October MPO 2021: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়

October MPO 2021: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের চেক ছাড়ের আপডেট।

School-College Madrasah Technical October MPO Notice 2021

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

এরই মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।

১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, স্কুল-কলেজ এর অক্টোবর মাসের বেতনের চেক ছাড় করেছে।

সবশেষ ৪ নভেম্বর, কারিগরি শিক্ষকদের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। (বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।

আরো পড়ুন:

জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়ন সভা

এমপিওভুক্ত মাদ্রাসার ৫০% জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

মাদ্রাসার অক্টোবর মাসের বেতনের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মাদ্রাসার অক্টোবরের বেতন-ভাতা হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অক্টোবর মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ৩১ অক্টোবর তারিখে অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মাদ্রাসার অক্টোবর মাসের বেতন সংশ্লিষ্ট অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৪/১১/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের সংযুক্ত চেক ছাড়ের নোটিশে বেতনের স্মারক নম্বর উল্লেখ আছে। আর অক্টোবরের এমপিও শিট সংগ্রহের লিংক নিচের অনুচ্ছেদে দেখুন।

মাদ্রাসার অক্টোবর মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ

আরো জানুন:

স্কুল বার্ষিক পরীক্ষার রুটিন ২০২১ (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি)

মাদ্রাসা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে অধিদপ্তরের রুটিন

October Madrasah MPO Sheet 2021: মাদ্রাসার অক্টোবর মাসের এমপিও শিট ২০২১

মাদ্রাসার এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/1MbZBo0xXx3_lJ5YCoEPXP26ZaEuS4rm4?usp=sharing

উপরের লিংক থেকে মাদ্রাসার অক্টোবর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে। লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

অধিদপ্তরের গুগল ড্রাইভ ফোল্ডারে এমপিও শিট, ভাউচার ও টপ সিট পাওয়া যাবে।

স্কুল-কলেজ এর অক্টোবর মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের অক্টোবর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, অক্টোবরের বেতনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

১ নভেম্বর তারিখে, অক্টোবর মাসের বেতন ছাড়ের বিজ্ঞপ্তি অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতন ভাতা উত্তোলন করা যাবে ০৪/১১/২০২১ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

বেতনের স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৮০৯১/৪ তারিখ : ১-১১-২০২১

স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতন ছাড়ের নোটিশ ২০২১

School-College October MPO Sheet 2021: স্কুল-কলেজ অক্টোবর এমপিও শিট ২০২১

স্কুল-কলেজের এমপিও শিটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নিচের লিংক থেকে অক্টোবরের এমপিও শিটের ভাউচার ও টপ সীট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1LlPYV7q-5fqLpDOMcMdrbvNPpA_bP6dd?usp=sharing

কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের বেতনের চেক ছাড়

কারিগরি শিক্ষক-কর্মচারীদের চেক ছাড় করা হয়েছে। ৪ নভেম্বর তারিখে কারিগরি অধিদপ্তরে চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরির অক্টোবর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১০/১১/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নম্বর উল্লেখ আছে। প্রয়োজনে তা লিখে রাখুন।

কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের চেক ছাড়ের নোটিশ

Technical October MPO Sheet 2021: কারিগরি অক্টোবর এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে অক্টোবর মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

http://service.dte.gov.bd/notice_mpo_order/

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের চেক ছাড়ের তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

এসএসসি পরীক্ষার মানবন্টন, প্রশ্নপত্রের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২১

দাখিল পরীক্ষার মানবন্টন, সময় নির্ধারণ ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২১

এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২১

আলিম পরীক্ষার মানবন্টন ২০২১: প্রশ্নের সময় ও নম্বর বন্টন নির্দেশিকা

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৪/১১/২০২১ খ্রি. তারিখ ০১:৫৮ অপরাহ্ন।

“October MPO 2021: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়”-এ 4-টি মন্তব্য

  1. স্যার কারিগরী জানুয়ারি ২০২১ সংশোধনি এমপিও নীতিমালার অনুমোদন কবে নাগাদ হতে পারে?এবং এই চলতি নভেম্বর মাসে বেতন ভাতা ছাড় করা হবে বলে কি আশা করা যায়?প্লিজ বলুন না স্যার একটু দয়া করে।

    জবাব
    • এবিষয়ে এখনো পর্যন্ত শিক্ষা অধিদপ্তর থেকে কোন তথ্য প্রকাশ করা হয়নি। আপনি আপনার অঞ্চলের আঞ্চলিক কলেজ পরিচালক দপ্তরে যোগাযোগ করুন।

মন্তব্য করুন