২০২৫ সালের অনার্স ভর্তি আবেদন কবে শুরু হবে তা জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়। অনলাইনে অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন ২১ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মে তারিখে।
২০২৫ সালের অনার্স ভর্তি আবেদন শুরু কবে, জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি আবেদন কবে শুরু করা হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স ভর্তি আবেদনের তারিখ ও পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে, অনার্স ভর্তি আবেদনের তারিখের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অনার্স ১ম বর্ষের ভতি আবেদন শুরু হবে ২১ জানুয়ারি বিকাল ৪টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ রাত ১২টা পর্যন্ত।
প্রাথমিক আবেদন ফি ৭০০/= টাকা। ২২ জানুয়ারি থেকে ২ মার্চ তারিখের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভর্তি ফি এর টাকা জমা দিতে তবে।
ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মার্চ তারিখে। প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অনার্স ভর্তির বিজ্ঞপ্তি দেখুন।
আরো দেখুন:
২০২৫ সালের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার সিলেবাস
তথ্যসূত্র-
SSC GPA (3.39 ) to HSC (4.67) মোট GPA ( 8.06 ) এখন অনার্স ভর্তি হতে চাইলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে ১. আনন্দমুহন বিশ্ববিদ্যালয় ২. নাসিরাবাদ প্রা: বিশ্ববিদ্যালয় ৩. সহীদ স্মৃতি বিশ্ববিদ্যালয় ৪. শেরপুর কলেজে ৫ টাঙ্গাইল করোটিয়া
বিষয়টা নির্ভর কবে সেখানে কতটা কম্পিটিশন হচ্ছে আর আপনি কোন সাবজেক্ট গুলো চয়েস করেছেন।
SSC GPA (3.50) এবং HSC GPA (3.33) আমি কি বাণিজ্য (কমার্স) শাখার জন্য এপ্লাই করতে পারবো.?
গত বারের ভর্তি যোগ্যতা অনুসারে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ পয়েন্ট ৭.০০ হতে হবে। এ বছর ভর্তি পেন্ট যদি কমিয়ে নির্ধারণ করে তাহলে পারবেন।