আলিম পরীক্ষার মানবন্টন ২০২২: প্রশ্নপত্রের সময় ও নম্বর বন্টন
২০২২ সালের আলিম পরীক্ষার মানবন্টন, প্রশ্নের সময়, পূর্ণমান ও নম্বর বন্টন নির্দেশিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার বিষয় ও পূর্ণমান কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে এবারের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আলিম পরীক্ষার মানবন্টন, প্রশ্ন পত্রের সময় নির্ধারণ ও নম্বর বন্টন নির্দেশিকা ২০২২
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চলতি বছরের আলিম পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন, সময় ও নম্বর বন্টন নির্দেশিকা প্রকাশ করেছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশীকায়, আলিমের সকল বিষয়ের নম্বর বিভাজনের তথ্য জানা গেছে।
বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, ২০২২ সালের আলিম পরীক্ষার নম্বর বন্টনের নির্দেশিকা ১০ মে ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।
এবারের আলিম পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, নির্দেশীকায় সেসব বিষয়ের নম্বর বন্টন ও পরীক্ষার সময়ের ব্যাপ্তি উল্লেখ করা হয়েছে। (বিস্তারিত দেখুন নিচের অনুচ্ছেদে)।
২০২২ সালের আলিম সমমান পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে। করোনার সংক্রমণের কারণে, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাদ্রাসা বোর্ড ইতোমধ্যে আলিমের সংক্ষিপ্ত পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করেছে। আলিমের সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদন পড়ুন।
Dakhil-Alim Short Syllabus 2022: দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস
দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা ইংরেজী)
আলিম পরীক্ষার প্রশ্ন পত্রের সময়, পূর্ণমান ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২
২০২২ সালের আলিম পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার একটি তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
আর যেসব বিষয়ের পরীক্ষা হবে না, তারও একটি তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা বোর্ড। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর মূল্যায়ন, সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে করা হবে বলে জানানো হয়েছে।
নিচের বিজ্ঞপ্তিতে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, আর কোন বিষয়গুলোর পরীক্ষা হবে না তার তালিকা পাওয়া যাবে। আর নিচের অনুচ্ছেদে বিষয় ভিত্তিক বিস্তারিত নম্বর বিভাজন সম্পর্কে জানা যাবে।
আলিমের মত দাখিল পরীক্ষার মান বন্টনের অনুরূপ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া সম্প্রতি দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।
দাখিল পরীক্ষার মানবন্টন, সময় নির্ধারণ ও নম্বর বিভাজন ২০২২
মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (Dakhil Routine PDF 2022)
আলিম পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২
বরাবরের মত এবছরেও আলিম পরীক্ষার MCQ/বহুনির্বাচনী ও CQ/রচনামূলক- এই দুই ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
তবে প্রশ্নের সংখ্যা ও পরীক্ষার সময় কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীরা অনেক বেশী সংখ্যক প্রশ্ন থেকে উত্তর লিখতে পারবে।
MCQ/বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে ২০ মিনিটে। আর CQ/রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে ০১ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে।
আলিমের সব বিষয়ে একই সংখ্যক এমসিকিউ ও সিকিউ প্রশ্ন থাকবে না। বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য এখানে MCQ ও CQ প্রশ্নের সংখ্যা কম আছে।
আলিম পরীক্ষার বিষয় ভিত্তিক পরীক্ষার মানবন্টন ও নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত জানুন নিচের নির্দেশিকা থেকে।
২০২২ সালের আলিম পরীক্ষার মানবন্টন সম্পর্কে জানতে আমাদের কাছে লিখতে পারেন।
আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
দাখিল পরীক্ষার মানবন্টন, সময় নির্ধারণ ও নম্বর বিভাজন ২০২২
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ১১/০৫/২০২২ খ্রি. তারিখ ০৪:২০ অপরাহ্ন।
ইতিহাসে ৪৫ নাম্বার কেন বাকি ৫নাম্বার কোথায়,৷
ইতিহাসের মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ ১৫ নম্বর যা ৩০ নম্বরে রূপান্তরিত হবে। আর রচনামূলক ৩০ নম্বর যা ৭০ নম্বরে রূপান্তর করা হবে।
৫০ নাম্বারের যে মানবন্টন টা আছে তা দিলে একটু বালো হতো আলিম পরিক্ষাথী ২০২২ এর
এখানে বোর্ডের যে বিজ্ঞপ্তি আছে তার বাইরে আমাদের কাছে কোন তথ্য নেই। বিজ্ঞপ্তিতে মানবন্টন দেওয়া আছে।
ইতিহাসে নাহয় ১৫ কে ৩০ আর ৩০ কে ৭০ করে ১০০ মার্কস মুল্যায়ন করবে
তাহলে হাদিসে ৪২, আর বাকি চার বিষয়ে ৪০ মার্কস এর কিভাবে কি করবে?
পরিক্ষার প্রশ্ন কি এমনই হবে?
তাছাড়া প্রশ্নপত্রে কয়টা করে প্রশ্ন দেওয়া থাকবে আর কয়টার উত্তর দিতে হবে???
প্রশ্নের নম্বর বন্টন নির্দেশিকায় সবকিছুর উল্লেখ আছে। নির্দেশিকা ভালভাবে পড়ুন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করুন।
Tnx
পরীক্ষায় কত নাম্বার পেলে পাশ,এসাইনমেন্ট না দিলে সমস্যা অাছে?
আগের নিয়মে পাস। অ্যাসাইনমেন্ট জমাদান বিষয়ে এখনো কোন নির্দেশনা আসেনি। এবিষয়ে নতুন কোন তথ্য পেলে জানাবো। ধন্যবাদ।
ইতিহাসে একজন mcq তে ৭টা প্রশ্নের উত্তর দিয়েছে৷ তার মধ্যে ৫টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এটা পাশের জন্য যথেষ্ট হবে?
অন্য পত্রে ভালো করলে সমস্যা না হওয়ার কথা। আমাদের জানা মতে দুই পত্র মিলে পাস। ধন্যবাদ।
arbi 1st part,and arbi 2nd part a ki vabe question kora hbe ektu bolben plzz
আলিম প্রশ্নের নম্বর বন্টন বিজ্ঞপ্তির নিচের পড়ে দেখুন। এখানে বিস্তারিত বলা আছে। ধন্যবাদ।
মানবন্টন জানতে চাই সব বিষয়ের
মানবন্টন দেওয়া আছে বোর্ডের বিজ্ঞপ্তিতে।
মানবন্টন জানতে চাই
আলিম পরীক্ষার মানবণ্টন এই প্রতিবেদনে দেওয়া আছে। আপনি বোর্ডের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। ধন্যবাদ।
এসাইনমেন্ট দেওয়া ছাড়া পরিক্ষায় অংশগ্রহণ করলে ফলাফলে কোন প্রভাব পড়তে পারে কিনা?
আলিম পরিক্ষার্থী ২০২২!
বোর্ড অ্যাসাইনমেন্ট দিচ্ছে, শিক্ষার্থীদের তা করতে হবে। আমরা এতটুকু পরামর্শ দিতে পারি। এর বাইরে কোন কিছু বলতে পারি না। ধন্যবাদ।
আরবি ১ম ও ২য় পত্রের মানবন্টন জানতে চাই
বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে দেখুন।
arbe ki hobe
পৌরনীতি কি অতিরিক্ত? অতিরিক্ত হলে প্রথম পত্র হবে না দ্বিতীয় পত্র?
আসসালামুআলাইকু, কেমন আছেন? আমি জানতে চাই ২০২২ পরিক্ষার পয়েন্ট কি ভাবে দিবে, যদি ৫০% করে পরিক্ষা হয় তা হলে কি ক্লাস ৮ম এবং ১০ম রেজাল্ট থেখে যুগ করবে?
50% নম্বরকে 100% করে রেজাল্ট প্রদান করা হবে। আর অ্যাসাইনমেন্ট নম্বর যোগ হবে না।
বিজ্ঞান বিভাগের কুরআন মাজীদ এবং হাদিস শরীফ এই দুটো সাবজেক্ট এর মানবন্টন যদি বলতেন প্লিজ ।
এই প্রতিবেদনে মাদ্রাসা বোর্ডের আলিমের সকল বিষয়ের মানবন্টন আছে। এর বাইরে আমাদের কাছে কোন তথ্য নেই।