্তি আবেদনের আগে রেজাল্ট প্রকাশ করা হয়।
দাখিল পরীক্ষার জন্য কি একই নিয়ম
শুধু বোর্ডের নামের তিন অক্ষর ভিন্ন হবে।
এসএসসি পরীক্ষায় পুনঃনিরীক্ষণের রেজাল্ট কবে হবে।
আগে আবেদন করুন। তারপর বোর্ড খাতা পুনরায় দেখে রেজাল্ট দিবে। সাধারণত একাদশ ভর্তি আবেদনের আগে রেজাল্ট প্রকাশ করা হয়।
আগে আবেদন করুন। তারপর বোর্ড খাতা পুনরায় দেখে রেজাল্ট দিবে। সাধারণত একাদশ ভর্তি আবেদনের আগে রেজাল্ট প্রকাশ করা হয়
পুনঃ নিরীক্ষণের ফলে রেজাল্ট কমে যাওয়ার আশংকা আছে কি?
এটা হতে পারে। আবার বাড়তেও পারে।
পূর্ননিরীক্ষণের ফলাফল কিভাবে জানা যাবে?
বোর্ড নোটিশে জানিয়ে দিবে যাদের ফলাফল বাড়বে বা কমবে।
রেজাল্ট 1 সাব্জেক্ট ফেল।but mark sheet এ ম্যাথ +এগ্রিকালচার ফেল। এখন ফলাফল পুননীরিক্ষন করার জন্য কয় সাব্জেক্ট আবেদন করতে হবে।
বোর্ডের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন। এর বাইরে কোন তথ্য আমাদের কাছে নেই।
বাংলা ১ম পত্র ও ২পত্র দুটি যোগকরে রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
সেক্ষেত্রে পূনঃমূল্যায়ন এর জন্য কি কয়টি বিষয়কোড লিখতে হবে?
একটি বিষয়ে দুই পত্র থাকলে দুই পত্রের কোড লিখতে হবে।
পুনঃনিরীক্ষণে কি নাম্বার কমার সম্ভাবনা আছে?
দুই দিকেরই সম্ভাবনা আছে।
কয়টি বিষয় (বিষয় কোড) এ আবেদন করা যাব?
যেসব বিষয়ে আবেদন করতে চান সবগুলোর। তবে ফি দিতে হবে প্রতি পত্রের হিসাবে।
Ssc result পুনঃনিরীক্ষণ এর ফলাফল কবে দিবে? না-কি দিয়েছে?
ডিসেম্বরের ২৫ তারিখে ফলাফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড।
পুনঃনিরীক্ষণ এর আবেদনের পরও রেজাল্ট চেঞ্জ হয়নি। কিন্তু যে বিষয়ে(পৌরনিতি) আবেদন করা হয়েছে সে বিষয়ে স্টুডেন্ট ১০০ তে ৯০+ পাবে এটাই দাবি তার,এই বিষয়ে তার ৬৯ আসার কোনো কথায় নাই,উল্লেখ্য যে তার বাকি সব বিষয়েই ৮০/৯০ এর উপর। তোহ এই অবস্থায় কি বোর্ড এ যোগাযোগ করে তার খাতা টা দেখা যাবে কোনোভাবে? ওপেন চ্যালেঞ্জ দিয়ে?
না, আর সুযোগ নেই।
আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু কোন রেজাল্ট আসেনি কারণ বুঝলাম না
হয়তো নম্বর ঠিকই ছিলো।