এসএসসি-দাখিল (ভোকেশনাল) পরীক্ষার রেজাল্ট ১০ জুলাই বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এদিন দুপুর ২:০০ টায় কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (https://bteb.gov.bd) থেকে ও মোবাইল মেসেজে রেজাল্ট দেখা যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের ৮ জুলাই তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে রেজাল্ট প্রকাশের পর কিভাবে রেজাল্ট দেখা যাবে, তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ জুলাই ২০২৫ তারিখ দুপুর ০২.০০ টায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৫ এর ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
এছাড়া বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট জানার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়ে। নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result Sheet download করা যাবে এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট
জানতে পারবেন।
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd এ Result কর্নার-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ID/প্রতিষ্ঠান কোড এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক Result Sheet download করা যাবে।
২. www.bteb.gov.bd এবং www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গ্রেড ভিত্তিক Transcript download করতে পারবে।
৩. পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে।
SSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC TEC 123456 2025 Send to 16222.
কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ সম্পর্কীত বিজ্ঞপ্তি দেখুন।

আরো দেখুন:
 
