২০২৫ সালের আলিম পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন

২০২৫ সালের আলিম পরীক্ষার সিলেবাস, প্রশ্নপত্রের মানবন্টন, পূর্ণমান ও বিষয় ভিত্তিক নম্বর বন্টন নির্দেশিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

২০২৫ সাল থেকে সকল বোর্ডের মত মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা সকল বিষয়, সম্পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হবে।

আলিম পরীক্ষার সিলেবাস, মানবন্টন ও বিষয় ভিত্তিক নম্বর বন্টন ২০২৫

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের আলিম পরীক্ষার সিলেবাস, প্রশ্নপত্রের মানবন্টন, সময় ও নম্বর বন্টন নির্দেশিকা প্রকাশ করেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. রিয়াদ চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশীকায়, আলিমের সকল বিষয়ের নম্বর বন্টনের তথ্য জানা গেছে।

বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, ২০২৫ সালের আলিম পরীক্ষার নম্বর বন্টনের নির্দেশিকা ৩ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।

আলিম পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেসব বিষয়ের নম্বর বন্টন ও পরীক্ষার সময়ের ব্যাপ্তি উল্লেখ করা হয়েছে। (বিস্তারিত দেখুন নিচের অনুচ্ছেদে)।

উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আলিমে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরীক্ষা ২০২৫ সালে অনুষ্ঠিত হবে। আলিমের সকল বিভাগের সিলেবাস ও বিষয় কাঠামো ও বিষয় ভিত্তিক প্রশ্নের ধারা ও নম্বর বন্টন নিচের অনুচ্ছেদে যুক্ত করা হয়ছে।

আলিম পরীক্ষার সিলেবাস, পূর্ণমান ও বিষয় ভিত্তিক নম্বর বন্টন ২০২৫

২০২৫ সালের আলিম পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার একটি তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সাথে আলিমের সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগের সিলেবাস সহ বিষয় ভিত্তিক নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে।

নিচের অনুচ্ছেদে সকল বিভাগের পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের পূর্ণ নম্বর সহ বিষয় কাঠামোর বিস্তারিত তথ্য দেখুন।

আলিম পরীক্ষার সিলেবাস, পূর্ণমান ও বিষয় ভিত্তিক নম্বর বন্টন ২০২৫

মাদ্রাসার আলিম সিলেবাস ও প্রশ্নের নম্বর বন্টন ২০২৫

আলিম পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন

২০২৫ সালের আলিম পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন (শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪)

২০২৫ সালের আলিম (একাদশ-দ্বাদশ) শ্রেণির পরীক্ষার (শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪) বিষয় কাঠামো, বিষয় ভিত্তিক প্রশ্নের ধারা ও নম্বরবণ্টন দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

  • আলিম সিলেবাস ও মানবন্টন ২২ পৃষ্ঠার পিডিএফ কপিতে প্রকাশ করা হয়েছে। আলিমের বিস্তারিত সিলেবাস ও মানবন্টন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

২০২৫ সালের আলিম পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের বিস্তারিত মানবন্টন সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখতে পারেন।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না, বার্ষিক পরীক্ষায় সনদ

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ১২/১১/২০২৩ খ্রি. তারিখ ০৫:৪৮ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“২০২৫ সালের আলিম পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন”-এ 37-টি মন্তব্য

  1. ইতিহাসে ৪৫ নাম্বার কেন বাকি ৫নাম্বার কোথায়,৷

    জবাব
    • ইতিহাসের মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ ১৫ নম্বর যা ৩০ নম্বরে রূপান্তরিত হবে। আর রচনামূলক ৩০ নম্বর যা ৭০ নম্বরে রূপান্তর করা হবে।

    • ৫০ নাম্বারের যে মানবন্টন টা আছে তা দিলে একটু বালো হতো আলিম পরিক্ষাথী ২০২২ এর

    • এখানে বোর্ডের যে বিজ্ঞপ্তি আছে তার বাইরে আমাদের কাছে কোন তথ্য নেই। বিজ্ঞপ্তিতে মানবন্টন দেওয়া আছে।

  2. ইতিহাসে নাহয় ১৫ কে ৩০ আর ৩০ কে ৭০ করে ১০০ মার্কস মুল্যায়ন করবে
    তাহলে হাদিসে ৪২, আর বাকি চার বিষয়ে ৪০ মার্কস এর কিভাবে কি করবে?
    পরিক্ষার প্রশ্ন কি এমনই হবে?
    তাছাড়া প্রশ্নপত্রে কয়টা করে প্রশ্ন দেওয়া থাকবে আর কয়টার উত্তর দিতে হবে???

    জবাব
    • প্রশ্নের নম্বর বন্টন নির্দেশিকায় সবকিছুর উল্লেখ আছে। নির্দেশিকা ভালভাবে পড়ুন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করুন।

  3. পরীক্ষায় কত নাম্বার পেলে পাশ,এসাইনমেন্ট না দিলে সমস্যা অাছে?

    জবাব
    • আগের নিয়মে পাস। অ্যাসাইনমেন্ট জমাদান বিষয়ে এখনো কোন নির্দেশনা আসেনি। এবিষয়ে নতুন কোন তথ্য পেলে জানাবো। ধন্যবাদ।

  4. ইতিহাসে একজন mcq তে ৭টা প্রশ্নের উত্তর দিয়েছে৷ তার মধ্যে ৫টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এটা পাশের জন্য যথেষ্ট হবে?

