সরকারি-বেসরকারি কলেজে অনার্স ভর্তি যোগ্যতা ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি অনার্স ভর্তি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষায় এসএসসি ও এইচএসসি মিলে জিপিএ ৬.০ পয়েন্ট থাকতে হবে। আর বিজ্ঞানে থাকতে হবে জিপিএ ৬.৫০ পয়েন্ট।

সরকারি-বেসরকারি কলেজে অনার্স ভর্তি যোগ্যতা ২০২৪ (জাতীয় বিশ্ববিদ্যালয়)

২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের অনার্স শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম জিপিএ পয়েন্ট গত বছরের মত নির্ধারণ করা হয়েছে।

গত কয়েক বছর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা বাড়ানোয় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। বেশ কিছু শিক্ষার্থী ভর্তি পয়েন্ট বাড়ানোয় তারা কোন কলেজে আবেদন করতে পারছিলেন না বলে অভিযোগ করেছেন।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, অনার্স ভর্তি যোগ্যতা কমিয়ে নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভর্তি আবেদনের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনলাইন আবেদন পুনরায় শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৩৫০/= টাকা।

আরো পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৪

১৫ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে।

সরকারি-বেসরকারি কলেজে অনার্স ভর্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পঠিত বিষয় সমূহ থেকে ভর্তি যোগ্য বিষয় নির্ধারণ করা হবে।

তবে উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

বিভিন্ন শাখা থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের যোগ্যতা

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ২০২০/২০২১ সালের এসএসসি ও ২০২২/২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৬.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

তবে কোন পরীক্ষায় জিপিএ পয়েন্ট ২.৫ এর নিচের থাকা যাবে না।

বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

বিজ্ঞান শাখা থেকে ২০২০/২০২১ সালের এসএসসি ও এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৬.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

তবে এসএসসি বা এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ পয়েন্টের নিচে হলে ভর্তি আবেদন করা যাবে না।

অনার্স ভর্তির যোগ্যতা ও ভর্তি আবেদনের নতুন সময়সূচি জানতে নিচের যুক্ত বিজ্ঞপ্তি পড়ুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা ২০২৪

কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের  ভর্তি যোগ্যতা

কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি. (ভোকেশনাল) এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্টে) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সূচি ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

২০২৪ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি যোগ্যতা সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি ২০২৪ (২৪ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [পরীক্ষার সিলেবাস ও মানবন্টন]

তথ্যসূত্র:

জাতীয় বিশ্ববিদ্যালয়

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“সরকারি-বেসরকারি কলেজে অনার্স ভর্তি যোগ্যতা ২০২৪”-এ 35-টি মন্তব্য

  1. আমার এটুকু অনুরোধ জানাচ্ছি যে এস এস সি এর পয়েন্ট ৩.৩০ এবং এইচ এস সি তে ৩.৩০ করলে অনেক সুবিধা হবে অনেক শিক্ষর্থীদের উপকার হবে ।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

    • আমি Ssc তে3.39 এবং Hsc তে 3.58 পাই দয়া করে বলবেন আমি ভর্তি হতে পারব প্লিজ জানাবেন আমাকে

    • কোন বিভাগে ভর্তি হতে চান? বিভিন্ন বিভাগের ভর্তি যোগ্যতা ভিন্নরকম।

  2. দয়া করে আমাদের আমাদের স্বপ্ন নষ্ট করবেন না সরকারি না হোক আমরা তো এমপি ভুক্ত কলেজ বা বেসরকারি কলেজ গুলো তে অনার্স পড়তে পারব অতএব দয়া করে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের স্বপ্নের কথা চিন্তা করে পুনরায় বিবেচনা করুন GPA এটা নিয়ে দয়া করুন্.

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  3. আমার এসএসসি ২০১৭-২০১৮ পয়ন্ট ৩.১০ এবং এইচএসসি ২০২০-২০২১ পয়ন্ট ৩.৪৩ তবে আমি কি ২০২১-২০২২ অনার্স ভর্তি হতে পারব? আমি ২০২০ পরীক্ষা দিয়ে নাই। দয়া করে আমাকে উত্তর টা জানান।

    জবাব
    • বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, এসএসসি ৩.৫ এর নিচের হলে ভর্তি আবেদন করা যাবে না।

  4. আমার এসএসসি 2018 থেকে 2019 পয়েন্ট 3. 11 এইচএসসি 2020 থেকে 2021 পয়েন্ট 3.44 আমি কি অনার্সে ভর্তি হতে পারব না

    জবাব
    • এসএসসি সমমানে জিপিএ ৩.৫ থাকতে হবে। জিপিএ না কমালে আপনি আবেদন করতে পারবেন না।

  5. এস এস সি তে ৩.১১
    এইচ এস সি তে ৩.৫৮
    আমি কী অনার্সে ভর্তি হতে পারবো না? এস এস সি তে কেন জিপিএ নূন্যতম ৩.০ রাখা হয়নি।

    জবাব
    • জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে এবার এসএসসি সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ ৩.৫ করা হয়েছে।

