২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা ১৪ জুন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন ২০২১

২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৪ জুন ২০২৩ তারিখ থেকে। পরীক্ষা চলবে ১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ১৪ জুন ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি সম্বলিত রুটিন প্রকাশ করেছে। ৯ মে তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত অনার্স ৪র্থ বর্ষের রুটিন বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে রুটিনের প্রতিলিপি পাওয়া যাবে।

২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে ১৪ জুন ২০২৩ তারিখ বুধবার হতে। সকল বিষয় ও পত্রের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

আরো জানুন:

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩ [NU Routine pdf 2023]

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩

নিচের অনুচ্ছেদে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচির রুটিন সংযুক্ত করা হয়েছে। তবে কোন কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচী পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয়েছে।

এছাড়া পরীক্ষার্থী ও কেন্দ্র পরিচালনাকারীদের বিশেষ কয়েকটি নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নিম্নে বিষয়গুলো উল্লেখ করা হলো-

পরীক্ষার সময়সূচী অনুযায়ী সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক উত্তোলন বা গ্রহণ করা যাবে না।

পরীক্ষার্থীদের প্রবেশপত্রে ডিজিটাল স্বাক্ষরে দেওয়া হবে। সংশ্লিষ্ট কলেজ পরীক্ষার্থীদের প্রবেশপত্র Print করে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষরে পরীক্ষার্থীদের সরবরাহ করবেন এবং স্বাক্ষর লিপি Print করে কেন্দ্রে সরবরাহ করবেন। এ সংক্রান্ত নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানো হবে।

পরীক্ষার্থীদেরকে স্ব-স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।

ইনকোর্স, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার থেকে ডাউনলোড করে অন-লাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে। এবং এর প্রিন্ট কপিসহ পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, চতুর্থ বর্ষ অনার্স শাখায় তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১০ (দশ) কার্যদিবস এর মধ্যেই হাতে হাতে জমা দিতে হবে ।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এ পাওয়া যাবে।

পরীক্ষা সংক্রান্ত জরুরী তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, কোন বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না।

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন

২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালযের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার মূল পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।

https://www.nu.ac.bd/uploads/notices/notice_4020_pub_date_09062023.pdf

আরো দেখুন:

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ [NU Honours Admission 2023]

NU Recent Notice [www.nu.ac.bd] জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ

তথ্যসূত্র-

জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।

Share This:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − 5 =