আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২: Alim Form Fill-up 2022

আলিম ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২

আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা বোর্ডের আলিমের ফরম পূরণের ফি, সময়সূচি, পরীক্ষার বিষয়, প্রশ্নপত্রের ধারা ও সিলেবাস সম্পর্কে জানুন।

এরই মধ্যে আলিম পরীক্ষার নম্বর বিভাজন নির্দেশীকা প্রকাশ করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

Alim (eff) Form Fill-up Notice 2022: আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২

২০২২ সালের আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসার আলিমের ফরম পূরণের বিজ্ঞপ্তি ১ জুন ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত হয়।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, আলিমের ফরম পূরণের সময়সূচি সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

আলিম পরীক্ষার ফরম ফিলাপ শুরু হবে ৮ জুন, চলবে ৬ জুলাই ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)। এর আগে ৭ জুন বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের আলিমের সাথে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়ও বর্ধিত করা হয়েছে। এইচএসসির ফরম পূরণের তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

নিচের অনুচ্ছেদ থেকে ফরম পূরণের নির্ধারিত সময়সূচী, ফরমফিলাপের বিভাগ ভিত্তিক ফি এর হার, পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের ধারা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

২০২২ সালের আলিম পরীক্ষার ফরম ফিলাপ এর সময়সূচী (বর্ধিত তারিখ)

৭ জুন মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (bmeb.ebmeb.gov.bd), সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

অর্থাৎ চলতি সালের আলিম পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে, তার একটি তালিকা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে।

বোর্ড ওয়েবসাইটে প্রদর্শিত তালিকা হতে প্রতিষ্ঠান প্রধানেরা পরীক্ষার্থী নির্বাচন করতে পারবে, ৮ জুন থেকে ৬ জুলাই ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

মাদ্রাসার আলিমের ফরম ফিলাপ করা যাবে ০৬/০৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

অনলাইনে ফরম ফিলাপ ফি জমা দেওয়ার শেষ তারিখ ০৭/০৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, আংশিক অকৃতকার্য, জিপিএ উন্নয়ন সহ সকল পরীক্ষার্থীকে আলিম পরীক্ষার ফরম ফিলাপ করতে হবে।

নিচের বিজ্ঞপ্তি হতে আলিমের ফরমফিলাপের বর্ধিত সময়সূচির তথ্য  জানুন।

আলিমের ফরমফিলাপের বর্ধিত সময়সূচির নোটিশ ২০২২

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার ফরম ফিলাপ এর ফি কত?

২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের প্রতি পত্র/বিষয়ে ১০০/- টাকা হরে ফি পরিশোধ করতে হবে।

ব্যবহারিক বিষয়ের ফি প্রতি পত্রে ২৫/- টাকা;

একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি প্রতি পরীক্ষার্থী ৫০ টাক;

সনদ ফি প্রতি শিক্ষার্থীর ১০০/- টাক;

রোভার স্কাউট ফি ১৫/- টাকা;

জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫/- টাকা প্রদান করতে হবে।

অনিয়মিত শিক্ষার্থী যারা ইতোপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা করেছে, তাদের অনিয়মিত ফি ১০০/- টাকা অতিরিক্ত প্রদান করতে হবে।

জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের অতিরিক্ত অনুমতি/তালিকাভুক্তি ফি ১০০/-টাকা পরিশোধ করতে হবে।

কেন্দ্র ফি ব্যবহারিক পরীক্ষা নেই তাদের ৪০০ টাকা ও যাদের ব্যবহারিক পরীক্ষা আছে তাদের ৪০০+ ব্যবহারিক বিষয় প্রতি ২৫ টাকা হারে ফি পরিশোধ করতে হবে

অনিয়মিত, প্রাইভেট, জিপিএ উন্নয়ন, আংশিক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফি এর হার, বিজ্ঞপ্তির ১৫/১৬ (ক)ও ১৭ নম্বর অনুচ্ছেদ থেকে দেখুন। এখানে সকল প্রকার পরীক্ষার্থীর খাতওয়ারি ফি এর হার নির্ধারণ করা আছে।

২০২২ সালের আলিম পরীক্ষার বিষয়, প্রশ্নপত্রের ধারা ও সিলেবাস

২০২২ সালের আলিম পরীক্ষা কোন কোন বিষয় ও প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে সে বিষয়ে, বিজ্ঞপ্তির ১৪ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার অংশগ্রহণের সিলেবাস ও সময় সংক্রান্ত অনুচ্ছেদে পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ, বিষয় ভিত্তিক সিলেবাস ও প্রশ্নপত্রের ধারা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা রয়েছে। সতর্কতার অংশ হিসাবে অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে পরীক্ষার প্রস্তুতি নিন।

লক্ষ্যনীয় যে, চলতি সালের আলিম পরীক্ষা মাদ্রাসা বোর্ড প্রকাশিত ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২: Alim Exam Form Fill-up Notice 2022

মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ফরম পূরণের নোটিশ ভালোভাবে পড়ুন। পরীক্ষার্থীরা তথ্যের প্রয়োজনে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সাথে ফোনে যোগাযোগ করুন।

Alim Exam Form Fill-up Notice 2022

আলিম পরীক্ষার ফরম ফিলাপ এর সময়সূচী ২০২২

আলিম পরীক্ষার ফরম ফিলাপ ফি এর হার

আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২

২০২২ সালের আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তির কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে, লিখে জানাতে পারেন।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস (Dakhil-Alim Short Syllabus 2022)

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা ইংরেজী)

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ২১/০৬/২০২২ খ্রি. তারিখ ০৮:৩৭ অপরাহ্ন।

Share This:

21 Comments

    1. অ্যাসাইনমেন্ট গ্রিড সংগ্রহ করুন। এখানে কোন বিষয়ে কোন সপ্তাহে অ্যাসাইনমেন্ট করতে হবে তা আগে থেকে জানা যাবে। ধন্যবাদ।

    1. ২০২১ সালের আলিম ফরমপূরণের সময় এটা আর সম্ভব নয়। মাদ্রাসা বোর্ডে এমন এক বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ।

  1. এখানে দেওয়া আছে ১০৭০টাকা ফরম ফিলাপ কিন্তুু আমাদের কাছ থেকে আমাদের মাদ্রারাসা
    প্রায় ৩০০০ হাজার টাকা নিতেছে এই জন্য আমরা কি করতে পারি , প্লিজ একটু বলবেন ।

    1. খুব সম্ভবত বোর্ডের টাকার সাথে প্রতিষ্ঠানের পাওনা সহ নিচ্ছে। আপনি প্রতিষ্ঠানের কাছে খাতওয়ারি হিসাব চাইতে পারেন। ধন্যবাদ।

    1. আলিমে যে বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট প্রকাশ হচ্ছে, সে বিষয়ের পরীক্ষা হবে। শুধু নৈর্ব্যক্তিক বিষয়ের পরীক্ষা হবে। আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে না। ধন্যবাদ।

  2. আমাদের কাছে নিচ্ছে ১৭৭০ টাকা করে,,,
    আমি মাদ্রাসায় ফরম পূরন না করে অনলাইনে আলাদা ভাবে ফরম পুরন করতে পারব কিনা?
    আর অনলাইনে করলে ১৭৭০ টাকাই লাগবে নাকি ১০৭০ টাকাতেই হয়ে যাবে?
    আপনার মুল্যবান জবাব কামনা করছি

    1. বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি শিক্ষার্থী অনলাইনে টাকা পরিশোধ করবে। এখানে বোর্ড ফি ও প্রতিষ্ঠানের পাওনা যুক্ত হবে। সম্ভবত আপনার প্রতিষ্ঠান আপনার কাছ থেকে বেতন ও অন্যান্য পাওনা নিচ্ছে। প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনার হিসাব জানুন। বেশী নিলে সংশ্লিষ্ট বোর্ড কিংবা স্থানীয় প্রশাসনে অভিযোগ করুন। ধন্যবাদ।

  3. আমি ২০২১সালে পরীক্ষার্থী ছিলাম। কিন্তু কিছু সমস্যার কারনে পরীক্ষা দিতে পারিনি।
    এবছর আমি পরীক্ষা দিতে পারবো কিনা।
    যদি পারি তাহলে আমার করণীয় কী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × one =