২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত

২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৪ ডিসেম্বরে হাই কোর্টের দেওয়া এক রায়ে ১ মাসের জন্য প্রাথমিকের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত করা করা হয়।

২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত

প্রাথমিকের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা যা সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের ‘মেধা যাচাই পরীক্ষা’ নামে পরিচিত তা স্থগিত করা হয়েছে। ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে মহামান্য হাইকোর্টের এক রায়ে ১ মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘মেধা যাচাই পরীক্ষা’ ১ মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।

হাইকোর্টের আদেশে বলা হয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন। ফলে পরীক্ষা হচ্ছে না। শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে, যা হাইকোর্টের গত ৩ নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন।’

১৭ ডিসেম্বর আদেশের নিশ্চিত করেন রিটকারী আইনজীবী নিজে। এ সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১১ নভেম্বর স্মারকের (১৯ নভেম্বর স্বাক্ষরিত) কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ‘মেধা যাচাই পরীক্ষা’ যা প্রাথমিকের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা নামে পরিচিত, পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বক্তব্য

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আপাতত প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হচ্ছে না। সেটা নিয়ে একটা রিট আছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন করা হলে, সেটি পরবর্তীতে মেধা যাচাই প্রক্রিয়ায় নেয়া হতে পারে।

আরো দেখুন:

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ (পরীক্ষার রুটিন, সিলেবাস ও মানবন্টন)

মন্তব্য করুন