    জবাব
    • অন্য পত্রে ভালো করলে সমস্যা না হওয়ার কথা। আমাদের জানা মতে দুই পত্র মিলে পাস। ধন্যবাদ।

  5. arbi 1st part,and arbi 2nd part a ki vabe question kora hbe ektu bolben plzz

    জবাব
    • আলিম প্রশ্নের নম্বর বন্টন বিজ্ঞপ্তির নিচের পড়ে দেখুন। এখানে বিস্তারিত বলা আছে। ধন্যবাদ।

  6. মানবন্টন জানতে চাই সব বিষয়ের

    জবাব
    • মানবন্টন দেওয়া আছে বোর্ডের বিজ্ঞপ্তিতে।

  7. মানবন্টন জানতে চাই

    জবাব
    • আলিম পরীক্ষার মানবণ্টন এই প্রতিবেদনে দেওয়া আছে। আপনি বোর্ডের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। ধন্যবাদ।

  8. এসাইনমেন্ট দেওয়া ছাড়া পরিক্ষায় অংশগ্রহণ করলে ফলাফলে কোন প্রভাব পড়তে পারে কিনা?
    আলিম পরিক্ষার্থী ২০২২!

    জবাব
    • বোর্ড অ্যাসাইনমেন্ট দিচ্ছে, শিক্ষার্থীদের তা করতে হবে। আমরা এতটুকু পরামর্শ দিতে পারি। এর বাইরে কোন কিছু বলতে পারি না। ধন্যবাদ।

  9. আরবি ১ম ও ২য় পত্রের মানবন্টন জানতে চাই

    জবাব
    • বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে দেখুন।

  10. arbe ki hobe

    জবাব
  11. পৌরনীতি কি অতিরিক্ত? অতিরিক্ত হলে প্রথম পত্র হবে না দ্বিতীয় পত্র?

    জবাব
  12. আসসালামুআলাইকু, কেমন আছেন? আমি জানতে চাই ২০২২ পরিক্ষার পয়েন্ট কি ভাবে দিবে, যদি ৫০% করে পরিক্ষা হয় তা হলে কি ক্লাস ৮ম এবং ১০ম রেজাল্ট থেখে যুগ করবে?

    জবাব
    • 50% নম্বরকে 100% করে রেজাল্ট প্রদান করা হবে। আর অ্যাসাইনমেন্ট নম্বর যোগ হবে না।

  13. বিজ্ঞান বিভাগের কুরআন মাজীদ এবং হাদিস শরীফ এই দুটো সাবজেক্ট এর মানবন্টন যদি বলতেন প্লিজ ।

    জবাব
    • এই প্রতিবেদনে মাদ্রাসা বোর্ডের আলিমের সকল বিষয়ের মানবন্টন আছে। এর বাইরে আমাদের কাছে কোন তথ্য নেই।

  14. এখানে বলা হচ্ছে ২ ঘন্টা
    কিন্তু আবার বলা হচ্ছে নৈর্ব্যক্তিক ২০ মিনিট
    আর মুল প্রশ্ন ১:৪০ মিনিট
    তাহলে কিভাবে হলো,কম হচ্ছে না?
    আর ঐচ্ছিক বিষয় কি দুটি থেকে যেকোনো একটি হবে?
    নাকি দুটি ই হবে
    দয়া করে জানাবেন

    জবাব
  15. ধন্যবাদ আমার কোথায় সমস্যা হচ্ছিল

    আর ঐচ্ছিক বিষয় কি দুটি থেকে যেকোনো একটি হবে?
    নাকি দুটি ই হবে
    দয়া করে জানাবেন

    জবাব
    • আলিমের বিস্তারিত নম্বর বন্টন জানতে আপনার প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন। আর এই প্রতিবেদনে যুক্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।

  16. বিষয়ভিত্তিক মানবন্টন খুঁজে পাচ্ছি না
    দয়া করে লিঙ্কটা দিন

    জবাব
    • এই প্রতিবেদনে ছবি হিসাবে আলিমের বিষয় ভিত্তিক মানবন্টন যুক্ত করা আছে। ধীরগতির কারণে বোধ হয় লোড হচ্ছে না। আপনি পাতাটি পুনরায় লোড করে দেখুন।

  17. উপরে ম্যাপিং করবে বিজ্ঞান বিভাগে ফিকহ ১ম পত্র আরবি সাহিত্য আর তথ্য ও যোগাযোগ তাহলে নিচে মান বন্টনে বিজ্ঞানের আরবি সাহিত্য এর মানবন্টন কেন দেয়া হলো? তাহলে কি বিজ্ঞানে ফিকহ আর আরবি সাহিত্য পরিক্ষা হবে?? দয়া করে জানাবেন

    জবাব
    • প্রতিবেদনে যুক্ত আলিমের মানবন্টন দেখুন। এর বাইরে আমাদের কাছে কোন তথ্য নেই।

  18. প্লিজ আমাকে উত্তরটি দিয়ে সাহায্য করুন।
    ৌরনীতি ১ম আর ২য় পত্র আমার অতিরিক্ত বিষয়।
    এখন এই দুইটা থেকে কি যেকোনো একটা পরীক্ষা হবে??
    সেক্ষেত্রে কি আমার ইচ্ছা? আমি যেটা ভালো লাগে সেটা দিতে পারবো? নাকি আমার প্রতিষ্ঠানের ইচ্ছা অনুযায়ী???

    প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করুন।

    জবাব
    • যে বিষয়গুলো বাদ দে্য়া হয়েছে, সেগুলো বাদের সব বিষয়ের পরীক্ষা হবে। বিস্তারিত জানতে বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করুন।

  19. ১৫টি এম সি কিউ তে কত নাম্বার পেলে পাশ?

    জবাব

মন্তব্য করুন