মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ নিয়ম

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। ১০০০ টাকা ফি দিয়ে এই আবেদন করতে হবে। মেডিকেল ভর্তি ফল পুনঃনিরীক্ষণ নিয়ম জানুন।

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ নিয়ম (এমবিবিএস বিডিএস)

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল ১৪ ডিসেম্বর বিকাল ৫টায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভর্তি ফলাফলে অসন্তুষ্ট হলে, ফল পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে। ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।

১৪ ডিসেম্বর তারিখে প্রকাশিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর-এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কেবলমাত্র টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে এই আবেদন করা যাবে। নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি ১০০০/=  টাকা।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ নিয়ম

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করতে নিচের অনুচ্ছেদে বর্ণিত পদ্ধতি অনুসরণ করুন।

টেলিটকের যেকোন প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম SMS: DGME<Space>RSC<Space>Roll No. লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME <Space>RSC Space>1116000) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME< Space >RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে “(যেমন: DGME<Space>RSC<Space>YES<Space>12345678)” ফিরতি SMS-এ দিক প্রমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

আরো দেখুন:

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ, রেজাল্ট দেখুন

মন্তব্য করুন