স্কুল ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান)

স্কুল (মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক) এর ছুটির তালিকা ২০২১ প্রকাশ করা হয়েছে। দেশের সকল সরকারি-বেসরকারি স্কুলের জন্য এই তালিকা প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর অধীন স্কুল সমূহের ২০২১ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন ও তা প্রকাশ করা হয়েছে।

দেশের সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় সমূহের ছুটির তালিকা ২৮/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটে অনুমোদিত ছুটির তালিকা পাওয়া যাবে। এখান থেকে প্রয়োজনে তা দেখা ও ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষণ করা যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় দিবসের ছুটি, ধর্মীয় ছুটি, শীত ও গ্রীষ্মকালীন ছুটি সহ প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি মিলিয়ে মোট ৮৫ দিন ছুটি থাকবে।

এখানে উল্লেখ্য যে, তালিকার যে ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল, সেগুলো পরিবর্তিত হতে পারে।

ছুটির তালিকার পাশাপাশি বিদ্যালয় সমূহের শিক্ষাপঞ্জিতে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত বিভিন্ন পরীক্ষার সময়সূচীও উল্লেখ করা হয়েছে।

স্কুলের অর্ধ-বার্ষিক, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা ও তার ফলাফল প্রদানের দিন-তারিখ নির্ধারণ করা হয়েছে।

অর্ধ-বার্ষিক/প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন ২০২১ থেকে ২৪ জুন ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

ফলাফল প্রকাশ করতে হবে ১০ জুলাই তারিখের মধ্যে।

বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ থেকে ১১ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

আর ফলাফল প্রদান করতে হবে ৩০ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে।

নির্বাচনী পরীক্ষা নিতে হবে ২৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ হতে ১১ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে।

ফলাফল প্রদান করতে হবে ৩০ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে।

আরো পড়ুন: মাদ্রাসার ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

২০২১ খ্রিষ্টাব্দের অনুমোদিত স্কুল ছুটির তালিকা দেখুন

স্কুল (মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক) এর ছুটির তালিকা ২০২১
[২০২১ খ্রিষ্টাব্দের স্কুল (মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক) এর ছুটির তালিকার একাংশ]
শিক্ষা  অধিদপ্তর কর্তৃক পিডিএফ ফরম্যাটে প্রকাশিত ২০২১ সালের মূল ছুটির তালিকা দেখুন এখান থেকে

লক্ষ্য করুন: এরই মধ্যে ২০২২ সালের স্কুল ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সরকারি-বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা দেখুন নিচের প্রতিবেদন হতে।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন