ঈদ উৎসব ভাতা হস্তান্তর: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

ঈদ উৎসব ভাতা: এমপিও ভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এর শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের ঈদ বোনাস এর সাম্প্রতিক খবর জানতে লেখায় চোখ রাখুন।

ঈদ উৎসব ভাতা: স্কুল-কলেজ, মাদ্রাসা শিক্ষকের ঈদুল ফিতর এর উৎসব ভাতার চেক হস্তান্তর

এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন, স্কুল ও কলেজ শিক্ষকের ২০২০ খ্রিষ্টাব্দের ঈদ উৎসব বোনাসের টাকা উত্তোলন করা যাবে, ১৪/০৫/২০২০ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

Eid Bonus MAY MPO 2020 (School-College) এর ভাউচার ও টপ সীট ডাউনলোড করার লিংক

https://drive.google.com/drive/folders/1R7ktNHFgFtP_dhY-kiav4wOSQ9UytSQY

নির্দেশনা: লিংকটি কপি করে ব্রাউজারের নতুন ট্যাবে পেস্ট করুন এবং ব্রাউজ করুন। গুগল ড্রাইভের ফোল্ডারটি ওপেন হলে, সেখানে কতগুলো ব্যাংক এর নাম লেখা ফোল্ডার দেখতে পাবেন।

এখন যে ব্যাংক হতে আপনার প্রতিষ্ঠান বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংক এর ফোল্ডার ক্লিক করুন। দুটি পিডিএফ ফাইল দেখা যাবে। একটি পেমেন্ট ভাউচার, অন্যটি টপ সীট।

এখান থেকে আপনার প্রতিষ্ঠানের ভাউচার ও টপ সীট খুঁজে বের করে ডাউনলোড করে প্রিন্ট করুন।

স্কুল-কলেজ শিক্ষকদের ঈদ উৎসব ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।

ঈদ উৎসব ভাতা: মাদ্রাসা শিক্ষকের ঈদ বোনাসের চেক হস্তান্তর

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধিন, এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর ঈদুল ফিতর এর বোনাসের চেক, অনুদান বণ্টনকারী ব্যাংকসমূহে হস্তান্তর করা হয়েছে।

২০২০ খ্রিস্টাব্দের ঈদুল ফিতরের ঈদ উৎসব বোনাস, অনুদান বণ্টনকারী ব্যাংকসমূহ থেকে তোলা যাবে ১৪/০৫/২০২০ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

মাদ্রাসা শিক্ষকের ঈদ উৎসব ভাতার ভাউচার ও টপ শীট ডাউনলোড লিংক

https://drive.google.com/drive/mobile/folders/1gB0HsUYumUej94yHR-ak7RJ_XLB1Jovm?usp=drive_open

নির্দেশনা: লিংকটি কপি করে ব্রাউজার নতুন একটি ট্যাবে পেস্ট করুন এবং ব্রাউজ করুন।

প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংক এর ফোল্ডার এর উপর ক্লিক করুন। এবার ভাউচার ও টপশীট হতে আপনার প্রতিষ্ঠান খুঁজে বের করুন।

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকের ঈদ-উল-ফিতর এর বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

ঈদ উৎসব ভাতা: কারিগরি প্রতিষ্ঠান এর ঈদ বোনাসের চেক হস্তান্তর

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতর এর ঈদ বোনাসের চেক, সংশ্লিষ্ট ব্যাংক সমূহ হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ সংশ্লিষ্ট ব্যাংক হতে নিজ অ্যাকাউন্ট এর মাধ্যমে, ঈদ বোনাস উত্তোলন করতে পারবেন ১৮/০৫/২০২০ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

Technical Teacher May Eid Bonus MPO Download Link

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/8803_File_mpo_sheet.html

নির্দেশনা: উপরোক্ত লিংক কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবার পেস্ট করুন এবং লিংকটি ব্রাউজ করুন।  এখানে থেকে সংশ্লিষ্ট ব্যাংকের এমপিও শীট ও ভাউচার সীট ডাউনলোড করা যাবে। ‌

নতুন প্রতিষ্ঠান সহ সকল এমপিওভুক্ত শিক্ষকের মে/২০২০ মাসের বেতন-ভাতার আপডেট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

MPO May 2020 Update News | এমপিও মে ২০২০ আপডেট

সবশেষ আপডেট: ১৩/০৫/২০২০ খ্রিস্টাব্দ তারিখ ০২:০০ অপরাহ্ন।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

কারিগরি শিক্ষা অধিদপ্তর

“ঈদ উৎসব ভাতা হস্তান্তর: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন