৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের নম্বর বন্টন ২০২৫

২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর তারিখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ সিলেবাস প্রকাশ করে। প্রকাশিত সিলেবাসে সারাদেশের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলা, ইংরেজী, অংক ও বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে ৩ ঘন্টা সময়ের মধ্যে।

দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। চলতি বছরের অক্টোবর মাসে বৃত্তির ফরমপূরণ শুরু হবে।

বৃত্তি পরীক্ষা শুরু হবে ২১ ডিসেম্বর থেকে। বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে। স্ব-স্ব শিক্ষা বোর্ড কর্তৃক উপজেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ২ ধরনের বৃত্তি দেয়া হবে। ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। সকল ধরণের বৃত্তির মধ্যে ৫০ শতাংশ ছাত্রদের এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে।

৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন

পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিষয় ভিত্তিক পূর্ণাঙ্গ সিলেবাস ও প্রশ্নের নম্বর বন্টন দেখতে এখানে ক্লিক করুন

আরো দেখুন:

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ (পরীক্ষার রুটিন, সিলেবাস ও মানবন্টন)

মন্তব্য করুন