স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে এমপিওভুক্ত সকল শিক্ষক বদলির সুযোগ পাবেন।

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬

দেশের সকল এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের জন্য নীতিমালা প্রকাশ করা হয়েছে।

২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমপিও শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত বদলি নীতিমালায় শিক্ষকদের বদলি সংক্রান্ত সকল তথ্য নীতিমালার আকারে  প্রকাশ করা হয়েছে।

শিক্ষকদের এই বদলি প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এক্ষেত্রে বদলি নীতিমালায় বর্ণিত সকল শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষকদের বদলি করা হবে।

এই নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ) এমপিওভুক্ত সকল শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার শর্তাবলী

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা-বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে।

প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতিবছর সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।

আবেদনকারী শিক্ষক, শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোন জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। এছাড়াও আবেদনকারী শিক্ষক, শিক্ষিকা এ নীতিমালার ৩.৮(গ) ক্রমিকে বর্ণিত ক্ষেত্রে যে কোনো জেলায় অথবা স্বামী/স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করতে পারবে।

প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে শিক্ষক, শিক্ষিকাগণ বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন।

বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর, পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে নিচের অনুচ্ছেদে যুক্ত নীতিমালা পড়ুন।

২০২৬ সালের স্কুল-কলেজের এমপিও শিক্ষক বদলি নীতিমালা PDF

স্কুল-কলেজের এমপিও শিক্ষক বদলি নীতিমালার পিডিএফ কপি ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আমরা শিক্ষকদের সুবিধার্থে নীতিমালার পিডিএফ কপি রুপান্তরিত ইমেজ কপি নিচের অনুচ্ছেদে সংযুক্ত করেছি। প্রয়োজনে সংরক্ষণ করুন।

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার শর্তাবলী

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬

আরো দেখুন:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫

এমপিওভুক্ত এইচএসসি কলেজের পাসের হার নির্ধারণ

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক বদলি নীতিমালা ২০২৪

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।