৭ম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে-এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৭২ হাজার বরে জানা গেছে। তবে এর যাচাই এখনও সম্পন্ন না হওয়ায় গণবিজ্ঞপ্তি প্রকাশে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
NTRCA ৭ম গণবিজ্ঞপ্তি কবে? শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৭২ হাজার
এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের NTRCA ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তালিকা পাওয়া গেলেও, অধিদপ্তরগুলো থেকে এর সঠিকতা যাচাই করার তথ্য না দেওয়ায় এমন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
তাই কবে নাগাদ ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শূণ্য পদের সংখ্যা ৭২ হাজার বলে জানা গেছে।
এ বিষয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শিগগিরই শূন্য পদের তথ্য যাচাইয়ের কার্যক্রম শেষ হবে। আগামী সপ্তাহের মধ্যে তথ্য যাচাই করে তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠানো হবে। ফলে চলতি সপ্তাহে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দিতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়।’
NTRCA শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি কবে?
NTRCA কর্তৃক ৭ম গণবিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশ করা হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে শূন্য পদের সঠিকতা যাচাইয়ের কার্যক্রম শেষ হওয়ার পর ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। আগামী সপ্তাহের শেষ দিকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হতে পারে। এর পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।
উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। এবারে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯টি, মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি পদের তথ্য পাওয়া গেছে।
আরো দেখুন:
