উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদের পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট। রিট আবেদনে পরীক্ষার প্রক্রিয়ায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষাটি বাতিলের আবেদন করলে, মহামান্য হাইকোর্ট পরীক্ষাটি ১ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত
উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদের লিখিত পরীক্ষা ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু এক রিট আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট পরীক্ষাটি ১ম মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে। এর সাথে এই পরীক্ষা কেন বাতিল ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
মো. রিয়াজুল ইসলাম, বায়তুল্লাহ আল মামুনসহ মোট ৯ জন পরীক্ষার্থী উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদের লিখিত পরীক্ষা বাতিলের আবেদন করেছিলেন। তাদের অভিযোগ, প্রশ্ন ফাঁসসহ নানা অনিয়মের কারণে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
আদালত এসব অভিযোগ আমলে নিয়ে পরীক্ষাটি সাময়িকভাবে স্থগিত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
আরো দেখুন:
