বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৬ [ভর্তির যোগ্যতা ও পরীক্ষার তারিখ]

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের যোগ্যতা, অনলাইন আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

ভর্তি আবেদন ১৬ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি তারিখে। এসব পরীক্ষা বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ [ভর্তি পরীক্ষার যোগ্যতা ও তারিখ]

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি (সার্কুলার), বুয়েটের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২৭ অক্টোবর তারিখে প্রকাশিত ভর্তি সার্কুলারে ভর্তি পরীক্ষার যোগ্যতা, পরীক্ষা সিলেবাস, প্রশ্নের মানবণ্টন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এবারে ভর্তির জন্য প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। ভর্তির লিখিত পরীক্ষা ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) এক সভায়, বুয়েট ভর্তি ভর্তি পরীক্ষার চুড়ান্ত সময়সূচী সহ অন্যান্য বিষয়ের তথ্য চুড়ান্ত করা হয়।

বুয়েট ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচির তথ্য, নিচের সংযুক্ত বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন:

বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যে যোগ্যতার প্রয়োজন হবে

বুয়েট ভর্তির অনলাইন আবেদন ও পরীক্ষার তারিখ

বুয়েট ভর্তি আবেদন ও ভর্তির সকল তথ্য পাওয়ার ঠিকানা: https://www.buet.ac.bd/web/

ভর্তির অনলাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট শুরু ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদনপত্র পূরণ ও সাবমিট করা যাবে ২ ডিসেম্বর বিকেল ৩ টা পর্যন্ত।

মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে ৪ ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর তারিখে।

ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ শনিবার অনুষ্ঠিত হবে।

বুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। বুয়েটের ভর্তির চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের (মেধাতালিকার ভিত্তিতে) ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল, পুরা-প্রকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৩টি বিভাগে সর্বমোট ১ হাজার ৩০৫টি আসনে ভর্তি করা হবে।

আরো জানুন:

বিডিএস ১ম বর্ষ ভর্তি: ডেন্টাল ভর্তি পরীক্ষার আপডেট

যেসব সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

অথবা, ২০২০২ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষার সংশোধিত ফলাফল ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে ফলাফল প্রাপ্ত হয়েছেন,

অথবা, ২০২১ সালের নভেম্বর বা তার পরে GCE “O” লেভেল এবং ২০২৪ সালের নভেম্বর অথবা তার পরে GCE “A” লেভেল পরীক্ষার ফলাফল প্রাপ্ত হয়েছেন।

অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে শুধুমাত্র তাঁরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

যে সকল ছাত্র-ছাত্রী ইতোপূর্বে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অথবা অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন তাঁরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ।

বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা

ক) প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও ও রসায়ন সহ) ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।

অথবা, বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।

প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/ আলীম/ সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৫.০০ এবং উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় সমূহের প্রতিটিতে ন্যূনতম জিপি ৫.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক/ আলীম/ সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।

অথবা, বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড/ নম্বর পেয়ে পাশ করতে হবে।

(খ) GCE “O” লেভেল এবং GCE “A” লেভেল পাশ করা প্রার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE “O” লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিসহ) এর প্রতিটিতে ন্যূনতম B গ্রেড এবং GCE “A” লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ের যেকোনো দুইটিতে ন্যূনতম A গ্রেড এবং একটিতে ন্যূনতম B গ্রেড পেয়ে পাশ করতে হবে।

এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর GCE “A” লেভেল পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে।

(গ) ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদনকারীকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে ।

বুয়েট ভর্তি পরীক্ষার ফি

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য যথাক্রমে=১৩০০/ টাকা ও =১৫০০/ টাকা।

ক-গ্রুপের প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ মোট ১৩০০/= টাকা অনলাইনে ফি প্রদান করতে হবে।

খ-গ্রুপের প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে মোট ১৫০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বুয়েট ভর্তি পরীক্ষার বিষয়সমূহ, পাঠ্যসূচী ও নম্বর বণ্টন

২০২৫ সালের পাঠ্যসূচী অনুযায়ী উচ্চ মাধ্যমিক শ্রেণির উচ্চতর গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

ভর্তি পরীক্ষায় ক-গ্রুপের জন্য মোট ৬০০ নম্বর ও খ-গ্রুপের জন্য মোট (৬০০+৪০০০)=১০০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানেও উচ্চ মাধ্যমিক শ্রেণির গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

ভর্তি পরীক্ষার আরো তথ্য জানুন, নিচের সংযুক্ত বুয়েট ভর্তি সার্কুলার থেকে।

বুয়েট ভর্তি সার্কুলার ২০২৫-২০২৬ [BUET Admission Circular 2025-2026]

সতর্কতা:  ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

বুয়েট ভর্তি আবেদন সহ ভর্তির ফি পরিশোধের সকল তথ্য জানতে, ১১ পাতার মূল ভর্তি প্রসপেকটাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

নিচের অনুচ্ছেদে ভর্তি সার্কুলারের আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচির অংশটি যুক্ত করা হয়েছে। মূল ভর্তি সার্কুলার পড়ুন উপরের অনুচ্ছেদে দেওয়া লিংক থেকে।

বুয়েট ভর্তি সার্কুলার ২০২৫-২০২৬

BUET Admission Circular 2025-2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো জানতে চাইলে, আমাদের কাছে লিখে জানাতে পারেন।

তথ্যটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি: DUAdmission

রাবি স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি: admission.ru.ac.bd

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি (স্নাতক অনার্স: NU Admission)

তথ্যসূত্র:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট

4 comments

  1. আসসালামু আলাইকুম
    বুয়েটে সিভিল ইন্জিনিয়ারিং কয় বছর সময় লাগে শেষ করতে। আর হে সিভিল ইন্জিনিয়ারিং এ যারা পড়েন তারা কোন সময় পড়েন মানে পাঠ দান কোন সময় থেকে হয় সকালে নাকি দুপুরে পাঠদান হয়
    সকালে হলে সকাল থেকে কোন সময় পর্যন্ত সিভিল ইন্জিনিয়ারিং এ

    টাইপ টেবিল কখন?

    1. বুয়েটের বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন সময় ক্লাস হয়। আর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে ৪ বছর লাগার কথা। কিন্তু করোনার জন্য কিছু সময় বেশী লাগবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।