  6. আমি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টে ২০১৯-২০২০ ৩.৭২ পাই
    ৷ অতপর আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয় ভতি হতে পারবো
    দয়া করে জানাবেন।

    জবাব
    • এইচ.এস.সি. (ভোকেশনাল) এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজমেন্টে) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি আবেদন করতে পারবে।

  7. আমার খুব স্বপ্ন ছিল আমি অনার্সে ভর্তি হবো কিন্তু আমার অনার্সে ভর্তি হওয়ার পয়েন্ট হয় নাই। আমার এসএসসি ২০১৮ থেকে ২০১৯ পয়েন্ট ৩.০৬ আর এইচএসসি ২০২০ থেকে ২০২১ পয়েন্ট ৩.৯২, হয়েছে। আজ আমি পয়েন্ট এর কাছে হেরে গেছি পয়েন্ট জন্য অনার্সে ভর্তি হতে পারলাম না। আপনারা পারেন আমার স্বপ্ন পূরন করতে, প্লিজ একটু দেখেন,, আমার মত অনেক মানুষ আছে যাদের স্বপ্ন ছিল অনার্সে ভর্তি হওয়ার। সবার স্বপ্ন পূরন করেন

    জবাব
    • মাতমতের জন্য ধন্যবাদ।

  8. আমার এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে ৩.৫০ এইচএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে ৪.৩৩। এখন আমি অনার্স আবেদন করবো তবে মে কলেজে আবেদন করবো সে কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু বা তর্তি পরীক্ষা দিতে হবে নাকি??

    এ বিষয়ে কিছু জানতে চাই প্লীজ হেল্প।।

    আমার বাসা খাগড়াছড়ি জেলাতে এখন আমি ঢাকাতে অবস্থান করছি,এখানে কোনো এক সরকারি কলেজে আবেদন করতে চাই তাই চান্স পাওয়ার সম্ভাবনা জানতে চাচ্ছি…

    জবাব
    • আপনি কোন কলেজে চান্স পেতে পারেন তা আগে থেকে বলা সম্ভব নয়। আপনি কোন কলেজে ভর্তির জন্য আবেদন করছেন সেটা ও সেখানে কেমন প্রতিযোগিতা হবে সেটা বিবেচ্য। আপনি যেখানে প্রতিযোগিতা কম হকে সেখানে আবেদন করুন।

  9. আমার এস এস সি জিপিএ ৩.৩৯
    ও এইচ এস সি ৩.৩৩
    আমি কী অনার্সে ভর্তি হতে পারবো ন

    জবাব
    • জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫ থাকতে হবে।

  10. আমি এস এস সি জিপিএ ৩.৩৯ এবং
    এইচ এস সি (BM) জিপিএ ৫.০০
    আমার খুব ইচ্ছে আমি অনার্স করবো, কিন্তু আমার স্বপ্নটা নষ্ট করে দিলো। আমি কি আর বর্তি হতে েপারবো অনার্সে?

    জবাব
    • ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

  11. SSC 2017 & HSC 2021 হলে কি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যাবে

    জবাব
    • ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

  12. আমার SSC তে 2.89 আর HSC তে 4.08 আমি কি কোনো বেসরকারি কলেজেও অনার্সে ভর্তি হতে পারবো না?

    জবাব
    • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কোন কলেজে ভর্তিতে এসএসসি ৩.৫ জিপিএ থাকতে হবে।

  13. আমার এসএসসিতে ৩.২৪ আছে।তার পরও অনার্স এ আবেদন করতে পারতেছি না।

    জবাব
  14. আমার এস এসি তে জিপিএ ৩.২২ আর এইচ এস এসি তে ৩.৬৭ আমি কি তাহলে অনার্স ভতি হইতে পারবে না

    জবাব
  15. আমার এসএসসি তে ৩.৪৪ এবং এইচএসসি তে ৩.৬৭ মাত্র ০.৬ এর জন্য আমি ভর্তি হতে পরলাম না।

    জবাব
  16. এসএসসি জিপিএ ৩.০৬,এইচএসসি তে জিপিএ ৩.৬৭। প্রশ্ন হলো এইচএসসি তে তো পয়েন্ট আছে বেশি তাহলে কি এসএসসির গড় কাটবে না?

    জবাব
    • এসএসসি জিপিএ ৩.৫ থাকতে হবে।

  17. 3.50 এর নিচে কোনো বিকল্প নেই
    সরকারি কলেজ ব্যতিত বেসরকারি কলেজে আবেদন করা যাবে না

    জবাব
    • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোন অনার্স কলেজে ভর্তি হতে পারবেন না।

  18. আমি SSC তে ৩.২৮ পেয়েছি এবং HSC তে ৩.৬৮ পেয়েছি। আমি কোথাও অনাসে ভতি হতে না পারলে এখন আমার কি করা উচিত…. সার যদি দয়া করে উত্তর টা দিতেন।

    জবাব
    • পরবর্তীতে ডিগ্রি পাস কোর্সে ভর্তি যোগ্যতা কি হয় তা দেখুন।

মন্তব্য করুন