মাদ্রাসার এমপিও শীটে ভুল থাকায়, নতুন এমপিও শীটে নভেম্বরের বেতন বিল প্রস্তুতের নির্দেশ দিয়েছে। ১৪ ডিসেম্বর তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ১১/১২/২০২৫ তারিখ রোজ: বৃহস্পতিবার প্রকাশিত এমপিও শীটে কারিগরি ত্রুটি থাকায় আজ ১৪/১২/২০২৫ তারিখে ইস্যুকৃত এমপিও শীট অনুযায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করার জন্য অধ্যক্ষ/সুপার-কে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নিচের অনুচ্ছেদের লিংক থেকে এমপিও শিটের কপি ডাউনলোড করুন।
https://drive.google.com/drive/folders/1Kx5qoPUKadqd6aRQoTFhWoKrx5cZ6QTw?usp=sharing

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার প্রধানদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
আরো দেখুন:
