ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মুক্তপাঠ (muktopaath.gov.bd) হতে অনলাইন প্রশিক্ষণ গ্রহণের নিয়ম জানুন।
ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রশিক্ষণ গ্রহণের নিয়ম [muktopaath.gov.bd]
মাদ্রাসা শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ (ইবতেদায়ী স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে, জাতীয় শিক্ষাক্রম সম্পর্কীত অনলঅইন প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ই-লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠ (https://muktopaath.gov.bd) ওয়েবসাইট থেকে শিক্ষকদের এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণের ঠিকানা ও নিয়মাবলী অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের প্রাথমিক-ইবতেদায়ী স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১-এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে।
শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য এবতেদায়ী স্তরের সকল শিক্ষকের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ চালু করা হয়েছে।
ইবতেদায়ী শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা জানুন মাদ্রাসা অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে।
মুক্তপাঠ হতে অনলাইন প্রশিক্ষণ গ্রহণ ও সনদ ডাউনলোড করার নিয়ম জানুন নিচের অনুচ্ছেদ থেকে।
আরো জানুন:
মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
সরকারি ছুটির তালিকা ২০২৩ (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন)
অনলাইনে মুক্তপাঠ হতে জাতীয় শিক্ষাক্রম প্রশিক্ষণ গ্রহণের নিয়ম
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মুক্তপাঠ হতে প্রশিক্ষণ গ্রহণের লিংক পাওয়া যাবে। অথবা নিচের লিংক থেকে সরাসরি এই কোর্সে প্রবেশ করা যাবে।
মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১-এর প্রশিক্ষণ কোর্সের ঠিকানা-
https://dpe.muktopaath.gov.bd/course-details/1044
- অথবা মুক্তপাঠের ইবতেদায়ী কোর্সে সরাসরি প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
উপরোক্ত লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করুন। ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স’ নামের একটি পাতা দেখতে পাবেন।
এখানে কোর্স শুরু করুন নামের একটি লিংক দেখতে পাবেন। এখানে ক্লিক করলে, লগইন করুন নামের একটি অপশন দেখতে পাবেন।
আপনি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকলে ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আর রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করুন।
নিচের ঠিকানায় গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন।
https://dpe.muktopaath.gov.bd/register
উপরের ঠিকানায় সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে, রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর আপনি কোর্সের লিংকে ক্লিক করে কোর্সটি সম্পন্ন করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানুন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত জাতীয় শিক্ষাক্রম ২০২১ অনলাইন প্রশিক্ষণ গ্রহণের নিয়মাবলির বিজ্ঞপ্তি থেকে।
মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসার নতুন শিক্ষাক্রমের ক্লাস রুটিন ২০২৩ (ষষ্ঠ ও সপ্তম শ্রেণি)
ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধের দিন)
তথ্যসূত্র-
I want to registraton
I want to registration information form
এই প্রতিবেদনে দেওয়া ঠিকানায় প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করুন।
I am ruhul Amin.Father`s Fazlur Rahman,vill- Jamua,Post-Dhapuar,Upozila-Morrelgonj,Dist- Bagerhat,