রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীর নিজ তথ্য দিয়ে admission.ru.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তি ফলাফল দেখা যাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট
২০২১-২০২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক/সম্মান ১ম বর্ষ ভর্তির এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাশের হার শতকরা ৫৫.৩৪ ভাগ।
০২ আগস্ট মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হয়।
রাবি ভর্তি কমিটির এ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন রেজাল্ট প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন। রেজাল্ট প্রকাশের পর হতে ভর্তি ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে এ-ইউনিটের রেজাল্ট দেখা যাচ্ছে।
উল্লেখ্য, এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ জুলাই। এই ইউনিটের পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ৯০ জন শিক্ষার্থী। গড় উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৮৬ শতাংশ। এখানে মোট ভর্তিযোগ্য আসন রয়েছে ২ হাজার ১৯টি।
আরো দেখুন:
রাবি সি ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ
চবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২২ (A, B, C, D, B1, D1 ইউনিট)
রাবির কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।
https://admission.ru.ac.bd/
উপরের ঠিকানাটি ব্রাউজ করলে নিচের ছবির মত পাতাটি ওপেন হলে, Admission Result লেখা অংশে শিক্ষার্থীর নিজের তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে।
উপরের ছবির মত রাবির ভর্তি ওয়েবসাইটের পাতায় বক্স চিহ্নিত সার্চ বক্সে পরীক্ষার্থীর ইউনিট নির্বাচন করুন এবং রোল নম্বর দিন। সবশেষে Submit বাটনে ক্লিক করে রেজাল্টের বিস্তারিত জানুন।
২০২২ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি রেজাল্ট দেখতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: আবেদন ১৬ আগস্ট পর্যন্ত
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২ (এ, বি, সি ইউনিট)
তথ্যসূত্র: